আলাপ:পায়ুসঙ্গম

সাম্প্রতিক মন্তব্য: Robin Saha কর্তৃক ১ বছর পূর্বে "হিন্দুধর্মে পায়ুসঙ্গম" অনুচ্ছেদে

সন্দেহজনক বক্তব্য: সমকামীরা সাধারণত পায়ূসঙ্গম করে না

এ নিবন্ধে লেখা আছে: “ঐতিহাসিক এবং সংস্কৃতিগতভাবেই পায়ুকাম পুরুষ সমকামিতার উপর আধারিত, যদিও সত্যিকারের সমকামীরা সাধারণত পায়ুকামে লিপ্ত হন না বা হলেও শুধু পায়ুলেহন করেন, কোনো বিদ্ধকরণ কাজে লিপ্ত হননা।” - এ কথা মেনে নেয়া যায় না। কোনো পণ্ডিত বললেও না। বরং ফেইসবুকে বিজ্ঞাপন পড়ে বিপরীতটিই যে সত্য তাতে সন্দেহ থাকে না। -- EditBangla (আলাপ) ০৩:০৯, ২৮ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ব্যক্তিগত মতামত

@Nahian~bnwiki:, @নাহিয়ান ভাই, নিবন্ধটির বিষয়টি জটিল কিন্তু কেমন যেন মনে হয় এখানে অনেক কথাই ব্যক্তিগত মতামত, এগুলো অপসারণ করা উচিৎ বা সংশোধন করা উচিৎ। 'এছাড়া পুরুষেরা এক ধরনের মনস্তাত্ত্বিক কারণেও নারীর পায়ুপথে শিশ্ন ঢুকিয়ে মজা পেতে পারেন সেটা হচ্ছে পায়ুসঙ্গমে নারীর গর্ভে সন্তান আসেনা, তাছাড়া যে সমাজে পায়ুসঙ্গম গোপন এবং নিষিদ্ধ একটি বিষয় ঐ সমাজে পুরুষেরা পায়ুসঙ্গম করতে আগ্রহী হয়ে উঠতে পারেন এবং পায়ুসঙ্গমকালে এভাবেও মনস্তাত্ত্বিকভাবে আনন্দ পেতে পারেন যে একটা নিষিদ্ধ কাজ কত মজা। অথবা পুরুষেরা শিশ্ন ঢোকানোর একটি বিকল্প পথ মনে করেও আনন্দ পেতে পারেন।' এই বাক্যগুলো নিবন্ধটির ইংরেজি সংস্করণে নেই, থাকলেও অন্যভাব লেখা। বি সাকিব (আলাপ) ১৩:১১, ১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@বি সাকিব: এই নিবন্ধটি তৈরি করেছেন স্বরজিৎ দাদা, আমার মতে উনাকে বিষয়টি জানালে ভালো হবে। যদি কোনো সংশোধন প্রয়োজন বা কোনো তথ্য অপসারণ করতে হয়, উনাকে আগে বলে দেখুন। উনি পদক্ষেপ না নিলে আমায় আবার জানাবেন। ~ নাহিয়ান আলাপ ১৩:১৫, ১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Ripon:, @রিয়াজ ভাই, নিবন্ধটিতে বট সম্পাদনা করা উচিৎ বহু বানান সংশোধনের জন্য। বি সাকিব (আলাপ) ১৩:২৮, ১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@বি সাকিব: ভাই, বট দ্বারা বানান সংশোধনের কথা বলিয়েন না আপাতত। কয়েকদিন আগে আমি বট দ্বারা বানান সংশোধনের ৪৩টি সম্পাদনা বাতিল করেছি। যদি পারেন বট ছাড়াই করতে পারেন। —আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:৩৫, ১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Nokib Sarkar:, নকিব ভাই এবং @Kupulak:, পুলক ভাই কিছু বলুন। বি সাকিব (আলাপ) ১৩:৪২, ১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@বি সাকিব: জনাব সাকিব সাহেব, আপনি আজ মাত্র আইডি খুলেছেন, আগে দেখুন, বুঝুন, অভিজ্ঞতা অর্জন করুন। তারপর না হয় এসব বিষয় নিয়ে আলোচনা করা যাবে। আপনি অন্যদিকে মনোযোগ দিন যেমন, নিবন্ধ তৈরি বা নিবন্ধ সম্প্রসারণ ইত্যাদি। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।  কুউ  পুলক  ১৩:৫৭, ১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Kupulak:, আমি ব্যবহারকারী:Bishal Khan-এর সকপাপেট। বি সাকিব (আলাপ) ১৩:৫৮, ১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Nahian:, @নাহিয়ান ভাই, আপনি বলেছিলেন আপনি এই নিবন্ধটিতে সংশোধন আনবেন, অনুগ্রহ করে নিবন্ধটির এই অংশের ব্যক্তিগত মতামত সরান। সাঈদ ফাহিম (আলাপ) ১২:১৩, ২০ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@সাঈদ ফাহিম: নিবন্ধটি আমি পড়িনি এখনো, তাই বলতে পারছিনা কোন অংশটুকুতে প্রণেতা নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। ~ নাহিয়ান আলাপ ১২:১৫, ২০ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Nahian:, @নাহিয়ান ভাই, "এবং পায়ুসঙ্গমকালে এভাবেও মনস্তাত্ত্বিকভাবে আনন্দ পেতে পারেন যে একটা নিষিদ্ধ কাজ কত মজা" - এই বাক্যটি সংশোধন প্রয়োজন। সাঈদ ফাহিম (আলাপ) ১২:১৭, ২০ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@সাঈদ ফাহিম: ইংরেজিতে অনুচ্ছেদটি ছিল- Men may also enjoy the penetrative role during anal sex because of its association with dominance, because it is made more alluring by a female partner or society in general insisting that it is forbidden, or because it presents an additional option for penetration. বাংলা করলে অনেকটাই আপনার অভিযোগকৃত বাক্যটিই দাঁড়ায়। তবে প্রণেতা এভাবে না লিখে গুছিয়ে লিখলে হয়তো বাক্যটা ভালো লাগতো। আমি ঠিক করে দিচ্ছি। ~ নাহিয়ান আলাপ ১২:২৫, ২০ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@সাঈদ ফাহিম:   সংশোধন করা হয়েছে। প্রণেতা অনুবাদ করতে গিয়ে হয়তো বিষয়টা গোলমেলে করে দিয়েছিলেন। ~ নাহিয়ান আলাপ ১২:৩০, ২০ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটির শিরোনাম

