আলাপ:বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

(আলাপ:বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Suvray কর্তৃক ৮ বছর পূর্বে "অনুর্ধ্ব-১৯ দল" অনুচ্ছেদে

অনুর্ধ্ব-১৯ দল সম্পাদনা

ইংরেজি উইকিতে অনুর্ধ্ব দলসমূহে জাতীয় কথাটি আছে যেমন en:Bangladesh national under-19 cricket team কিন্তু বাংলা উইকিতে জাতীয় কথাটি বাদ দেওয়া হয়েছে, দেখুন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এখন কথা হলো কোনটি সঠিক বা কোনটি যথাযথ? জাতীয় সহকারে পাকিস্তান জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। প্লিজ আপনাদের মতামত দিয়ে সাহায্য করুন। --কায়সার আহমাদ (আলাপ) ১৫:০৭, ২৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

@Kayser Ahmad: সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা ব্যবহার করুন। বাংলা উইকি’র ধারাবাহিকতা ও গতিশীলতা রক্ষার্থে এ সংক্রান্ত (জাতীয়) বিষয়ে ব্যাখ্যা রয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। পাতা স্থানান্তরের সুবিধার্থে এ আলোচনাটি সংশ্লিষ্ট পাতায় স্থানান্তর করছি। [আনীত: অনুর্ধ্ব-১৯ দল] ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১৬:২৩, ২৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
সমস্যা হচ্ছে যে যখন আমরা ইংরেজি উইকির অনূর্ধ্ব-১৯-এর নিবন্ধগুলি তৈরি করেছিলাম তখন নামের সাথে «জাতীয়» যুক্ত ছিল না। পরে ইংরেজি উইকিতে নাম পরিবর্তন করা হয়, যেটা বাংলাতে করা হয়ে উঠেনি। --আফতাব (আলাপ) ১৬:৪৭, ২৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
@Aftabuzzaman: ধন্যবাদ আপনাকে, নামকরণের ব্যাখ্যা দেয়ার জন্যে! ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১৭:১৩, ২৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
"বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল" পাতায় ফেরত যান।