আলাপ:আর্টসখ প্রজাতন্ত্র

সাম্প্রতিক মন্তব্য: খাঁ শুভেন্দু কর্তৃক ৩ বছর পূর্বে "নাম পরিবর্তন প্রসঙ্গে" অনুচ্ছেদে

নাম পরিবর্তন প্রসঙ্গে সম্পাদনা

@খাঁ শুভেন্দু: প্রজাতন্ত্রের নাম সম্বন্ধে কিছু বক্তব্য নিচে দিলাম। সেই অনুসারে দেখুন পরিবর্তন করা হবে কি না।

  • ইংরেজিতে নাম : Republic of Artsakh
  • আর্মেনীয় লিপিতে : Արցախի Հանրապետություն
  • রোমানিকরণ : Artsakhi Hanrapetut'yun (ইংরেজি উইকিতে আর্মেনীয় লিপি)

এখানে প্রথম অংশটা আলোচ্য। তাই সেই অংশের বর্ণ এবং উচ্চারণ বিশ্লেষণ করে দেখা যাক।

  • Ա = /ɑ/ ≈ আ
  • ր = /ɹ/, /ɾ/ ≈ র
  • ց = /tsʰ/ ≈ ৎস
  • ա = /ɑ/ ≈ আ
  • խ = /χ/ ≈ খ়
  • ի = /i/ ≈ ই

তাহলে Արցախի দাঁঁড়াচ্ছে আর্তসাখ়ি। বাংলার পূর্ববঙ্গীয় কিছু প্রকারে বর্ণের উচ্চারণ /ts/ এবং বর্ণের উচ্চারণ /tsʰ/ হয়ে থাকে। আর আর্মেনীয়তে ց = /tsʰ/। সেক্ষেত্রে নামটা আর্তছাখ় হবে কি না দেখতে হবে। তবে বাংলার মান্য উচ্চারণ অনুযায়ী আর্তসাখ় দেওয়া ঠিক হবে বলে মনে করি। --- য় ১৮:০৭, ১৮ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Tanay barisha: আপনার মতামতের জন্য ধন্যবাদ। ......... @আফতাবুজ্জামান:, @NahidSultan: আপনাদেরকে নিবন্ধটির শিরোনামের বানানটি পর্যালোচনার অনুরোধ করছি। ...খাঁ শুভেন্দু (আলাপ) ১৮:১৭, ১৮ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"আর্টসখ প্রজাতন্ত্র" পাতায় ফেরত যান।