@Nahian~bnwiki:, @Al Riaz Uddin Ripon:, @নাহিয়ান ভাই, @রিয়াজ ভাই, এই নিবন্ধটির শিরোনাম 'পায়ুকাম' হওয়া উচিৎ ছিলো। ফেমিন টি. (আলাপ) ০৯:১২, ১২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@MS Sakib:, @আফতাবুজ্জামান:, @আফতাব ভাই, অনুগ্রহ করে নিবন্ধটির নাম নিয়ে ভাবুন, ইংরেজিতে anal sex এর বাংলা অর্থ 'পায়ুকাম'ই হয় 'পায়ুসঙ্গম' ভুল প্রযুক্ত শব্দ। সাঈদ ফাহিম (আলাপ) ১১:৫১, ২০ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

হিন্দুধর্মে পায়ুসঙ্গম

আলোচনার বিষয়: পায়ুকাম সম্পর্কে মনুসংহিতায় পায়ুকামে অংশ নেয়া পুরুষদের জাতচ্যুত করার কথা বলা হয়েছে। সেখানে এটিও উল্লেখ করা হয়েছে যে অন্য একজন পুরুষের মধ্যে বীর্যপাতকারী পুরুষ যেন শাস্তির আওতায় আসে। ভারতীয় লেখিকা রুথ বণিতা বলেন যে, প্রাচীন হিন্দু সমাজে মলদ্বার যৌনতার শাস্তি হিসেবে জাতচ্যুত করার নিয়ম ছিলো।

