আলাপ:শেখ হাসিনা

সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ৩ মাস আগে "সম্পাদনার অনুরোধ, ১০ জানুয়ারি ২০২৪" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প জীবনী (মূল্যায়ন - মান অসম্পূর্ণ, গুরুত্ব সর্বোচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অসম্পূর্ণ  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী অসম্পূর্ণ-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 সর্বোচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী সর্বোচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

আমার যদ্দূর মনে পড়ে ১৯৯১ সালে নির্বাচনের পর একবার শেখ হাসিনা দল থেকে সরে যাবার ঘোষণা দিয়েছিলেন। পরে দলের নেতা কর্মী দের অনুরোধে তিনি সিদ্ধান্ত ত্যাগ করেন। তথ্য সাহায্য দরকার। এছাড়া সে সময়ে একবার তিনি তার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ আনেন। পত্র পত্রিকায় তাকে লক্ষ্য করে ছোঁড়া গুলির খোসা সহ এমন অভিযোগ এসেছিল। ঝেতু তথ্যগুলো আমার পুরোপুরি মনে নেই (তখন আমি ৪র্থ শ্রেণীতে)। তাই সাহায্য দরকার অন্তর্ভুক্ত করার জন্য। --Hasan.zamil ১৯:৩৫, ৩০ অক্টোবর ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

কত পৃষ্ঠায় ভুল রয়েছে সম্পাদনা

১৯৫৬ সালে তিনি টিকাটুলির নারীশিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন।

১৯৫৪ সালে তিনি টিকাটুলির নারীশিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। হবে মোছাদ্দেক হোসেন (আলাপ) ০৯:৩৮, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

স্রষ্টা সম্পাদনা

সততার সাথে স্রষ্টা রিয়ন স্রোত (আলাপ) ২৩:১৭, ১০ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কেলেঙ্কারি সম্পাদনা

"প্রধানমন্ত্রী হিসেবে তার শাসনামল বহু কেলেঙ্কারি ও স্বৈরাচারী চর্চা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সময়ের কেলেঙ্কারির মধ্যে অন্তর্ভুক্ত: পদ্মা সেতু কেলেঙ্কারি, হলমার্ক-সোনালি ব্যাংক কেলেঙ্কারি, শেয়ার মার্কেট কেলেঙ্কারি, রানা প্লাজা ধ্বস, ও বাংলাদেশ সড়ক নিরাপত্তা আন্দোলন ২০১৮। তিনি তার শাসনামলে অর্থনৈতিক উন্নয়নের জন্যও প্রশংসিত।"[১]

  • এখানে তথ্যসুত্রে উন্নয়নের প্রশংসা করা হয়েছে। কিন্তু কোথাও কোন কেলেঙ্কারি ও স্বৈরাচারী চর্চার অভি্যোগ নাই। তাহলে কিসের ভিত্তিতে বাঁকী তথ্যগুলো যোগ করা হলো?
  • "প্রধানমন্ত্রী হিসেবে তার শাসনামল বহু কেলেঙ্কারি ও স্বৈরাচারী চর্চা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে।" -এটা ভাব বাচ্যে লেখা ঢালাও অভিযোগ। তথ্যসূত্র কি?
  • পদ্মা সেতু দূর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এটাকে কেলেঙ্কারি লেখা পক্ষপাতদুষ্ট সম্পাদনা।
  • রানা প্লাজা একটি দূর্ঘটনা ছিলো যার দ্বায় ভবনটির মালিক ও নির্মাণ সংশ্লিষ্ট ব্যাক্তিদের। এটাকে সরকার বা প্রধানমন্ত্রী কেলেঙ্কারি হিসেবে লেখা যায়না।

HBB19 (আলাপ) ১৬:৪৭, ২১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র:

  1. "Landslide victory for Bangladesh ruler in polls hit by violence"The Business Times (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-৩১। ২০১৯-০১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-৩১ 

নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সম্পাদনা

নিবন্ধটির নিরপেক্ষতা নিয়ে আমার প্রশ্ন আছে। কোনো কোনো জায়গায় বিরোধী দলকে রাজনৈতিক আক্রমণাত্মক শব্দ ব্যবহার করা হয়েছে। তবে অধিক প্রদর্শিত পাতা হওয়ায় আমি কোনো ট্যাগ যুক্ত করলাম না। -- ~ খাত্তাব , , ... ১৪:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান সুনির্দিষ্টভাবে উল্লেখ করুন কোথায় আক্রমণাত্মক শব্দ ব্যবহার করা হয়েছে। Abdullah3102 (আলাপ) ০৪:০১, ২৩ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ১০ জানুয়ারি ২০২৪ সম্পাদনা

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এর লিংক টি ভুল হয়েছে। এখানে নাম হবে মোহাম্মদ শাহাবুদ্দিন MD Sakil Vuiya (আলাপ) ২০:১৬, ১০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৩:৩১, ১২ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"শেখ হাসিনা" পাতায় ফেরত যান।