আলাপ:বাংলাদেশ সেনাবাহিনীর সরঞ্জামের তালিকা

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "দিবস চাকমা কে আটকান কেউ |" অনুচ্ছেদে

সুরক্ষার আবেদন সম্পাদনা

@আফতাবুজ্জামান: ভাই, সংবেদনশীল এই পাতায় আইপি থেকে ক্রমাগত পরীক্ষামূলক সম্পাদনা চালানো হচ্ছে। নিবন্ধটিকে আইপি থেকে সুরক্ষিত করে দিন। — আদিভাইআলাপ১০:৫৪, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সম্ভাব্য নীতি লঙ্ঘন ও সম্পাদনা যুদ্ধ সম্পাদনা

নিবন্ধটিতে ক্রমাগত বড় ধরনের পরিবর্তন এবং সম্পাদনা যুদ্ধ (গঠনমূলক-পাল্টা গঠনমূলক সম্পাদনা) ও সম্ভাব্য নীতিমালা লঙ্ঘন (সূত্র ছাড়া তথ্য যোগ, চিত্রের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন, চিত্রের আকার বৃদ্ধি) লক্ষ্য করা যাচ্ছে। এতে যুক্ত ব্যবহারকারী:Dibosh Chakma সতর্কীকরণ উপেক্ষা করে তথ্যসূত্রহীন তথ্য যোগ করছেন এবং অন্য ব্যবহারকারীদের সম্পাদনা পূর্বাবস্থায় ফেরত আনছেন। কাজেই, নিবন্ধটিতে নজর রাখার জন্য আফতাবুজ্জামান ভাইকে অনুরোধ করছি। ধরে নিচ্ছি, আমার এবং শাকিলের যেকোনো সম্পাদনা এক্ষেত্রে নিরপেক্ষতার লঙ্ঘন হবে, যেহেতু আমাদের সম্পাদনাই পূর্বাবস্থায় ফেরত আনা হয়েছে। এক্ষেত্রে করণীয় সম্বন্ধে আমার প্রস্তাব:

  1. নিবন্ধে স্ট্যাটাস ক্যু বহাল করা
  2. দিবস চাকমা ভাই, আমার এবং শাকিলের সম্পাদনা অব্যাহতি (যেকোনো পরিবর্তন সম্পাদনা যুদ্ধ হিসবে গণ্য হতে পারে)
  3. দিবস চাকমা ভাই মূল নিবন্ধের পরিবর্তে তাঁর খেলাঘরে সম্পাদনা করবেন এবং কাজ শেষ হলে আফতাব ভাইকে জানাবেন।

