উইকিপ্রকল্প বাংলাদেশ (মূল্যায়ন - মান অসম্পূর্ণ, গুরুত্ব সর্বোচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অসম্পূর্ণ  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী অসম্পূর্ণ-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 সর্বোচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী সর্বোচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 


নাম পরিবর্তন করে চট্টগ্রাম (শহর) হওয়া উচিত কি না? কারন চট্টগ্রাম জেলা নামের নিবন্ধের সাথে মনে হয় conflict করে। --মাকসুদ ১২:৪৬, ১ মে ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

চট্টগ্রাম, ঢাকা, এসব বলতে সাধারণত শহরকেই বোঝায়, তাই ইংরেজি সহ বিভিন্ন উইকিপিডিয়াতে রীতি হলো শহরের জন্য নাম ব্যবহার করে জেলা বা অন্য কিছুর জন্য suffix যোগ করা। --রাগিব (আলাপ | অবদান) ১৫:০৬, ১ মে ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

চট্টগ্রামের ইতিহাস সম্পাদনা

চট্টগ্রামের ইতিহাস কী এই নিবন্ধের অংশ হবে? না কী আলাদা নিবর্থ হবে? আর এই নিবন্ধতে নির্বাচিত নিবন্ধ (সোনার পাথর বাটি?) করতে হলে ন্যূনতম কী কী থাকতে হবে?Munirhasan ১৫:৪০, ১৬ মার্চ ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

আপাতত এখানকার ইতিহাস অনুচ্ছেদে শুরু করে দেন। বড় হয়ে গেলে পরে আলাদা নিবন্ধে সরিয়ে তার সারাংশ এখানকার ইতিহাস অনুচ্ছেদে দিতে হবে। নির্বাচিত নিবন্ধের প্রয়োজনীয় গুণাবলী পাবেন এখানে - উইকিপেডিয়া:নির্বাচিত নিবন্ধের গুণাবলী। --রাগিব (আলাপ | অবদান) ১৬:০৩, ১৬ মার্চ ২০০৮ (ইউটিসি)উত্তর দিন
ময়মনসিংহের ইতিহাস নিবন্ধটি দেখতে পারেন। বড় করা সম্ভব হয়েছে বলেই আলাদা পাতায় সরিয়ে নেয়া হয়েছে। যদি মনে করেন বড় করে বিস্তারিত লিখবেন তাহলে আলাদা পাতাতে শুরু করাই উত্তম। -- মুহাম্মদ ১৮:১৬, ১৬ মার্চ ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

দীর্ঘদিন পরে লিখতে গিয়ে রেফারেন্স দেওয়া আর ফরম্যাটিং‌এর অনেকখানি ভুলে গেছি। কেহ একজন রেফারেন্স গুলো ঠিক করে দিলে আমি ধরে নিতে পারবো। আপাতত রেফারেন্স ব্রেকেটে লিখে রাখলাম। Munirhasan (আলাপ) ১৫:৩৮, ২৩ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

প্যারা মার্ক সম্পাদনা

নতুন প্যারা মার্ক দেবো কেমনে? Munirhasan (আলাপ) ০৬:১৩, ২৮ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

মুনির ভাই, প্যারা মার্ক বলতে কোনটা বোঝাচ্ছেন? একটা উদাহরণ দিলে, উত্তর দিতে সুবিধা হতো।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৪৮, ২৮ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

যেকোনো টেক্সট ব্লকের পরে একটা খালি লাইন দিলে সেটা নতুন প্যারা হয়।

যেমন, এই লাইনটা নতুন প্যারাতে গেছে। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৫৩, ২৮ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। Munirhasan (আলাপ) ০৮:৪০, ৩০ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র সম্পাদনা

