আলাপ:দ্য রাইটিং অন দ্য ওয়াল

সাম্প্রতিক মন্তব্য: FaysaLBinDaruL কর্তৃক ১ বছর পূর্বে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা সম্পাদনা

এই পর্যালোচনাটি আলাপ:দ্য রাইটিং অন দ্য ওয়াল/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: MdsShakil (আলাপ · অবদান) ০৩:০৬, ১৮ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

মন্তব্য সম্পাদনা

@FaysaLBinDaruL: ভাই, অনুবাদ সুন্দর হয়েছে, তথ্যসূত্রের শিরোনাম এবং উৎসের নাম সম্পূর্ণ অনুবাদ করা প্রয়োজন। তাছাড়া সূত্রে বাংলার পাশাপাশি ইংরেজি নাম রাখার প্রয়োজনীয়তা নেই বলেই আমার অভিমত। ছায়াছবি, ছায়াচিত্রচলচ্চিত্র তিনটি টার্মই নিবন্ধে ব্যবহৃত হয়েছে এক্ষেত্রে সমতা রক্ষা করে যেকোন একটি রাখলে ভালো হয়। রোমিও এন্ড জুলিয়েট বানানটি রোমিও অ্যান্ড জুলিয়েট হওয়ার কথা। আশা করছি এগুলো শ্রীঘ্রই সমাধান করা হয়ে যাবে —শাকিল (আলাপ · অবদান) ১৭:২৩, ১৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@MdsShakil করে আপনাকে জানাবো। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৭:২৯, ১৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil ভাই ধন্যবাদ।
১. তথ্যসূত্রগুলি অনুবাদ করে দিয়েছি। ইংরেজি আর রাখা হয়নি। যেটার ইংরেজি না থাকলেই নয়, সেটার সাথে অনূদিত শিরোনাম যোগ করে দিয়েছি।
২. মনোনায়ন দেয়ার আগে বেশ কয়েকবার নিজে পড়ে দেখেছিলাম। অল্প সময়ের ব্যবধানে একই শব্দ বারবার শুনতে পাঠকদের একঘেয়ে লাগতে পারে। তাই সমার্থক শব্দ ব্যবহার করেছিলাম- ছায়াছবি, ছায়াচিত্র ও চলচ্চিত্র। সমতার জন্য একটি রেখে দিলাম।
৩. বানান ঠিক করে দিয়েছি।
আবারো নিরীক্ষা করার জন্য অনুরোধ করছি। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৯:৪১, ১৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

চূড়ান্ত পর্যালোচনা সম্পাদনা

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):  
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):  
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):  
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):  
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):  
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):  
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  

নিবন্ধটিকে ভালো নিবন্ধ হিসাবে  উত্তীর্ণ ঘোষণা করা হলো। @FaysaLBinDaruL: প্রধান পাতার জন্য সারাংশ তৈরি করতে পারেন —শাকিল (আলাপ · অবদান) ০৭:৩৮, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@MdsShakil অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৭:০৬, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার জন্য সারাংশ সম্পাদনা

দ্য রাইটিং অন দ্য ওয়াল থানহাউসার কোম্পানি প্রযোজিত ১৯১০ সালের আমেরিকান নির্বাক স্বল্পদৈর্ঘ্য নাট্য চলচ্চিত্র। লয়েড লোনারগানের চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ব্যারি ও'নিল। অনুমান করা হয় চলচ্চিত্রটি হারিয়ে গেছে। এটির কাহিনি গ্রেস নামে একটি অল্পবয়সী মেয়েকে কেন্দ্র করে রচিত, যে জ্যাক নামে একজন ধনী ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়। গল্পের অপর দুই চরিত্র টার্নার এবং হ্যাঙ্ক নামের দুই ব্যক্তি। যারা জ্যাক একটি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলনের পর তাকে ছিনতাই করার পরিকল্পনা করে; কিন্তু তাদের বিষপানের একটি চক্রান্ত সম্পর্কে গ্রেস জ্যাককে সতর্ক করে। জ্যাক পালিয়ে যায় এবং গ্রেসকে বিয়ে করে। কোন পরিচিত বাণিজ্যিক প্রকাশনা হতে চলচ্চিত্রটির পর্যালোচনা করা হয়নি, তবে এটির জন্য পর্যালোচনা বা মূল্যায়ন থাকতে পারে। ১৯১০ সালে মুক্তি পাওয়ার পর প্রেক্ষাগৃহগুলি ১৯১৩ সালের শেষের দিকেও এই ছবি প্রদর্শনের বিজ্ঞাপন দিতো। (বাকি অংশ পড়ুন) - উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৪৬ ~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৬:৫৮, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"দ্য রাইটিং অন দ্য ওয়াল" পাতায় ফেরত যান।