উল্লেখ্য, ব্যবহারকারী:Dibosh Chakma সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধে অনুরূপ কার্য করার কারণে এবং সকপাপেট্রির জন্য বাধাপ্রাপ্ত। বাংলা উইকিপিডিয়াতেও উনাকে তৃতীয় স্তর পর্যন্ত সতর্কীকরণ প্রদান করা হয়েছে। — Meghmollar2017আলাপ০৯:০০, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমি আফতাব ভাইয়ের সাথে যোগাযোগ করেছি এবং উইকিপিডিয়া ফেসবুক পেইজের অ্যাডমিনিস্ট্রেটর এর সাথে যোগাযোগ করেছেন। উনারা আপনাকে দয়া করে ভালো করে বুঝিয়ে দেবে। আমাকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি কিছু মনে না করেন আমাকে সতর্কবার্তা দেওয়া প্লিজ বন্ধ করুন। Dibosh Chakma (আলাপ) ০৯:০২, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
এই নিবন্ধটি নিয়ে কয়েকজন সম্পাদকের মধ্যে ভুল বুঝাবোঝি চলছে। Dibosh Chakma-র সম্পাদনাগুলো যাচাই করে দেখলাম তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, অর্থাৎ "সম্ভাব্য নীতিমালা লঙ্ঘন (সূত্র ছাড়া তথ্য যোগ, চিত্রের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন, চিত্রের আকার বৃদ্ধি)" তা পুরোপুরি সত্য নয়। তিনি নতুন ব্যবহারকারী, তাই শুরুতে "সূত্র ছাড়া তথ্য যোগ" করলেও পরবর্তী সময়ে সেগুলোর সূত্র দিয়েছেন, তার পরও তার সম্পাদনা পুনর্বহাল করা হয়েছে। "চিত্রের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন, চিত্রের আকার বৃদ্ধি" এটা কীভাবে নীতিমালা লঙ্ঘনের আওতায় পড়ে। কোন নীতিমালায় কি এমন বলা আছে যে চিত্রের আকার নির্দিষ্ট একটা আকার বা পিক্সেলে থাকতে হবে। এমন নীতিমালা আমার চোখে পড়েনি। যদি কারও মনে হয় যুক্ত ছবিটি আকারে ছোট বা বড় হয়ে গেছে, সেটা পিক্সেল ছোট-বড় করা যায়, কিন্তু সম্পাদনা বাতিল করা মানে তিনি নিজেই সম্পাদনা যুদ্ধে লিপ্ত হওয়া। দিবস চাকমার যুক্ত করা ছবিগুলো Category:Equipment of the Bangladesh Army-এ বিদ্যমান রয়েছে, ফলে তার যুক্ত ছবিগুলো সঠিক। এগুলো সঠিকভাবে যাচাই না করে বারবার পুনর্বহাল করা হচ্ছে।--ওয়াকিম (আলাপ) ০৯:৪০, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@ওয়াকিম ভাই, চিত্রের বিষয়টি হলো যেইজায়গায় শুধু অস্ত্রের চিত্র আগে থেকেই নিবন্ধে যুক্ত ছিল সেইখানে ওনি সৈনিকসহ অস্ত্রের চিত্র এবং অনেকক্ষেত্রে অপ্রাসঙ্গিক চিত্র যোগ করেছেন, যা নিবন্ধের ইতিহাসে গেলেই দেখতে পারবেন। এই বিষয়গুলো ওনাকে একাধিকবার আমার আলাপ পাতা বা ওনার আলাপ পাতার মাধ্যমে বলা হয়েছে। সূত্র ছাড়া/অসমর্থিত সূত্র ব্যবহার করে তথ্য যোগ এর বিষয়টির জন্য বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় জাহাজের তালিকা নিবন্ধ দেখতে পারেন (অনেক কিছু ইতিমধ্যে অপসারণ করা হয়েছে) -শাকিল হোসেন আলাপ ০৯:৫১, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
সংশ্লিষ্ট নিবন্ধের ক্ষুদ্রাস্ত্র অনুচ্ছেদ দেখার অনুরোধ করছি (বিডি-০৮,হেকলার এন্ড কক এমপি৫) এই দুটো অস্ত্রের মুক্ত চিত্র বিদ্যমান এবং নিবন্ধে আগে থেকেই ছিল, এইগুলো সরিয়ে তিনি সৈনিক সহ চিত্র যোগ করেছেন(আরও রয়েছে এইরকম) -শাকিল হোসেন আলাপ ০৯:৫৫, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শাকিল ভাই প্রথমত বাংলাদেশ নৌবাহিনী ক্ষেত্রে যে ধরনের জাহাজের ছবিগুলো আমি পরিবর্তন করেছি সেই জাহাজগুলোর সঠিক ছিল না। তাই আমি পরিবর্তন করে দিয়েছি। এছাড়া হেকলার এন্ড কক এমপি৫ এই অস্ত্রের ছবিতে কিন্তু আমি পুনরায় পরিবর্তন করে দিয়েছি যে অবস্থায় শুধু বন্দুকটি প্রদর্শিত হত। কিন্তু আপনারা যখন আমার কাজগুলো আবার আগের অবস্থায় ফিরে নিয়েছেন তখন ছবিটি ও পরিবর্তিত হয়ে যায়। আর bd-08 রাইফেলের ক্ষেত্রে যে ছবিটি আপলোড স্থাপন করেছেন তা স্পষ্ট নয়। আর দুর্ভাগ্যবশত এই অস্ত্রটির অন্য কোনো ছবি নেই তার ফলে বাধ্য হয়েই আমি সৈন্যসহ ছবিটি যোগ করেছি। সত্যি কথা বলতে কি অস্ত্র সৈনিকরাই ব্যবহার করে থাকে।