আলাপ:জ্যোতি বসু

সাম্প্রতিক মন্তব্য: BadhonCR কর্তৃক ১ বছর পূর্বে "আজাকি হালনাগাদ" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

বারদী গ্রাম সংক্রান্ত জিজ্ঞাসা সম্পাদনা

বারদী গ্রাম বর্তমানে কোন জেলায়? এবং গ্রামের নামটি বর্তমানে কী বানানে লেখা হয়? এই দুটি তথ্য দেওয়া থাকলে ভাল হবে। --অর্ণব দত্ত (talk) ০৫:৪৪, ১৫ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

পাদটীকা আকারে প্রয়োজনীয় তথ্য দেয়া হয়েছে। -- Faizul Latif Chowdhury (talk) ০২:০০, ১৮ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

১৯৪৬-এর নির্বাচনে ভোটের ব্যবধান সম্পাদনা

"প্রথম নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা" উপনুচ্ছেদে লেখা হয়ে ছে "বেঙ্গল আসাম রেল রোড ওয়ার্কার্স ইউনিয়নের নেতা জ্যোতি বসু ১৯৪৬ সালের গোড়ার দিকে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জাতীয় কংগ্রেসের হুমায়ুন কবীরকে আট হাজার ভোটে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন বসু।" - ভোটরে ব্যবধান আট হাজার ছিল না, ব্যবধান ছিল মাত্র আট ভোটের। -- Faizul Latif Chowdhury (talk) ০৯:১৫, ১৭ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ঠিকই। আমি দেখতে একটু ভুল করেছিলাম। তাছাড়া সম্ভবত সেই সময় অত ফ্র্যাঞ্চাইজিও ছিল না। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। --অর্ণব দত্ত (talk) ০৯:১৭, ১৭ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

সম্মাননা অংশ সম্পাদনা

বাংলাদেশ সরকার বারদী গ্রামে জ্যোতিবাবুর পৈত্রিক ভিটেটি সংরক্ষণ করে একটি জাদুঘর স্থাপন করতে চলেছেন বলে শুনেছি। সম্মাননা অংশে সেই তথ্য বিস্তারিত দিতে আমাদের বাংলাদেশী বন্ধুদের অনুরোধ করছি। পশ্চিমবঙ্গে তাঁর সম্মানার্থে যা যা করা হবে তাও এখানে অন্তর্ভুক্ত করা হবে। --অর্ণব দত্ত (talk) ১১:৩৯, ১৭ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

জ্যোতির বসুর আত্মজীবনীতে দেখা যাচ্ছে তিনি পৈত্রিক ভিটা (জমির পরিমাণ ২ একর ৪০ শতাংশ) বাংলাদেশ সরকারকে দিয়েছেন ; অন্যদিকে বর্তমান দখলদার আমমোক্তারনামাবলে এই সম্পত্তির স্বত্ত্বাধিকারী। বিষয়টি স্বচ্ছ নয়। উল্লেখযোগ্য, ছোটবেলায় জ্যোতি বসু বারদীতে থাকাকালে তাঁর দেখভাল করতেন প্রতিবেশী ফকির মাহমুদের স্ত্রী আয়াতুন্নেছা। বর্তমানে এ বাড়ির ভোগ-দখলদার ফকির মাহমুদ ও আয়াতুন্নেছার নাতি - তাদের সন্তান হাবিবুল্লাহর পুত্র = ইউসুফ আলী। ১৯৭৩ খ্রিস্টাব্দের ১লা নভেম্বর জ্যোতি বসু ও তাঁর ভাই ডা. সুরেন্দ্র কিরণ বসু আয়াতুন্নেছা এবং হাবিবুল্লাহর নামে পাওয়ার অব এর্টনি (আমমোক্তারনামা)করে দিয়েছেন। কানা যায়, তারা এক পর্যায়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে ভিপি কেস নং ৮০/৮০ মূলে লিজও নেন বাড়িটি। ।-- Faizul Latif Chowdhury (talk) ১৪:৫৪, ১৭ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

