আলাপ:রফিউদ্দিন দেওবন্দি
তথ্যসূত্র সংশোধন
সম্পাদনাourislam24.net থেকে প্রকাশিত এই তথ্যসূত্র লিঙ্ক এবং তাদের বেশিরভাগ লিখাই ভক্তপাতদুষ্ট বলে মনে হচ্ছে। ইসলামিক স্কলার, মাদ্রাসা সম্পর্কিত নিবন্ধ সমূহে এরকম তথ্যসূত্র এর আধিক্য উইকিপিডিয়া এর গ্রহনযোগ্যতা নষ্ট করছে এবং সাথে সাথে এসব নিবন্ধে বিভ্রান্তির সৃষ্টি করছে। --NahidHossain (আলাপ) ০০:১৪, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- @NahidHossain: সরিয়ে দিতে পারেন ও খুঁজে পেলে কোন তথ্যসূত্র দিতে পারেন। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:২০, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- এই সাইট এবং এরকম বেশ কিছু সাইট বার বার ব্যবহৃত হচ্ছে। এজন্যই সরাসরি সরিয়ে না দিয়ে আলাপ পাতায় লিখলাম। রফি উদ্দিন দেওবন্দি পাতায় মোট দুইটা যাঁচাইযোগ্য তথ্যসূত্র পেলাম। একটা খোদ দারুল উলুম দেওবন্দ এর ওয়েবসাইট থেকে নেওয়া, এখানে ভাইস চ্যান্সেলরদের সংক্ষিপ্ত জীবনী আছে। আর আরেকটা হিস্টোরি অব দ্য দার আল-উলুম দেওবন্দ (২য় খণ্ড) বই এর ১৬৭ এবং ১৬৮ নাম্বার পাতায়। এই দুই পাতার কোথাও তাঁর নামের শেষে দেওবন্দি অংশ যুক্ত করেনি কোন লেখক। --NahidHossain (আলাপ) ০০:২৮, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
আমি উর্দু থেকে অনুবাদ করেছি। উর্দুতে এরকম লেখা আছে। তাই এরকম লিখেছি। Owais Bin Elias (আলাপ) ০১:২২, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: ছবিটা সরানো হল কেন?? ইসলাম ধর্মীয় অনেক নিবন্ধে এরকম ছবি আছে, তাই আমিও এরকম ছবি দিয়েছিলাম। যেমনঃ আহমদ রেজা খান বেরলভী, আবু হানিফা Owais Bin Elias (আলাপ) ০১:২৯, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- কিছু নিবন্ধে হয়তো দেখে থাকবেন, তবে কারো ছবি না থাকলে সাধারণত এইভাবে ছবি দেয়া হয় না। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪১, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: ছবিটা থাকলে সুন্দর লাগে। আচ্ছা,আহমদ রেজা খান বেরলভী এই নিবন্ধটি ওনার সমসাময়িক ব্যক্তির। ওনার এখানেও এরকম ছবি আছে। কিন্তু ছবিতে যা লেখা আছে,আপনি আরবি জানেন না তাই হয়তো বুঝতে পারছেন না,ছবিতে অনেকগুলো উপাধি যুক্ত করেছে, যা আপনারা নিবন্ধে থাকলে মুছে দেন। উপাধিগুলো হলঃ আহলে সুন্নাতের ইমাম, ইসলামের মুরব্বি, সমস্ত মুসলমানদের মুরব্বি,কুতুবুল ইরশাদ, সবচেয়ে বড় মুজাদ্দিদ। এই পাঁচটা উপাধি নামের মূল নামের আগে। তারপরে আরো আছে। তো এই ছবিটা থাকে কিভাবে???? Owais Bin Elias (আলাপ) ০১:৫৫, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
আরো দেখুন প্রসঙ্গে
সম্পাদনা- @NahidSultan: 'আরো দেখুন' শিরোনামে যেগুলো মুছে দিয়েছেন, আসলে এই নিবন্ধের সাথে ওগুলো প্রাসঙ্গিক। মুছে দেওয়া ৫ জনসহ ওনারা হলেন দেওবন্দের প্রতিষ্ঠাতা। Owais Bin Elias (আলাপ) ১৪:১২, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
- না, প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক শুধু আচার্যদের তালিকা। উদাহরণ দেই তাহলে সহজে ব্যাখ্যা করা যাবে। ধরুন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন উপাচার্যের নিবন্ধ লিখলেন। সব উপাচার্যদের নিবন্ধে আরও দেখুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের নাম অপ্রাসঙ্গিক। নিবন্ধে আরও দেখুন তাই থাকে যা নিবন্ধের বিষয়ের সাথে সরাসরি সংযুক্ত। নামগুলো দেওবন্দ নিবন্ধের আরও দেখুনে থাকতে পারে যদি সেগুলো দেওবন্দ নিবন্ধের মধ্যে উল্লেখ না থাকে। উইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা পড়ুন, বাংলাটায় সব অনুবাদ নাও থাকতে পারে আপনি ইংরেজিটাও দেখতে পারেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৪০, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
আসলে আমি প্রতিষ্ঠাতা হিসেবে অনুবাদ করেছিলাম। আরো বিস্তারিত বললে, দেওবন্দ আন্দোলনের প্রতিষ্ঠাতা। শুধু দারুল উলুম দেওবন্দ নয়। আচার্য আর প্রতিষ্ঠাতার মধ্যে পার্থক্য নিশ্চয়ই আছে। প্রতিষ্ঠাতা বলতে দেওবন্দ আন্দোলনের প্রতিষ্ঠাতাদের বুঝাচ্ছি। দারুল উলুম দেওবন্দের ইতিহাসে এই ছয় জনকে আকাবিরে ছিত্তাহ বলা হয়। তাই বলছিলাম প্রাসঙ্গিক। ভুল হলে ক্ষমাপ্রার্থী। দেখতে পারেন দেওবন্দি Owais Bin Elias (আলাপ) ১৪:৫৪, ২৮ জুন ২০২০ (ইউটিসি)
আসলে আমি প্রতিষ্ঠাতা হিসেবে অনুবাদ করেছিলাম। আরো বিস্তারিত বললে, দেওবন্দ আন্দোলনের প্রতিষ্ঠাতা। শুধু দারুল উলুম দেওবন্দ নয়। আচার্য আর প্রতিষ্ঠাতার মধ্যে পার্থক্য নিশ্চয়ই আছে। প্রতিষ্ঠাতা বলতে দেওবন্দ আন্দোলনের প্রতিষ্ঠাতাদের বুঝাচ্ছি। দারুল উলুম দেওবন্দের ইতিহাসে এই ছয় জনকে আকাবিরে ছিত্তাহ বলা হয়। তাই বলছিলাম প্রাসঙ্গিক। ভুল হলে ক্ষমাপ্রার্থী। দেখতে পারেন দেওবন্দি Owais Bin Elias (আলাপ) ১৪:৫৬, ২৮ জুন ২০২০ (ইউটিসি)