আলাপ:কল্পকাহিনিতে বুধ/ভালো নিবন্ধ ১

সাম্প্রতিক মন্তব্য: MdaNoman কর্তৃক ২ বছর পূর্বে "প্রধান পাতার সূচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা

সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: FaysaLBinDaruL (আলাপ · অবদান) ১৭:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটি ২১ মে, ২০২২-এ ভাল নিবন্ধ হিসেবে, এবং একদিন পর আজাকিতে মনোনায়ন দেয়া হয়েছিল। আজাকি নিবন্ধ পর্যালোচনার সময়, একই সাথে ভাল নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করার জন্য এটি মনোনায়নদাতা কর্তৃক রুক্ষ অনুবাদ অপসারণ, রচনাশৈলী উন্নয়ন, বানান ও যতি চিহ্নের যথাযথ ব্যবহার, ভাবানুবাদ, তথ্যসূত্রসমূহের বাংলা অনুবাদ কয়েক দফা সম্পাদনার মাধ্যমে ঠিক করা হয়। আজাকি সংগ্রহশালা দ্রষ্টব্য, এছাড়াও পর্যালোচক কর্তৃক অনুল্লেখ্য সম্পাদনার মাধ্যমে নিবন্ধের অনুল্লেখ্য ত্রুটি সংশোধন করা হয়। ভাল নিবন্ধের অনুবাদ হওয়ায়, নিবন্ধটি কপিভাইয়ো ০.০০%, বর্তমানে ভাল নিবন্ধ হিসেবে উত্তীর্ণ হওয়ার যোগ্য।~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৩:০৮, ৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

চূড়ান্ত পর্যালোচনা

সম্পাদনা
ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য):  
    খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র):  
    খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):  
    গ) (মৌলিক গবেষণা):  
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়):  
    খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ): 
    খ) (ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  
@MdaNoman বাংলা উইকিপিডিয়ার ভাল সম্পাদকের তালিকায় নাম যোগ করতে পারায় অভিনন্দন! এবার প্রধান পাতায় 'ভাল নিবন্ধ' বক্সে প্রদর্শনের জন্য সারাংশ প্রদান করুন।~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৩:১২, ৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL ব্যস্ততার মধ্যেও সময় করে পর্যালোচনা করাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।  ~ নোমান (আলাপঅবদান) ০৪:২৪, ৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার সূচনা

সম্পাদনা
 
ইফ ম্যাগাজিনের প্রচ্ছদ

কল্পকাহিনিতে সৌরজগতের সর্বপ্রথম গ্রহ বুধের চিত্রায়ণ তিনটি স্বতন্ত্র পর্যায় অতিক্রম করেছে। গ্রহটির বিস্তারিত তথ্য আবিষ্কারের পূর্বে এটি মানুষের খুব কম মনোযোগ পেয়েছিল। পরবর্তীতে এক পর্যায়ে, ভ্রান্ত বিশ্বাস ছিল যে এটি সর্বদা স্থিরবস্থায় সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে এবং গ্রহটির এক গোলার্ধে সর্বদা দিন ও অন্য অর্ধে চির-অন্ধকার থাকে। কাহিনিগুলিতে বুধের উভয় গোলার্ধের অবস্থা এবং স্থায়ী গোধূলির মধ্যবর্তী সংকীর্ণ অঞ্চলকে কেন্দ্র করে রচিত। ১৯৬৫ সালে এই ভুল ধারণাটি দূরীভূত হওয়ার পড় গ্রহটি কথাসাহিত্যিকদের আগ্রহ হারিয়েছে। পরবর্তীতে গল্পগুলি সূর্যের নিকটে থাকার কারণে কঠোর পরিবেশগত অবস্থাকে কেন্দ্র করে রচিত হয়েছে। (বাকি অংশ পড়ুন )
@FaysaLBinDaruL উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৪৯ বিস্তারিত।~ নোমান (আলাপঅবদান) ০৪:২৭, ৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"কল্পকাহিনিতে বুধ/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।