অধ্যক্ষ সম্পাদনা

এই নিবন্ধের বিভিন্ন স্থানে "অধ্যক্ষ" শব্দটির ব্যবহার দেখছি। এক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্ন জাগছে -

  • অধ্যক্ষ এর অর্থ কি এখানে স্পিকার?
  • যদি তাই হয়, তাহলে এই অর্থে শব্দটির ব্যবহার কতটুকু?
  • ১৯৪৬ সালের আইনসভার এই পদটির formal নাম কি অধ্যক্ষ ছিলো? নাকি স্পিকার ছিলো?
  • যদি formal নাম অধ্যক্ষ না হয়, তাহলে বর্তমানে ব্যবহৃত হয়, সেই কারণে এই নামটি ব্যবহার করা ্সঠিক নয়।

সর্বোপরি অধ্যক্ষ মানে যে এখানে কলেজের প্রিন্সিপাল নয়, বরং স্পিকার, তা বুঝতে আমার অনেক সময় লেগেছে। কাজেই এই বিভ্রান্তি দূর করা দরকার। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৫৬, ১৭ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

আইনসভার স্পিকারকে এখনকার পরিভাষায় বলে অধ্যক্ষ। ১৯৪৬ সালে বঙ্গীয় প্রাদেশিক আইনসভার স্পিকারকে অধ্যক্ষ বলা হত কিনা সঠিক জানা নেই। এই বিষয়টি নিয়ে আমারও মনে প্রশ্ন আছে। কারণ আমি বিভিন্ন ইতিহাস বইতে "অধ্যক্ষ", "সভাপতি" ও "স্পিকার" শব্দ তিনটি পাচ্ছি। আইনসভার সেই সময়কার প্রকাশনাগুলি সবই ইংরেজিতে। সুতরাং সেখানে স্পিকার কথাটিরই উল্লেখ আছে। সম্ভবত স্পিকার লেখাই সমীচিন। আমি আর একটু বইপত্র ঘেঁটে ঠিক করে দিচ্ছি। --অর্ণব দত্ত (talk) ১৯:১৯, ১৭ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
তাহলে স্পিকার লিখুন কিংবা প্রথম ব্যবহারের সময়ে ব্র্যাকেটে স্পিকার লিখে দিন। কারণ স্পিকার শব্দটি এখন ভাষা নির্বিশেষে সর্বত্র বহুল প্রচলিত। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৩০, ১৭ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
মনে হচ্ছে অধ্যক্ষ শব্দটি লেখার প্রয়োজন নেই। কারণ স্পিকার অর্থে শব্দটির প্রচলন স্বাধীনোত্তর যুগে হয়। বঙ্গীয় প্রাদেশিক আইনসভার ক্ষেত্রে স্পিকারই চলতে পার। --অর্ণব দত্ত (talk) ১৯:৩৩, ১৭ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
সে সময় স্পিকার বলা হতো। -- Faizul Latif Chowdhury (talk) ০০:৪৪, ১৮ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

গ্রন্থপঞ্জী - বইয়ের নাম সম্পাদনা

এ নিবন্ধের জন্য সুরভি বন্দ্যোপাধ্যায় লিখিত বাংলা ভাষায় লেখা ‌‌জ্যোতি বসু - অনুমোদিত জীবনী‌ শীর্ষক বইটি ব্যবহার করেছি। গ্রন্থপঞ্জীতে তা প্রতিস্থাপনপূর্ব জ্যোতি বাসু: দি অথরাইজড বায়োগ্রাফি‌‌ এই ইংরেজী সংস্করণের প্রচ্ছদনাম ব্যবহার করা হয়েছে। বাংলা উইকিপিডিয়ায় ইংরেজী সংস্করণটির সূত্র কি প্রাসঙ্গিক? যাই হোক তথ্যসূত্রে একই ভাবে বাংলা বইটির সূত্র প্রতিস্থাপন না-করার অনুরোধ। -- Faizul Latif Chowdhury (talk) ০২:১২, ১৮ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

