আলাপ:মহীউদ্দিন

সাম্প্রতিক মন্তব্য: Moheen Reeyad কর্তৃক ১০ বছর পূর্বে "অপসারণ ট্যাগ মুছে ফেলা প্রসঙ্গে!" অনুচ্ছেদে

অপসারণ ট্যাগ মুছে ফেলা প্রসঙ্গে! সম্পাদনা

জনাব Faizul Latif Chowdhury দয়াকরে আলোচনায় অংশগ্রহণ করে অপসারণের অপত্তি জানান, ট্যাগ মুছে দিয়ে নয়। এটা নীতিবহির্ভুত। ধন্যবাদ। --মহীন রীয়াদ (আলাপ) ১৭:২৭, ২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

অপ্রয়োজনীয় আলোচনায় অংশগ্রহণের পক্ষপাতী নই। যে ফলক আদৌ প্রাসঙ্গিক নয় তার অপসারণ আলোচনা-সাপেক্ষ নয়। ফলকটিতে কী লেখা আছে অনুগ্রহপূর্বক তা পাঠ করুন। অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় ফলক সাঁটানো উইকিপিডিয়ার আদর্শের পরিপন্থী। -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:৩৩, ২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
যে কোনো উইকি নিবন্ধের ক্ষেত্রে যে কোনো সম্পাদক উল্লেখযোগ্যতার প্রশ্ন তুলতে পারেন। এর অর্থ এই নয় যে ট্যাগ মুছে তার প্রতিবাদ জানানো! আলোচনা বহির্ভুত ট্যাগ অপসারণও উইকিপিডিয়া:ভদ্রতার অর্ন্তভুক্ত নয়। --মহীন রীয়াদ (আলাপ) ১৮:০০, ২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
ইংরেজি উইকিপিডিয়াতে আমি অনেক নিবন্ধ দেখেছি যেগুলোতে যথার্থ, কিন্তু একটিই, সূত্র আছে, এবং সেগুলোতে কোনো ট্যাগ ঝোলানো নেই। আমিও বেশ কিছু নিবন্ধে ট্যাগ ঝোলানো দেখছি। যেমন জনাব (মহীন রীয়াদ), আপনি হরিশ চন্দ্র মিত্র নিবন্ধটিতে একজন জীবিত ব্যক্তির ট্যাগ ঝুলিয়েছেন, আপনি কী পড়েও দেখলেন না যে এই লোক ১৮৭২ সালে মারা গেছেন। আমি মনে করি ট্যাগ ঝুলালে নিবন্ধটি দেখতে খারাপ লাগে। ট্যাগ ঝোলানোর প্রবণতা বাদ দিয়ে নিবন্ধটির মান উন্নয়নের চেষ্টা করা উচিত। --সাদি (আলাপ) ১১:২২, ৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
হরিশ চন্দ্র মিত্র নিবন্ধে ট্যাগ সংশোধন করা হয়েছে। এবং একটি লিংক সংযোগ করা হয়েছে। ধন্যবাদ --মহীন রীয়াদ (আলাপ) ১৫:০২, ৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
"মহীউদ্দিন" পাতায় ফেরত যান।