সৈনিক ছাড়া যেমন অস্ত্র চলে না তেমনি অস্ত্র ছাড়াও সৈনিক কখনো চলতে পারে না।তাই অস্ত্রের ছবিতে যদি সৈনিক চলেও আসে তাহলে সমস্যাটা কোথায় আমি বুঝতে পারছি না। Dibosh Chakma (আলাপ) ১০:১৯, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Dibosh Chakma: নৌবাহিনীর ক্ষেত্রে শুধুমাত্র ছবি নয় হেলিকপ্টার ক্যারিয়ার এর মতো তথ্যও যুক্ত করেছিলেন। হেকলার এন্ড কক এর ক্ষেত্রে এটা দেখুন, সম্পাদনা বাতিল করায় অপ্রাসঙ্গিক চিত্র আসার প্রশ্নই আসে না। একাধিকবার আপনাকে বিডি-০৮ নিবন্ধ দেখার কথা বলছি চিত্রটি যথেষ্ট স্পষ্ট। তাছাড়া এমন চিত্রই রাখা উচিত যেগুলো সংশ্লিষ্ট বিষয়কেই প্রতিনিধিত্ব করছে‌ যেমন কোন হ্যামলেট এর চিত্রে হেমলেট কেই প্রতিনিধিত্ব করছে‌ বা বোঝা যাচ্ছে কোন আর্মি ব্যাটালিয়ন কে নয় -শাকিল হোসেন আলাপ ১০:৪৭, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
দিন আমি আপনাকে যথাযথ প্রমাণ উপস্থাপন করছি। আর তাছাড়াও হেলিকপ্টার ক্যারিয়ারের বিষয়টি আপনি সরিয়ে ফেলেছেন যেটা নিয়ে আমি কোনো কথা বলিনি। Dibosh Chakma (আলাপ) ১০:৪৯, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
হেলিকপ্টার ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রমাণ আমি আপনাকে অনেক আগেই উল্লেখ করেছি। তাও যদি বিশ্বাস না হয় আপনি আমাকে আপনার ফেসবুক একাউন্ট এর লিংকটি দিন আমি উপযুক্ত তথ্য-প্রমাণ পাঠিয়ে দিচ্ছি। আর তাছাড়াও আপনি হেলিকপ্টার ক্যারিয়ার-এর কলামটি মুছে ফেলেছেন যেটা সম্পর্কে আমি কোন কথা উল্লেখ করিনি Dibosh Chakma (আলাপ) ১০:৫১, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত হেলমেট অস্ত্র বুলেটপ্রুফ জ্যাকেট এবং ইত্যাদি সবকিছু ছবি আমি প্রকাশ করেছি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিজয় দিবস প্যারেড হতে প্রাপ্ত ছবি থেকে। এক্ষেত্রে আমি ছবিটি ছাড়াও বিস্তারিত তথ্য চিত্র উপস্থাপন করেছি। Dibosh Chakma (আলাপ) ১০:৫২, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Dibosh Chakma: আপনি কিছু বলেননি কথাটি সম্পূর্ণ ভুল আপনি একাধিকবার আমার সম্পাদনা বাতিল করেছেন, কিসের প্রমাণের কথা বলছেন স্পষ্ট নয়। -শাকিল হোসেন আলাপ ১০:৫৪, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনার সম্পাদনা বাতিল করার পর এবং যথাযথ তথ্য উপস্থাপনের পর আমি আপনাকে অবহিত করেছি Dibosh Chakma (আলাপ) ১০:৫৬, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আর তাছাড়া আমি যদি কোন বিষয় সম্পর্কে ভাল কোন তথ্য পাই সেটা যদি আমি যুক্ত করিসেটা কি করে আপনার তথ্য মুছে দেওয়া হয় Dibosh Chakma (আলাপ) ১০:৫৬, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সত্যি কথা বলতে আমি নিজেকে কখনো আপনার থেকে ভালো মনে করছি না। কিন্তু আমার কাছে যদি যথাযথ তথ্যপ্রমাণ থাকে আর আমি যদি সেটা উপস্থাপন করি তাহলে সমস্যাটা কোথায়।আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাথে ভালো ব্যবহার করে এসেছি এবং আপনার যথাযথ মর্যাদা রাখার চেষ্টা করেছি। কিন্তু আজকে আপনি এবং আপনার সহযোগী আমাকে সরাসরি বললেন যে আমি যাতে এডিট করা থেকে বিরত থাকি যেটা বলার কোন অধিকার আপনাদের নেই। Dibosh Chakma (আলাপ) ১০:৫৯, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

