আলাপ:উচ্চতা (ভৌগোলিক স্থান)

সাম্প্রতিক মন্তব্য: কুউ পুলক কর্তৃক ২ বছর পূর্বে "শিরোনাম" অনুচ্ছেদে

শিরোনাম সম্পাদনা

@Zaheen: এই নিবন্ধের শিরোনাম কী দেওয়া যায়? উচ্চতা হতে পারে, কিন্তু উচ্চতা নামে উচ্চতা নিবন্ধ রয়েছে। উচ্চতা (ভূগোলক) হতে পারে? -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৪, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান জনাব, প্রস্তাবনা-১। উচ্চতা (সাপেক্ষিক), প্রস্তাবনা-২। উচ্চতা (সাগরাঙ্কীয়) --  কুউ পুলক    ২০:৪৯, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আফতাবুজ্জামান, আমিও এটা নিয়ে বেশ কিছুদিন ভাবছিলাম। এটা হল সমুদ্র সমতলের সাপেক্ষে ভূপৃষ্ঠের স্থলভাগের কোনও ভৌগোলিক স্থানের উচ্চতা। আপাতত আমার প্রস্তাব হল উচ্চতা (ভৌগোলিক স্থান)। Height, altitude, elevation, ইত্যাদি সবই বাংলায় উচ্চতা বলা হয়। এগুলির জন্য দ্ব্যর্থতা নিরসন পাতাও তৈরি করতে হবে।
"উচ্চতা (ভৌগোলিক স্থান)" পাতায় ফেরত যান।