বাংলা বা ইংরেজী দুটো সংস্করণই প্রাসঙ্গিক। আরেকটি ব্যাপার লক্ষণীয় যে নিবন্ধে যে তথ্যসূত্র প্রদান করা হচ্ছে তাতে অনেক বই ভিত্তিক সূত্রেরই তথ্যের পৃষ্ঠার নম্বর যোগ করা হচ্ছে না। ফলে তথ্যটির যাচাইযোগ্যতা হারাচ্ছে এবং যা যাচাই করতে পুরো বইয়ে পড়লে তা সহজেই যাচাই করা সম্ভব হবে না। তাই অনুরোধ থাকবে মুদ্রিত তথ্যসূত্র যোগ করার সময় অবশ্যই তথ্যসম্বলিত পৃষ্ঠার নম্বর উল্লেখ করবেন। নতুবা এ ধরনের অসম্পূর্ণ সূত্র ব্যবহার না করাই শ্রেয়।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:০১, ১৮ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

বই আছে হাতের কাছেই, পৃষ্ঠা নম্বর লাগিয়ে দেব।--Faizul Latif Chowdhury (talk) ১০:২২, ১৮ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
বাংলা বইটি কি হারপার কলিন্স প্রকাশিত? আমার ঠিক জানা নেই। তবে ওই প্রকাশনা সংস্থাটি বাংলা বই প্রকাশ করে বলেও শুনিনি! --অর্ণব দত্ত (talk) ০৫:২৫, ১৮ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
তথ্যসূত্রে প্রয়োজনীয় তথ্য আছে। এটি হারপারকলিন্স প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ। ধন্যবাদ। -- Faizul Latif Chowdhury (talk) ১০:২০, ১৮ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ফ্রিজ করার অনুরোধ সম্পাদনা

নিবন্ধটি কিছুকালের জন্য ফ্রিজ করা হোক যাতে অনিবন্ধিত সম্পাদকেরা এখানে সম্পাদনা না করতে পারেন। অনিবন্ধিত একটি সূত্র থেকে বারংবার এই নিবন্ধে অসংলগ্ন বিষয়বস্তু সংযোজিত করা হচ্ছে। --অর্ণব দত্ত (talk) ০৯:০৪, ১৮ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

অবসর জীবনে আত্মজীবনী পরিমার্জনা কেন বর্জিত হলো? সম্পাদনা

অবসর জীবন অনুচ্ছেদে ২০০৫-০৬ সময়ে আত্মজীবনী '‌যত দূর মনে পড়ে' সংশোধন/পরিমার্জনা করেছিলেন জ্যোতি বসু। সংযোজিত এই তথ্যটি কেন বাদ দেয়া হলো বুঝতে পারছি না। -- Faizul Latif Chowdhury (talk) ১৪:৪২, ১৮ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত। তবে এই তথ্যটি শেষ পর্যন্ত বাদ দেওয়া হবে না। জ্যোতি বসুর রচনা নামে একটি পৃথক অনুচ্ছেদে এটি যোগ দেবো বলে স্থির করেছি। জীবনী অংশে এই তথ্যটি একটু প্রক্ষিপ্ত মনে হচ্ছিল। তথ্যটি আমি আমার খাতায় টুকে রেখেছি। তবে আপনাকে অনুরোধ পারলে একটি তথ্যসূত্রও যোগ করবেন। --অর্ণব দত্ত (talk) ১৫:০৫, ১৮ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