একটা বিষয় আপনি অনেক ভাল করেই জানেন আমি যখন থেকে এই পেজটিতে এডিট করা শুরু করেছি তখন এখানে আরও অনেক তথ্য যুক্ত করেছি এবং আপনি নিজে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কিন্তু সামান্য দুই একটা ছবি নিয়ে আজকে আপনারা যে ধরনের কাণ্ড ঘটালেন সেটা আপনাদের ক্ষেত্রে মানায় না। আশা করি একজন সিনিয়র উইকিপিডিয়ান হিসেবে আপনি আপনার যথাযোগ্য মর্যাদা এবং আত্মসম্মান বজায় রাখবেন। Dibosh Chakma (আলাপ) ১১:০২, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Dibosh Chakma এবং MdsShakil: সুধীবৃন্দ, আলোচনা ভিন্নদিকে মোড় নিচ্ছে। আপনারা ঝগড়া করবেন না। দিবস চাকমা ভাই, আপনাকে সম্পাদনা থেকে বিরত থাকতে বলা হচ্ছে, কারণ আপনার সম্পাদনা শেষ পর্যন্ত সম্পাদনা যুদ্ধে গড়াচ্ছে। আপনার প্রতি আমার অনুরোধ, আপনি দয়া করে খেলাঘরে কাজ করুন। তাহলে সম্পাদনা যুদ্ধ বন্ধ হবে এবং আপনার সম্পাদনায় আস্থা রাখা যায়, সেটা প্রমাণিত হবে। — Meghmollar2017আলাপ১১:০৩, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Dibosh Chakma: আমার সম্পাদনা বাতিলের কারণ ব্যাখা করেছিলেন? সেটা কোথায়? আপনাকে একাধিকবার আমি আলাপ পাতায় নৌবাহিনীর নিবন্ধ নিয়ে একাধিকবার বলেছি আপনার সাধারণ উত্তর ছিল আমি দেখছি, ঠিক করছি, একটু অপেক্ষা করেন কিন্তু আবার ঠিক সেগুলোই পুনরাবৃত্তি করেছেন। আমি আপনার সম্পাদনার আগ্ৰহকে সম্মান করি উইকিপিডিয়ায় কাজ করার অনেক জায়গা রয়েছে আশা করি যেই বিষয়গুলোতে আপত্তি রয়েছে সেগুলো এড়িয়ে চলবেন। ইংরেজি উইকিপিডিয়ায় অভিজ্ঞতা অব্যশই হয়েছে যে কোনগুলো করা উচিত নয়, শুভকামনা সহ -শাকিল হোসেন আলাপ ১১:০৪, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
এখানে আপত্তি থাকার কোন কিছু নেই। খেয়াল করেছেন গত ২,১ দিন ধরে আমি নৌ বাহিনীর পৃষ্ঠায় কোন ধরনের সম্পাদনা করছি না। হবার হয়ে গেছে আমি ছেড়ে দিয়েছি নৌবাহিনী পেজটা। সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এসকল পেজগুলোতে এডিট করার আমার মূল উদ্দেশ্য হলো যাতে এই পেজ গুলো দেখতে সুন্দর এবং তথ্যবহুল হয়। আপনি যদি কোন অসম্পূর্ণ তথ্য প্রদান করেন এবং আমি সেটাকে সরিয়ে দিয়ে যদি সুন্দর সুস্থ এবং মার্জিত তথ্য উপস্থাপন করি তাহলে কি আমি আপনাকে অপমান করছি আপনি এটা মনে করেন?? Dibosh Chakma (আলাপ) ১১:১৬, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আর আমি বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত পোশাক পরিচ্ছদ সম্পর্কে যে ধরনের তথ্য উপস্থাপন করেছি সেটার প্রত্যেকটা ছবি আপনার মুছে ফেলেছেন এটা কি করা যুক্তিযুক্ত হয়েছে আপনাদের?? Dibosh Chakma (আলাপ) ১১:২১, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Dibosh Chakma: ও সকলের প্রতি: এই আলোচনা আর বাড়িয়ে লাভ নেই, ইতিটানা উচিত। আমি এইটুকু অনুরোধ করি সকলকে: ১. যা যোগ করবেন তার পক্ষে সূত্র দিন। ২. এই নিবন্ধে কেবল বাংলাদেশ সেনাবাহিনীর ছবি দিন। যদি ছবি না থাকে, দেয়ার দরকার নেই (সুন্দর দেখানোর জন্য অন্য দেশের বাহিনীর ছবি দেয়ার দরকার নেই)। ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪২, ২১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ফেব্রুয়ারি ২০২১ সম্পাদনা

