আলাপ:ধামাইল

সাম্প্রতিক মন্তব্য: Ashiq Shawon কর্তৃক ৬ বছর পূর্বে "ধামাইল গান / নাচ থেকে ধামাইল নৃত্যগীত" অনুচ্ছেদে

ধামাইল গান / নাচ থেকে ধামাইল নৃত্যগীত সম্পাদনা

যতটুকু পাঠ করে বুঝলাম, এই নিবন্ধের শীরনাম ধামাইল গান / নাচ থেকে ধামাইল নৃত্যগীত করা উচিত। আর উইকিপিডিয়াতে ধামাইল গান / নাচ এই ভাবে নামকরন করার রীতিঅ নেই। এই নামকরন বিষয়ে স্থানীয় লোকেদের অভিমত পেলেও ভাল হত।--জয়ন্ত (আলাপ - অবদান) ০৮:২৭, ১২ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

জয়ন্ত দা, আমি নিজেই স্থানীয়; সিলেট আমার বাড়ী এখানেই আমার বসবাস। শিরোনামের ক্ষেত্রে মূল সমস্যা হলো, আমাদের এই অঞ্চলে এটি কখনো কখনো ধামাইল গান আবার কখনো কখনো ধামাইল নাচ আবার কখনো কখনো শুধুই ধামাইল বলে পরিচিত। আপনি ইন্টারনেট-এ সার্চ দিলও দেখবেন একই অবস্থা! এখন কোনটা রাখা উচিৎ বা দেয়া উচিৎ?
আমি আপনার শিরোনামটির পক্ষপাতী। দেখা যাক আর কেউ কিছু বলেন কি-না? ধন্যবাদ।--Ashiq Shawon (আলাপ) ১৪:৪১, ১২ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন
@Jayantanth:, @Ashiq Shawon: শিরোনাম পাল্টে শুধু ধামাইল করলে কেমন হয়? ‍‍‍‍‍‍‍‍‍‍কল্যাণ সরকার (আলাপ) ১৬:৪৫, ৬ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
বৃহৎ অর্থে শুধুমাত্র ধামাইল শব্দটি ব্যবহার করা যায়। তবে ধামাইল গান বা নাচ ব্যবহার করলে শুধু নির্দিষ্ট বিষয়কে ইঙ্গিত করবে, যা একটি অঞ্চলের বিশেষ ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করার জন্য যথেষ্ট নয়। তাই বৃহৎ অর্থে ধামাইল শব্দটি ব্যবহার করার পক্ষে   সমর্থন দিচ্ছি।--আবু সাঈদ (আলাপ) ১৬:৫৫, ৬ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
আলোচনার প্রেক্ষিতে সরানো হলো। - Ashiq Shawon (আলাপ) ১৩:২৩, ১১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
"ধামাইল" পাতায় ফেরত যান।