কালপঞ্জী সম্পাদনা

প্রতি বছরের মূল বিষয়ের জন্য প্যারাগ্রাফ না লিখে এক লাইনে তা প্রকাশ করা উচিত। কারণ এ ব্যাপারগুলো আগেই জীবনী অংশে চলে এসেছে। আর কালপঞ্জীর জন্য আলাদা কোনো অনুচ্ছেদের দরকার নেই বলে আমার মনে হয়, কালপঞ্জীটি জীবনী অনুচ্ছেদেই নাভকন্টেন্ট বক্সের মধ্যে দিয়ে দিলে তা ডান পাশে দেখাবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:০১, ১৯ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ঠিকই। যথাসম্ভব ছোটো করে নিয়ে কালপঞ্জিটি বক্সের মাধ্যমে নিবন্ধের বাঁদিকে দিলে করলে সুন্দর দেখাবে। --অর্ণব দত্ত (talk) ১১:১৮, ১৯ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
আমি একটি সংক্ষিপ্ত পঞ্জি তৈরির চেষ্টা করছি। --অর্ণব দত্ত (talk) ১১:১৯, ১৯ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
ব্যাপারটা কি বড্ড বড় হয়ে গেল? ক্লিনআপটা অর্ণবের হাতেই থাক।--জয়ন্ত (আলাপ | অবদান) ১১:৪৪, ১৯ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
আমি কালপঞ্জী সরিয়ে জীবনী নিবন্ধে নিয়ে যাচ্ছি। সেখানেই বাক্সের আকার অনুযায়ী কালপঞ্জী সাজাতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:৫২, ১৯ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
লেখাগুলো টেমপ্লেট:জ্যোতি বসুর জীবনপঞ্জি পাতায় সরিয়ে নেওয়া হয়েছে। অনুগ্রহ করে এ পাতায় সম্পাদনা করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:০২, ১৯ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের দৈর্ঘ্য সম্পাদনা

ইতোমধ্যে নিবন্ধের আকার বেশ দীর্ঘ হয়ে গেছে। কাট-ছাঁট প্রয়োজন। কিছু ডিটেইলস বাদ দেয়ার সুযোগ আছে। কিছু দ্বিরুক্তি আছে যা বাদ দিতে হবে। সমালোচনা থেকে বেঙ্গল ল্যাম্প কেলেংকারীর মতো নির্দিষ্ট ঘটনা বাদ দেয়া যায়। এক-আধটা ফটো দিয়ে সমৃদ্ধ করা দরকার। -- Faizul Latif Chowdhury (talk) ০১:৪৮, ২১ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

@ফয়জুল সাহেব। আপনার তথ্য যোগের কাজ শেষ হলে কাট-ছাঁটের দায়িত্বটা আমি নিতে রাজি। তবে ফটো আমার হাতে নেই। ওটার জন্য অন্যদের উপর নির্ভর করতে হবে। --অর্ণব দত্ত (talk) ০২:৫৭, ২১ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
আমার তরফ থেকে ১৯৭৭-২০০০ পর্বের সংযোজন কালনাগাদ শেষ হতে পারে। ধন্যবাদ। এই পর্বটিকে কি ভাগ করার সুযোগ আছে? -- Faizul Latif Chowdhury (talk) ০৪:২৪, ২১ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন
পর্ববিভাগ কি ভাবে করা উচিত সেই নিয়ে চিন্তাভাবনা করছি। রাজনৈতিক জীবনকে মূলত বিরোধী নেতা, উপমুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী - এই তিন ভাগে ভাগ করা যেতে পারে। মুখ্যমন্ত্রিত্বের যুগবিভাগ করতে চাইলে দশক দিয়ে (যেমন ৭৭-৮০, ৮০-৯০, ৯০-২০০০) করা যায়। --অর্ণব দত্ত (talk) ০৫:১৮, ২১ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

আজাকি হালনাগাদ সম্পাদনা

"সদ্যপ্রয়াত কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী?" এই আজাকি টির জ্যোতি বসু নাম টি পরিবর্তন হবে পবন কুমার চামলিং হবে। এখানে দ্রষ্টব্য𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:২৭, ৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"জ্যোতি বসু" পাতায় ফেরত যান।