আলাপ:ভারতে সুপারি বাদাম উৎপাদন

সাম্প্রতিক মন্তব্য: কুউ পুলক কর্তৃক ১ বছর পূর্বে "সুপারি বাদাম?" অনুচ্ছেদে

সুপারি বাদাম? সম্পাদনা

@কুউ পুলক. Areca nut মানে সুপারি বাদাম?- Nazrul Islam Nahid (আলাপ) ০৭:২৬, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Nazrul Islam Nahid জি জনাব, বাংলা উইকিতে en:Areca catechu -র বাংলা সুপারি নামে নিবন্ধ আগেই ছিল যা সুপারি গাছ সম্পর্কে। আর আমি সুপারি ফল সম্পর্কে en:Areca nut কে করেছি সুপারি বাদাম। বিশেষ করে nut কে বাদাম ধরে।
আমার চেয়ে ভালো যুক্তি আপনার কাছে থাকলে সেই অনুযায়ী নিবন্ধ নাম স্থানান্তর করতে পারেন। আপনার উইকিযাত্রা শুভ হোক।  কুউ পুলক    ০৮:০১, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক আসলে আমরা বাঙালিরা সুপারিকে বাদাম বলিনা আর সুপারি গাছকে সুপারি বলিনা।:)- Nazrul Islam Nahid (আলাপ) ০৮:০৭, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Nazrul Islam Nahid তবে কি আপনি সুপারি নিবন্ধ কে সুপারি গাছ আর সুপারি বাদাম নিবন্ধকে সুপারি নামকরণের প্রস্তাব করছেন?  কুউ পুলক    ০৮:২৯, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক আমি সময় বাচাতে গিয়ে সব এলামেলো করে পেলেছি। ঠিক করে দিন।- Nazrul Islam Nahid (আলাপ) ০৯:২০, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Nazrul Islam Nahid অসুবিধা নেই। সুপারি কে পুনর্নির্দেশ করেছি সুপারি বাদাম-এ। এখন যদি মনে করেন উল্টোটি করার দরকার ছিল তবে একজন প্রশাসকের সাহায্য নিতে হবে। তিনি পাতার ইতিহাস ঠিক রেখে স্থানান্তর করতে পারবেন। সিদ্ধান্ত আপনি নিন, কি করবেন।  কুউ পুলক    ০৯:৩৩, ২৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"ভারতে সুপারি বাদাম উৎপাদন" পাতায় ফেরত যান।