আলাপ:উসমান খাজা

সাম্প্রতিক মন্তব্য: খাত্তাব হাসান কর্তৃক ১০ মাস আগে "নাম" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

@Masum Ibn Musa: নিবন্ধের নাম তো ভুল আছে। Khawaja উচ্চারণ তো খাওয়াজা হয়, খাজা নয়। নাম পরিবর্তন দরকার।--আফতাব (আলাপ) ০২:০৫, ১৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান Khawaja উচ্চারণ খাজাই হয় ভাই। মূলতঃ আরবি ও উর্দু শব্দের ইংরেজী প্রতিবর্ণীকরণের সময় সবগুলো বর্ণ সেখানে রেখে দেয়ার রীতি রয়েছে। যেমন- খাজা নাজিমুদ্দিন = Khawaja Nazimuddin, এছাড়া সকল পত্রিকায় তাকে খাজাই লেখা হয়। দুই চারটা পত্রিকা খোওয়াজা বা খাওয়াজা যে লিখে, সেটা বোধহয় না খুব একটা সঠিক। তাই, উসমান খাওয়াজা লিখে অনুসন্ধান করলে তার নামের বাংলা ফলাফল শুধুমাত্র উইকিপিডিয়াই আসে মৌলিকভাবে, আর তার খেলার খবর সংক্রান্ত প্রথম আলো, যুগান্তর, সময় নিউজ ইত্যাদির সংবাদ দেখার জন্য উসমান খাজা লিখে অনুসন্ধান করতে হয়; বিষয়টা আসলে বিরক্তিকর। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৬:১৪, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান, করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৩, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ধন্যবাদ! ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ২০:৫৫, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"উসমান খাজা" পাতায় ফেরত যান।