আলাপ:পৃথিবী/ভালো নিবন্ধ ১

সাম্প্রতিক মন্তব্য: Wiki Ruhan কর্তৃক ৩ বছর পূর্বে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: Wiki Ruhan (আলাপ · অবদান) ০৪:০০, ২৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পরিবর্তন-সংশোধনের পরামর্শ সম্পাদনা

নিবন্ধের গঠনশৈলী অত্যন্ত চমৎকার। কিছু পরিবর্তন আনলে ভাল হত-

  • অপ্রয়োজনীয় লাল সংযোগগুলো দূর করা উচিত।
  • কিছু বানান ও বিরামচিহ্ন ত্রুটি দূর করেছি। আরও ভুল কিছু থাকলে সমাধান করে ফেলা।
  • বর্তমান সময়ের সবচেয়ে বেশি তাপ উৎপন্নকারী আইসোটোপ সমূহ তালিকার হেডিংগুলো বাংলায় রূপান্তর করা।
  • কিছু ইংরেজি শব্দ রয়েছে যেগুলো নাম বিশেষ্যকে নির্দেশ করে সেগুলো ইটালিক করাই উচিত।
  • তথ্যসূত্রের একটি উদ্ধৃতি ত্রুটি রয়েছে। সেগুলো দূর করা।

— Wiki Ruhan (আলাপ) ০৪:৫৯, ২৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@WAKIM:, আপনার প্রস্তাবিত পৃথিবী নিবন্ধটি পর্যালোচনা করা হয়েছে। উক্ত সমস্যাগুলো দূর করলে ভাল নিবন্ধ পর্যালোচনা করতে সুবিধা হবে। — Wiki Ruhan (আলাপ) ০৫:০৩, ২৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Wiki Ruhan: নিবন্ধটির পর্যালোচনা শুরু করার জন্য ধন্যবাদ। নিবন্ধটিতে উল্লেখিত লাল লিংকগুলো কোনটাই অপ্রয়োজনীয় নয়। তাছাড়া নিবন্ধটির আলাপ পাতা খেয়াল করলে দেখবেন নিবন্ধটি অনুবাদ প্রকল্পের অংশ হিসেবে সমগ্র অংশই অনুবাদ ও লাল লিংকগুলো তৈরির আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কোন সম্পাদকই আগ্রহ দেখাননি। যাই হোক, বাকি ত্রুটিগুলো কয়েক দিনের মধ্যে ঠিক করে দিচ্ছি। আর লাল লিংকগুলো আপাতত থাকুক, সেগুলো ধীরে ধীরে তৈরি শুরু করব।--ওয়াকিম (আলাপ) ০৮:৪৯, ২৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার অগ্রগতি সম্পাদনা

প্রিয় WAKIM, Wiki Ruhan
অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভালো নিবন্ধসমূহ ব্যবস্থাপনা করার সময়ে লক্ষ্য করেছি যে, এই আলাপ পাতায় গত এক সপ্তাহ ধরে কোনোরূপ আলোচনা কিংবা বার্তালাপ হয়নি। এর অর্থ অনেক প্রকারেরই হতে পারে। কিন্তু যদি নিবন্ধটি সংস্কারের জন্য সময় দেওয়া হয়ে থাকে, তবে অনুগ্রহপূর্বক মূল আলাপ পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত}} টেমপ্লেটে |status= পরামিতির মান স্থগিত লিখুন। ধন্যবাদ। নকীব বট (আলাপ) ১১:১৮, ৩ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার ফলাফল সম্পাদনা

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য):   খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র):   খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):   গ) (মৌলিক গবেষণা):  
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়):   খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ):  খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  

— Wiki Ruhan (আলাপ) ০৭:৫০, ১০ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"পৃথিবী/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।