"Hinduism"। glbtq সুত্রে যা উল্লেখ পাওয়া যায়: “ঔপনিবেশিক আমলে, ব্রিটিশরা মনুর প্রাচীন আইনগুলিকে হিন্দু নাগরিক বিধি হিসাবে প্রয়োগ করতে বেছে নিয়েছিল, এবং এই বিশেষ পাঠ্যটি তাই আধুনিক হিন্দুধর্মে অন্যথার চেয়ে বেশি প্রভাব উপভোগ করেছে। মনুসংহিতা ১১।৫৮ এবং ১১।১৭৪ বলে যে, যে সমস্ত পুরুষ পায়ুসঙ্গমে অংশগ্রহণ করে তাদের জাত হারানোর জন্য " ঐতিহ্যগতভাবে বলা হয়", তবে এটিও নির্দেশ করে যে একজন পুরুষ যে অন্য পুরুষের মধ্যে বীর্যপাত করেছে সে তপস্যা করে। রুথ ভানিতা পরামর্শ দেন যে প্রাচীন হিন্দু ধর্মে মলদ্বার যৌনতার শাস্তি হিসেবে জাতপাতের ক্ষতির পরিবর্তে তপস্যা করা হয়েছিল। মনুর পাঠটি অনেক পরস্পরবিরোধী শাস্ত্রের সংকলন, এটি অবশ্যই প্রশংসনীয়।”

কিন্তু মনুসংহিতার ১১।৫৮ এবং ১১।১৭৪ এ যা উল্লেখ রয়েছে: “ গচ্ছিত বস্তুর অপহরণ, অশ্ব, রূপা, ভূমি, হীরক ও মণির অপহরণ-ইহা সুবর্ণ-চৌর্যের সমান পাতক।। ৫৮।। সহোদরা ভাগিনী, কুমারী, চাণ্ডালী, সখ বা পুত্রের ভার্য্যাতে(স্ত্রীতে) রেতঃসেক(বীর্যপাত)- গুরুপত্নী গমনের সমান পাতক। সমান-পাতক বা অনুপাতকে মহাপাতকের ন্যূন প্রায়শ্চিত্ত হইবে। পূর্বোক্ত দ্বাদশ প্রকার পাতক অনুপাতক” ।।৫৯।।

এবং “পশুতে, রজস্বলা স্ত্রীলোকে, যোনি ভিন্ন অন্যস্থানে এবং জলে রেতঃসেক করিলে (প্রায়শ্চিত্যের জন্য) সন্তপন ব্রত করিবে”।। ১৭৪।।

দেখা যাচ্ছে ৫৮তে অপহরণ বিষয়ে বলা হয়েছে এবং ৫৯তে যাই থাক পায়ুসঙ্গম বিষয়ে বলা হয়নি। ১৭৪তেও তাই। তবে “যোনি ভিন্ন অন্যস্থানে”, এই অন্যস্থান পায়ুরক্ষেত্রে প্রযোজ্য হলেও এখানে সরাসরী বলা হয়নি। আবার আলোচ্য অংশটিতে লেখা শাস্তির বিষয়েও মনুসংহিতায় কিছু বলা হয়নি। বরং প্রায়শ্চিত্য কর্মের বিষয়ে বলা হয়েছে। এখন নিবন্ধের আলোচ্য অংশটিতে পায়ুসঙ্গমের বিষয়ে সরাসরী কিছু লেখা উচিত হবে বলে মনে করি না।

যাচাইয়ের জন্য ব্যবহৃত মনুসংহিতা: ১. মানবেন্দু বন্দ্যোপাধ্যায়, ২. আচার্য পঞ্চাননতর্করত্ন এবং ৩. আচার্য পঞ্চাননতর্করত্নের অনুবাদ অবলম্বনে জীবন্যায়তীর্থ কর্তৃক বঙ্গানুবাদকৃত। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল  ) ০৪:৩৩, ২১ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"পায়ুসঙ্গম" পাতায় ফেরত যান।