আরমানিটোলা
আরমানিটোলা পুরান ঢাকার একটি স্থান। অনেক পূর্বে এখানে আর্মেনিয়ার অধিবাসী বা আর্মেনিয়ানরা থাকতেন, তাই এলাকাটির নামকরণ হয়ে যায় আরমানিটোলা। এখানে আর্মেনিয়ানদের স্থাপিত একটি আর্মেনীয় গির্জা রয়েছে।[১][২][৩][৪]
এলাকার নামকরণ
সম্পাদনাপারস্যের সাফাভি শাসকরা ষোল শতকে পশ্চিমের পাহাড়ি দেশ আর্মেনিয়া দখলের প্রেক্ষাপটে আরমানিয়ানরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। মোগলদের সমসাময়িক সময়ে ঢাকায় আরমানিয়ানদের আগমন ঘটে। ভাগ্য বদলের লক্ষ্যে ঢাকায় আসা আরমানিয়ানরা অল্পদিনের মধ্যেই প্রভাবশালী হয়ে ওঠে। এখানে তাদের ব্যবসা বাণিজ্য দ্রুত বিস্তারের মাধ্যমে তারা শহরের গুরুত্বপূর্ণ গোষ্ঠীতে পরিণত হয়। আঠারো শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর রমরমা ব্যবসা ছিল লবণ। এই লবণ উৎপাদন এবং বিতরণের জন্য কোম্পানির ঠিকাদারদের অধিকাংশ ছিল আরমানিয়ান। ব্যাবসায়িকে সাফল্যের কারণে আরমানিয়ান পরিবার আঠারো শতকে ঢাকয় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। ঢাকা শহরের যে স্থানটিতে তারা শ্রেণীবদ্ধভাবে বসত শুরু করে সে স্থানটি আরমানিটোলা নামে পরিচিত।
দর্শনীয় স্থানসমূহ
সম্পাদনা২. তারা মসজিদ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Herbert Feldman, Pakistan: an introduction, Oxford University Press, 1968, p.98
- ↑ Chaudhury, Sushil (২০০৬)। "Armenians, The"। Banglapedia। ১৩ জুন ২০১২ তারিখে মূল (Web page) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১২।
- ↑ Lawson, Alastair (১০ জানুয়ারি ২০০৩)। "The mission of Dhaka's last Armenian"। BBC। সংগ্রহের তারিখ ৩ মে ২০১২।
- ↑ Kabir, Tasneem Tayeb (২৩ ডিসেম্বর ২০১১)। "The Armenian Church: Legacy of a Bygone Era"। The Independent। Dhaka। ৬ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১২।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |