আলাপ:মুহাম্মদ জিয়া-উল-হক

সাম্প্রতিক মন্তব্য: খাত্তাব হাসান কর্তৃক ৬ মাস আগে "শিরোনাম স্থানান্তর প্রস্তাবনা" অনুচ্ছেদে


শিরোনাম স্থানান্তর প্রস্তাবনা সম্পাদনা

নিবন্ধের বর্তমান শিরোনামের বানান বাংলা উচ্চারণ শৈলী ও গণমাধ্যমে উল্লেখিত বানানের বিপরীত। বাংলা গণমাধ্যমে তাকে জিয়াউল হক বলা হয়। সেই হিসেবে বাংলা উইকিপিডিয়ায় তার নাম মুহাম্মদ জিয়াউল হক হওয়া উচিত। প্রমাণস্বরূপ এই সূত্রগুলো দেখুন: বণিক বার্তা, নয়া দিগন্ত, বিবিসি, সংবাদ প্রতিদিনমেহেদী আবেদীন ২০:০৮, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ভাই, মতামত প্রদানে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি; পাশাপাশি, বর্তমান শিরোনাম স্থানান্তরকরণের প্রস্তাবনায় জোড়ালো বিরোধিতা করছি। উইকিশৈলী অনুসরণে, উপমহাদেশীয় ভাষার আলোকে ও সর্বোপরি গুগল সার্চে (মুহাম্মদ জিয়া-উল-হক: প্রায় ৬৪,৯০,০০০টি ফলাফল এবং মুহাম্মদ জিয়াউল হক: প্রায় ৬,২৮,০০০টি ফলাফল) এর সত্যতা যাচাই করা যেতে পারে। বোধকরি, ঊনার ইংরেজি নামের উপর নির্ভর করে এ নামকরণ ইংরেজিতে Muhammad Zia-ul-Haq রাখা হয়েছে অর্থাৎ, ঊনার সনদপত্রে যেভাবে নাম লেখা হয়েছিল তা-ই হয়তোবা ইংরেজিসহ সকল উইকিপিডিয়ায় চলে এসেছে। আপনার প্রমাণের বিপরীতে (বা সত্যতা যাঁচাইয়ে) একই বিবিসিতে মুহাম্মদ জিয়া-উল-হক, দ্য ডেইলি স্টারইত্তেফাক, যুগান্তরেও মুহাম্মদ জিয়া উল হক ও মুহাম্মদ জিয়া-উল-হক এসেছে। সময় নিউজেও মুহাম্মদ জিয়া-উল-হক নামটি লিখিত রয়েছে। প্রায় প্রত্যেক রেফারেন্সে Muhammad Zia-ul-Haq নামটি রয়েছে; ব্যতিক্রম রয়েছে অক্সফোর্ডরেফারেন্সে Mohammad Zia ul Haq অর্থাৎ হাইফেন ছাড়া ও মোহাম্মদ শব্দটি এসেছে। মূলতঃ প্রতিবেদকের দৃষ্টিভঙ্গী (উচ্চারণ, পাঠক, ব্যবহারকারীর কাছাকাছি চলে আসা ...), ব্যক্তিগত সচেতনতাবোধ, পারিপার্শ্বিক দৃষ্টিভঙ্গীর উপর নির্ভর করে একটি প্রতিবেদন রচিত হয়। এগুলোতেও এরই বহিঃপ্রকাশ ঘটেছে। এছাড়াও, তিনি জেনারেল জিয়া-উল-হক, জেনারেল মুহাম্মদ জিয়া উল হক, জেনারেল জিয়াউল হক ইত্যাদি নামে পরিচিতি পেয়েছেন। তবে, উইকিপিডিয়ায় কিন্তু সর্বদাই পদবী বর্জন করতে হবে। আপনার বক্তব্যকে অস্বীকার করছি না। সেজন্যেই কিন্তু মুহাম্মদ জিয়াউল হক নামটি পুণঃনির্দেশনা আকারে রেখে দিয়েছি ২০১৫ সালে উইকিপিডিয়া এশীয় মাস উপলক্ষ্যে রচিত নিবন্ধটিকে ঘিরে। পরবর্তীতে অবশ্য আরও অনেক ব্যবহারকারী এ নিবন্ধে অবদান রেখে গেছেন। যদি আপনার বক্তব্যকে স্বীকৃতি দেয়া হয়, তাহলে কিন্তু, মিসবাহ-উল-হক, ইমাম-উল-হক, ইনজামাম-উল-হক ইত্যাদি নিবন্ধের উপরও এর প্রভাব পড়ে ও তাঁরা তখন যথাক্রমে মিসবাহুল হক, ইমামুল হক, ইঞ্জামামুল হকে রূপান্তরিত হবেন! স্মর্তব্য যে, উইকিপিডিয়া কিন্তু গবেষণার স্থান নয়!! ধন্যবাদ। - Suvray (আলাপ) ১০:৩৯, ২১ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Suvray অন্যান্য মন্তব্যে নিচে করছি, তবে গুগল সার্চের ফলাফলের সংখ্যাটার কারণ উইকিপিডিয়া নিজেই। বর্তমান নামে থাকায় ইংরেজি উইকিডাটাকে অনুসরণ করে ইংরেজি ও অন্যান্য ভাষার ফলাফল; এমনকি গুগল অনুদিত ফলাফলও অন্তর্ভুক্ত করেছে। যেমন, এই ইউআরএলটা আমি দ্বিতীয় নম্বরে পেয়েছি। যা মূলত ইংরেজি। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৪:৩৬, ২৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
  সমর্থন উইকিপিডিয়ার বিদেশী নামকরণ নীতিমালা অনুযায়ী সাধারণত আমরা প্রতিবর্ণীকরণে যাব। যদি অপ্রচলিত হয়, তাহলে বাদ দিব; নয়ত প্রতিবর্ণীকরণই সঠিক হবে। যেহেতু অর্ধেকাংশে হলেও প্রচলন আছে, তাই প্রতিবর্ণীকরণে যাওয়াই সঠিক হবে। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৪:৩৮, ২৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"মুহাম্মদ জিয়া-উল-হক" পাতায় ফেরত যান।