আলাপ:তুরস্ক

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ১ বছর পূর্বে "‘বাংলা’ নাম পরিবর্তনের বিরোধিতা" অনুচ্ছেদে

‘বাংলা’ নাম পরিবর্তনের বিরোধিতা সম্পাদনা

@Zaheen, Nahian, Owais Al Qarni, মো. মাহমুদুল আলম, Meghmollar2017, আফতাবুজ্জামান, Yahya, Al Riaz Uddin Ripon, এবং NahidSultan: সম্প্রতি দাপ্তরিক ভাবে তুরস্কের ইংরেজি (আন্তর্জাতিকভাবে প্রচলিত) নাম টার্কি পরিবর্তন করে "তুর্কিয়ে" বা "টুর্কিয়ে" করা হয়েছে। লক্ষ্য করলাম, এরপর @Owais Al Qarni: উইকিতে কোনও আলোচনা ছাড়াই তুরস্ক-কে তুর্কিয়ে নামে স্থানান্তর করেছেন। এইবিষয়ে আমার কিছু বক্তব্য:
প্রথমত, সম্প্রতি নাম পরিবর্তন করার আগে তুরস্কের নাম কি আদৌ তুরস্ক ছিল? তুর্কি ভাষায় এই নাম সবসময়েই "তুর্কিয়ে" বা "টুর্কিয়ে" ছিল। প্রমাণস্বরূপ, তুর্কি উইকিপিডিয়ায় সংশ্লিষ্ট নিবন্ধের ২০০৫ সালের একটি সংস্করণ দেখুন। সেখানে প্রথম অনুচ্ছেদে স্পষ্টভাবে Türkiye অর্থাৎ তুর্কিয়ে/টুর্কিয়ে লেখা। তারপরেও কিন্তু বছরের পর বছর ধরে বাংলায় তুরস্ক প্রচলিত।
এক্ষেত্রে বরং, ইংরেজিসহ আন্তর্জাতিকভাবে প্রচলিত নাম বাতিল করে দাপ্তরিক নাম মূল তুর্কি ভাষায় রাখা হয়েছে। কিন্তু বাংলায় এর প্রভাব পড়বে কেন? লক্ষ্য করে দেখুন, ইংরেজিতে কিন্তু নিবন্ধের নাম এখনও en:Turkey-ই আছে। এমনকি বেশ কয়েকবছর আগে আমাদের চট্টগ্রামের ইংরেজি নাম ও বানান পরিবর্তন করা হলেও ইংরেজি উইকিতে আলোচনা করে এখনও নিবন্ধটিকে en:Chittagong নামেই রেখে দিয়েছে। ইংরেজি উইকি যদি নিজ ভাষায় প্রচলিত নাম ব্যবহার করতে পারে, আমরা কেন নয়?
প্রসঙ্গক্রমে এখানে মিশরের উদাহরণ টানা যেতে পারে। আরবিতে দেশটির নাম "মিস্‌র" বা "মাস্‌র" (مصر)। অন্যদিকে ইংরেজিতে ও আন্তর্জাতিকভাবে en:Egypt লেখা হয়। এক্ষেত্রে আমরা এতদিন ধরে কোনটা অনুসরণ করছি? আমরা কিন্তু মূল আরবি নাম কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রচলিত নাম কোনটাই ব্যবহার না করে বাংলায় প্রচলিত নাম মিশর ব্যবহার করি। (যেই উচ্চারণ মিশরীয়দের কাছে ‘হাস্যকর’! :) )। মিশরের ক্ষেত্রে যদি বাংলা নাম ব্যবহার করি, তুরস্কের ক্ষেত্রে কেন নয়?
অন্তত যতদিন পর্যন্ত দেশের সর্বক্ষেত্রে (সাধারণ জনগণ পর্যন্ত) এই পরিবর্তিত নাম প্রচলিত না হয়, ততদিন পর্যন্ত আমি "তুরস্ক" নাম ব্যবহার পক্ষে। তাই অতিসত্ত্বর আগের নামে ফিরিয়ে নেওয়া হোক। ≈ MS Sakib  «আলাপ» ০৮:২৮, ৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Tanvir 360: বাংলা উইকিতে বাংলায় প্রচলিত নাম বহাল রাখার পক্ষে মতামত আসলেও আপনি আবার স্থানান্তর করলেন কেন? ≈ MS Sakib  «আলাপ» ১১:১৮, ৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Wikitanvir: দুইজন একই সময়ে স্থানান্তর করার চেষ্টা করায়, আমারটা ভুল নামে স্থানান্তরিত হয়েছে। কিন্তু স্থানান্তর সুরক্ষা দেওয়ায় ঠিক করা যাচ্ছেনা। ঠিক করে দেওয়ার অনুরোধ করছি। ≈ MS Sakib  «আলাপ» ১১:২২, ৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib: করে দিয়েছি। — তানভির১১:২৫, ৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"তুরস্ক" পাতায় ফেরত যান।