প্রিয় AshfaqMahmud, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ



কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল    আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা।  তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bn ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন!আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


জয়ন্ত নাথ ১০:৫১, ২৯ এপ্রিল ২০০৮ (UTC)


চমৎকার সম্পাদনা

সুন্দরবন নিবন্ধের কাজ চমৎকার হয়েছে। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ২০:৪৬, ২৯ এপ্রিল ২০০৮ (UTC)

  • আপনার কাছ থেকে মন্তব্য পাওয়া সবসময়ই সম্মানের। ধন্যবাদ। - --আশফাক (আলাপ | অবদান) ২৯ এপ্রিল ২০০৮
  • সত্যিই চমৎকার হয়েছে, কেবল interlink ও কিছ্ tuneup করলেই আরও ভালো হবে। ধন্যবাদ। -জয়ন্ত নাথ ০৪:৪১, ৩০ এপ্রিল ২০০৮ (UTC)
  • ধন্যবাদ জয়ন্ত। [[ দিয়ে সবগুলো বৈজ্ঞানিক নাম ইন্টারলিংক করতে গিয়ে ধরা খেয়েছি। করে দেখি লিংকগুলো সব Bn উইকিতে ওই নামের পেজ খুঁজছে। অথচ আমি ভেবেছিলাম [[ দিয়ে করলে En উইকিতে ঐসব বৈজ্ঞানিক নামের যেসব পেজ আছে তাদের সাথে লিংক হবে ! :( কি আর করা , আবার সব এডিট করতে হল। রেফারেন্সটা যুক্ত করা হয়নি। কিন্তু খুব কাছাকাছি সময়ে, সময় করে উঠতে পারবনা হয়তো। আশফাক ১৮:২৯, ৩০ এপ্রিল ২০০৮ (UTC)

আজাকি হালনাগাদ সম্পাদনা

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত সুন্দরবন নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ১৩ নভেম্বর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ০৭:৫৪, ১৪ নভেম্বর ২০০৯ (UTC)