চট্টগ্রামের নিবন্ধে আমি কিছু তথ্য যোগ করতে শুরু করেছি। হাতের কাছে হাজার বছরের চট্টগ্রাম। সেখানে তথ্যসূত্রগুলো দেওয়া আছে, যা ্বর এক দফা ভেরিভাই করে তারপর এড করবো। আপাতত নিবন্ধটিকে প্রসারিত করে নেই। আবার কিছু তথ্য যেমন আইসিসি ট্রফি জয়ী বাংলাদেশ ক্রিকেট দলের অভিনায়ক ছিলেন আকরাম খান। এটা কোন সূত্র দিয়ে কী প্রমাণ করতে হবে? সেক্ষেত্রে বালই ঝামেলা হইতে পারে কারণ বিসিবির ইতিহাস কৈ পাওয়া যাবে? তখনকার পত্রিকার উল্লেখ করতে হবে কি? Munirhasan (আলাপ) ০৮:৪০, ৩০ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

আকরাম খানের অধিনায়কত্বের জন্য ক্রিকইনফোর রেফারেন্স ব্যবহার করতে পারেন ([১]) --রাগিব (আলাপ | অবদান) ১৩:৩১, ৩০ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

মহসিন স্কুল সম্পাদনা

আমার কাছে যে কাগজপত্র তাতে দেখা যাচ্ছে মাদ্রাসা পাহাড়ে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয় ১৮৭৬ সালে কিন্তু সেটি বন্ধ হয়ে যায়। ১৮৭৪ সালে মহসিন স্কুল প্রতিষ্ঠার তথ্যটি কীভাবে যাচাই করা যেতে পারে। চট্টগ্রামের কেহ কী কলেজের ইতিহাস দেখে আসতে পারেন? Munirhasan (আলাপ) ১৭:০৯, ৩০ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের শুরুতে সম্পাদনা

এই নিবন্ধটি আমি যতোটা পারি কাজ করছি। যখন ইতিহাস নিয়ে কাজ করতে ইচ্ছে করে না, তখন খেলাধুলা বা সাহিত্য নিয়ে লিখছি। এই নিবন্ধের শুরুতে কী একটি কোন টেমপ্লেট যোগ করা যায় না যা আসলে বলবে এ নিবন্ধ অসম্পূর্ণ, সম্প্রসারণের কাজ চলছে, রেফারেন্স যোগ করতে হবে ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথম চোটে কোন ব্যবহারকারী বুঝতো যে এটি আসলে অনেক সম্প্রসারিত হলে তবেই কেবল রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে?Munirhasan (আলাপ) ১৬:৫৬, ৩১ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ইতিহাস সম্পাদনা

বিস্তারিত ইতিহাস চট্টগ্রামের ইতিহাস নিবন্ধে সম্প্রসারণ করা শুরু করেছি। সে কারণে মোগল আমলের ছকটি এখান থেকে বাদ দিলাম। সেটি শেষ হলে এখানে তার একটি সংক্ষিপ্তসার দেওয়া যাবে, মূল নিবন্ধের রেফারেন্স দিয়ে। আপাতত ইতিহাসের অংশ ইতিহাসে লেখার জন্য অন্যান্যদের অনুরোধ করছি। Munirhasan (আলাপ) ১৬:১০, ১২ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন

এইটা শুধু চট্টগ্রাম শহর সম্পর্কে আলোচনা করা হয়েছে। সম্পাদনা

চট্টগ্রাম জেলায় অনেক গুলো উপজেলা রয়েছে।কিন্তু এখানে সে ধরণের কোন আলোচনা হয়নি। যা দুঃখজনক Giasctg123 (আলাপ) ০৯:৩৫, ১ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Giasctg123 এই নিবন্ধ শুধু চট্টগ্রাম শহর সম্পর্কে, প্রশাসনিক তথ্য পাওয়ার জন্য চট্টগ্রাম জেলা দেখুন। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৬:০৪, ১ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
চট্টগ্রাম শহর কি উল্লেখ আছে? Giasctg123 (আলাপ) ০৯:১২, ২ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"চট্টগ্রাম" পাতায় ফেরত যান।