আলাপ:জামসেদজি টাটা

সাম্প্রতিক মন্তব্য: খাত্তাব হাসান কর্তৃক ৫ মাস আগে "তালব্য শ" অনুচ্ছেদে

তালব্য শ সম্পাদনা

আমার মতে এই শিল্পপতির বাংলা নামে স-এর জায়গায় শ ব্যবহার করা উচিত (জামশেদজি টাটা), কারণ তাঁর নামাঙ্কিত জামশেদপুর শ দিয়ে লেখা হয় এবং হিন্দিতে এই শিল্পপতির নাম শ (श) দিয়েই লেখা হয় (जमशेदजी टाटा)। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১১:২০, ৩০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Sbb1413   সমর্থন, পাশাপাশি অনেক পত্রিকায় এই বানান লেখা হয়েছে ও সঠিক প্রতিবর্ণীকরণের যুক্তিও রয়েছে। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৪:০৩, ৩০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"জামসেদজি টাটা" পাতায় ফেরত যান।