@আফতাবুজ্জামান:সংশ্লিষ্ট ব্যবহারকারী অনেক কাজ করেছেন। ৬২টি পরিবর্তন পর্যালোচনার প্রয়োজন। - ওয়াইস আলাপ ১৯:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

দিবস চাকমা কে আটকান কেউ | সম্পাদনা

দিবস চাকমা নামক এক ছেলে নিজের মনের ইচ্ছা মতো ভুল ও মিথ্যা তথ্য দিয়ে এই আর্টিকেলের বারোটা বাজিয়ে দিয়েছে | যা আছে তার সংখ্যা বাড়িয়ে দ্বিগুন বা তিনগুন করেছে | যা অর্ডার করেনি তা যুক্ত করেছে | কপি রাইট লঙ্ঘন করে অন্যের ছবি আপলোড করেছে | এই ছেলের সাথে ফেসবুকে আমার অনেক কথা হতো | জুনিয়র ছেলে জানতে চাইতো তাই অনেক তথ্য দিতাম | কিন্তু উইকিপিডিয়া তে মিথ্যা তথ্য দেওয়া শুরু করলে আমি এর প্রতিবাদ করি, পরে আমাকে ব্লকড করে দিয়েছে | Nafis Fuad Ayon (আলাপ) ০৭:১৪, ৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Nafis Fuad Ayon: নিবন্ধে যেসব সরঞ্জাম, যন্ত্র, অস্ত্রের পাশে ছবি আছে ও ছবিতে বাংলাদেশে সেনাবাহিনীর নাম আছে, সেগুলি নিয়ে কোন সমস্যা দেখি না। কেননা ছবির সিলচক্কর দেখে দ্বারা সহজে যাচাই করা যায়।
আমি সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে তেমন খোঁজ খরব রাখি না। ফলে কোন তথ্য ভুল ও মিথ্যা তা আমি বলতে পারছি না। আপনি যদি জানেন, আপনাকে সম্পাদনার মাধ্যমে ঠিক করে দিতে স্বাগত জানাই। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১২, ১৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"বাংলাদেশ সেনাবাহিনীর সরঞ্জামের তালিকা" পাতায় ফেরত যান।