আলাপ:বাঙালি নাম

সাম্প্রতিক মন্তব্য: Dear Debasish কর্তৃক ২ বছর পূর্বে "একীকরণ আলোচনা" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প বাংলাদেশ (মূল্যায়ন - মান প্রাথমিক, গুরুত্ব মধ্য)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 প্রাথমিক  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী প্রাথমিক-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 মধ্য  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী মধ্য-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 
উইকিপ্রকল্প ভারত (মূল্যায়ন - মান প্রাথমিক, গুরুত্ব নিম্ন)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প ভারতের অংশ, যা উইকিপিডিয়ায় ভারত সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 প্রাথমিক  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী প্রাথমিক-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 নিম্ন  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী নিম্ন-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

নিবন্ধের শিরোনাম সম্পাদনা

এই নিবন্ধের ইংরেজি উইকিপিডিয়ায় নাম Bengali names কিন্তু বাংলায় এর নাম রাখা হয়েছে বাংলাদেশী নাম। এটা কি যৌক্তিক? কেননা তালিকায় থাকা নামগুলো ভারতের বাঙালিরাও রাখে। @আফতাবুজ্জামান: মেহেদী আবেদীন ১৭:১৭, ১০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin: 'বাঙালি নাম' শিরোনামে নিয়েছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৪, ১০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

একীকরণ আলোচনা সম্পাদনা

সম্প্রদায়ের মতামত চাইছি, বাঙালি হিন্দুদের পদবিসমূহ, বাঙালি মুসলিমদের পদবিসমূহ, বাঙালি খ্রিষ্টানদের পদবিসমূহবাঙালি বৌদ্ধদের পদবিসমূহ এই নিবন্ধে একত্রিত করার ক্ষেত্রে। ~ ওহিদ (আলাপ) ১০:৩২, ২৬ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সহমত পোষণ করি। একই পদবী একাধিক বর্ণ ও জাতির মধ্যে দেখা যায়। আর বাংলায় হিন্দুদের মধ্যে কোনদিন চার বর্ণ সঠিকভাবে ছিলনা। তাই এইভাবে পদবীর শ্রেণীবিভাগ করা সঠিক নয়। বর্ণ বা জাতি বিভাগে পদবী শ্রেণীবদ্ধ না করে সমস্ত পদবী একত্রিতকরণ সঠিক প্রস্তাব। Dear Debasish (আলাপ) ১৮:৩৬, ২৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"বাঙালি নাম" পাতায় ফেরত যান।