আলাপ:রানা প্লাজা ধস

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "নাম পরিবর্তন" অনুচ্ছেদে

সাভারের বাস্তবতা সম্পাদনা

"সাভার ভবন ধস" না বলে "সাভার গণহত্যা ২০১৩" নাম দেয়া হোক ...

কেমন সুর (আলাপ) ০৬:২২, ২৯ এপ্রিল ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

কিসের ভিত্তিতে গণহত্যা নাম দিব? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারনে এই ঘটনাটি হয়।লিমন ১৩:৩৪, ২৯ এপ্রিল ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

বিশ্ব গণমাধ্যমে সাভার ট্রাজেডি সম্পাদনা

'বিশ্ব গণমাধ্যমে সাভার ট্রাজেডি অনুচ্ছেদের লেখার পরিমান মুল নিবন্ধের অন্য্যান্য লেখার চেয়ে বেশি হয়ে গিয়েছে। তাছাড়া এই অনুচ্ছেদে বর্নিত ঘটনা (যেমনঃ মৃতের সংখ্যা) হালনাগাদ হয়নি। এই তথ্যগুলি বিভ্রান্তি সৃস্টি করতে পারে। এই অনুচ্ছেদটি সারাংশ করা প্রয়োজন। রাহাত (আলাপ) ০৬:৩৫, ২৯ এপ্রিল ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আমার মতে এই অনুচ্ছেদটির ই প্রয়োজন নেই। লিমন ১৩:৩০, ২৯ এপ্রিল ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Article request: Benneton Group সম্পাদনা

Would someone mind starting an article on en:Benneton Group too? The Bangladeshi people need a Wikipedia article in their native language about the company. WhisperToMe (আলাপ) ০৭:২১, ২ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

There are piles of "very important" articles yet to be created in Bangla Wikipedia. If the article is really important for Bangla Wiki, then we'll start it asap. You may request for an article in the উইকিপিডিয়া:অনুরোধের খাতা. Thanks. আসিফ মুকতাদির (আলাপ) ০৮:০৪, ১১ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
Thank you - I'll post any new requests to that page WhisperToMe (আলাপ) ০৬:৩১, ২১ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

নাম পরিবর্তন সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



সম্ভবত ইংরেজি উইকিকে অনুসরণ করে এই নিবন্ধের নামকরণ করা হয়েছে। বাংলায় নিবন্ধটির শিরোনাম "রানা প্লাজা ধস" করার প্রস্তাব করছি। কারণ, বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষই ঘটনাটিকে "রানা প্লাজা ধস" নামেই জানে। তাছাড়া এই ঘটনার কথা মনে করলে “সাভার”-এর বদলে প্রথমেই “রানা প্লাজা” শব্দটিই মাথায় আসে। এছাড়াও প্রায় সব সংবাদমাধ্যমেই ঘটনাটিকে "রানা প্লাজা ধস" বা "রানা প্লাজা ট্রাজেডি" নামে উল্লেখ করা হয়েছে। ≈ MS Sakib  «আলাপ» ১৪:০৪, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।
"রানা প্লাজা ধস" পাতায় ফেরত যান।