আরারাত পর্বত
আরারাত পর্বত (তুর্কী Ağrı Dağı; আর্মেনিয় Արարատ; ফার্সি آرارات Ararat; হিব্রু אררט) তুরস্কের উচ্চতম পর্বত। বরফাচ্ছাদিত এই পর্বতটি তুরস্কের উত্তর-পূর্ব কোণে ইরান সীমান্ত হতে ১৬ কিলোমিটার ও আর্মেনিয়ার সীমান্ত হতে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত। এর উচ্চতা ৫,১৩৭ মিটার (১৬,৮৫৪ ফুট)। এই আগ্নেয় পর্বতটি প্রাচীন উরারতু রাজ্যের সবচেয়ে বেশি উচ্চতা বিশিষ্ট এলাকা।এই উরারতু রাজ্য কয়েক হাজার বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। আরারাত নামটি এই উরারতু নাম থেকেই উদ্ভূত বলে ধারণা করা হয়।আর উরারতু নামটি পাওয়া গেছে তোরাহ তে। পরে বাইবেলে এ নামটির কিছুটা পরিবর্তন হয়ে আরারাত রূপ ধারণ করে। এছাড়া ঐতিহাসিক এই পর্বতেই নুহের মহাপ্লাবনকালীন হযরত নুহ এর নৌকা সংরক্ষিত আছে বলে বিশ্বাস প্রচলিত আছে। এ নিয়ে এখন পর্যন্ত বিস্তর অভিযান এবং গবেষণা চালান হয়েছে। এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। এখানে সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল ২ জুন ১৮৪০ সালে।
আরারাত পর্বত | |
---|---|
![]() উপগ্রহ থেকে তোলা আরারাত পর্বতের ছবি | |
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৫,১৩৭ মি (১৬,৮৫৪ ফু) ![]() |
সুপ্রত্যক্ষতা | [রূপান্তর: অকার্যকর সংখ্যা] |
প্রধান শিখর | ৩,৬১১ মিটার উচ্চতার ভিত্তিতে ৪৮তম |
বিচ্ছিন্নতা | ৩৭৯ কিমি (২৩৫ মা) ![]() |
স্থানাঙ্ক | ৩৯°৪২.২৬′ উত্তর ৪৪°১৭.৫′ পূর্ব / ৩৯.৭০৪৩৩° উত্তর ৪৪.২৯১৭° পূর্ব |
ভূগোল | |
অবস্থান | তুরস্ক |
ভূতত্ত্ব | |
পর্বতের ধরন | স্ট্রাটোভলক্যানো |
সর্বশেষ অগ্ন্যুত্পাত | গত ১০,০০০ বছরের মধ্যে ঘটেছে |
বহিঃসংযোগসম্পাদনা
- আরারাত নিয়ে বাইবেল যা বলে
- আরারাত পর্বত ভ্রমণ করতে ইচ্ছুক দের জন্য সাহায্যকারী পৃষ্ঠা।
- NASA Earth Observatory page ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০০৮ তারিখে
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |