আরতি নায়েক-কামাথ হলেন একজন ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত কণ্ঠশিল্পী, যিনি গোয়ালিয়র ঘরানার ঐতিহ্যে সঙ্গীত পরিবেশন করেন। তিনি সঙ্গীত নাটক নাট্যগীতেও কাজ করেছেন।

আরতি নায়েক
২০১২ সালে আরতি নায়েক
জাতীয়তাভারতীয়
পেশাকণ্ঠশিল্পী
কর্মজীবন১৯৯৩ – বর্তমান
দাম্পত্য সঙ্গীসুধীন্দ্র কামাথ
পুরস্কারযুব সৃজন পুরস্কার (২০১৩)
সঙ্গীত কর্মজীবন
ধরনভারতীয় শাস্ত্রীয় সংগীত, হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত (রাগ সঙ্গীত খেয়াল), নাট্যগীত, ভজন, ঠুংরি, টপ্পা

প্রাথমিক জীবন সম্পাদনা

আরতি নায়েক সঙ্গীত পরিবারের সদস্য। তাঁর পিতা ছিলেন রামরাও নায়েক, যিনি কিরানা-গোয়ালিয়র ঘরানার একজন কণ্ঠশিল্পী। তাঁর পিতামহী ছিলেন মুক্তা নায়েক, একজন ভক্তিগীতি গায়ক এবং তাঁর মাতামহ হনুমন্ত কামাথ একজন থিয়েটার অভিনেতা ছিলেন।[১]

৪ বছর বয়সে, আরতি নায়েক তাঁর মা প্রতিমা নায়েকের নির্দেশনায় সঙ্গীতের প্রাথমিক প্রশিক্ষণ শুরু করেন। তাঁর বাবা ভাস্করবুয়া ঘোডের (গোয়ালিয়র ঘরানা) শিষ্য ছিলেন। ৬ বছর বয়সে বাবার নির্দেশনায় সঙ্গীতে তাঁর অগ্রিম প্রশিক্ষণ শুরু হয়। তাঁর সঙ্গীত প্রতিভা তাঁর বাবা রামরাও নায়েক, কিরানা ঘরানার (ফিরোজ দস্তুরের শিষ্য) এ কে অভয়ঙ্কর এবং গোয়ালিয়র ঘরানার ভি আর আথাভালে লক্ষ করেছিলেন। তাঁরা তাঁর দক্ষতা বিকাশে সাহায্য করেন। ৯ বছর বয়সে, তিনি কোন প্রশিক্ষণ ছাড়াই তবলা এবং হারমোনিয়াম বাজাতে শুরু করেন। তিনি সেতার এবং ভরতনাট্যমও শিখেছেন।[২]

শিক্ষা সম্পাদনা

আরতি নায়েক মুম্বাইয়ের অখিল ভারতীয় গন্ধর্ব মহাবিদ্যালয় মণ্ডলের একজন সঙ্গীত অলঙ্কার এবং সঙ্গীত বিশারদ উপাধিপ্রাপ্ত, তিনি ক্রমতালিকার একজন স্থানাধিকারীও বটে। তিনি মুম্বাইয়ের এসএনডিটি বিশ্ববিদ্যালয় থেকে এমএ (সঙ্গীত) এবং শিবাজি বিশ্ববিদ্যালয়[৩] থেকে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।[৪][৫]

কর্মজীবন সম্পাদনা

তিনি ভারত জুড়ে অনেক সঙ্গীত সংগঠনের পৃষ্ঠপোষকতায় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং নাট্যগীত, ভজন, ঠুংরি এবং টপ্পা[৬] সহ আধা-শাস্ত্রীয় সঙ্গীতের সফল অনুষ্ঠান করে আসছেন। তিনি যে স্থানগুলিতে সঙ্গীত পরিবেশন করেছেন তার মধ্যে রয়েছে:[৪]

তিনি মারাঠি সঙ্গীত নাটক নাট্যগীতেও অভিনয় করেছেন, বিভিন্ন সঙ্গীত নাটক যেমন সঙ্গীত সৌভদ্র, সঙ্গীত সৌশয় কল্লোল, সঙ্গীত যায়াতি আনি দেবযানী, এবং সঙ্গীত মানাপমান-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।[৭] নতুন দিল্লির ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের (২০০৭) জন্য তিনি বৃত্তি লাভ করেছেন।[৩]

তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উপর ভিত্তি করে জাতীয় পুরস্কার বিজয়ী মারাঠি চলচ্চিত্র সাভালি (২০০৭) -এর জন্য নেপথ্য সঙ্গীত গেয়েছেন।[৪] এছাড় তিনি অন্তরনাদ এর জন্যও নেপথ্য সঙ্গীত গেয়েছেন।[৩]

 
আরতি নায়েক ত্রিবান্দ্রমের সূর্য উৎসবে সঙ্গীত পরিবেশন করছেন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আরতি নায়েক সুধীন্দ্র কামাথকে বিয়ে করেছেন, সুধীন্দ্র পেশায় একজন প্রকৌশলী, এবং তাঁরা গোয়ার মারগাওতে থাকেন।

পুরস্কার এবং স্বীকৃতি সম্পাদনা

  • পণ্ডিত বাসবরাজ রাজগুরু জাতীয় যুব পুরস্কার
  • ২০১৩ - ১৪ সালের জন্য গোয়া সরকারের শিল্প ও সংস্কৃতি বিভাগ কর্তৃক যুব সৃজন পুরস্কার (নবসার্জন চেতনা পুরস্কার - সঙ্গীত)[২][৩]
  • কাশী সঙ্গীত সমাজ, বারাণসী কর্তৃক সঙ্গীত রত্ন।[৩]
  • সঙ্গীতে কৃতিত্বের জন্য গোয়া সরকার কর্তৃক যশদামিনী পুরস্কার[৩]
  • সঙ্গীতের ক্ষেত্রে সর্বোচ্চ মানের কাজের স্বীকৃতিস্বরূপ জায়ান্টস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড।[৩]
  • সুর সিংগার সংসদ, মুম্বাই দ্বারা সুরমণি।[৩]
  • সারস্বত যুব পুরস্কার, ম্যাঙ্গালোরের কোদিয়াল খবর দ্বারা, সঙ্গীতের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য।[৩]
  • আধা-শাস্ত্রীয় সঙ্গীত বিভাগ (১৯৯৯ - ২০০০) এবং হালকা গানের বিভাগের জন্য (২০০১ - ২০০২) অল ইণ্ডিয়া রেডিও প্রতিযোগিতা জিতেছেন[৩]
  • মহারাষ্ট্রের কানাকাওলির বসন্তরাও আচরেকার সাংস্কৃতিক প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত বামন্দাজি পুরস্কার।[৩]
  • কেরালার ত্রিবান্দ্রমের জাতীয় যুব উৎসবে হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠ্য বিভাগে সেরা গায়ক হিসাবে পুরস্কৃত।[৩]
  • মহারাষ্ট্রর সাংলির মহারাষ্ট্র নাট্য মণ্ডল কর্তৃক মারাঠি সঙ্গীত নাটকে 'সেরা অভিনেত্রী' হিসেবে পুরস্কৃত।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Aarti Nayak Music, Lyrics, Songs, and Videos"। reverbnation.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১৪ 
  2. "Aarti for the soul"। thegoan.net। ৩০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১৪ 
  3. "Aarti Nayak"LinkedIn। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৪ 
  4. classical, Origin IndiaOccupationVocalistYears active 1993-presentName Aarti NayakGenres Indian; Classical, Hindustani; Natyageeta; Bhajan; Thumri; Nayak, TappaRole Musical Artist · aartinayak webs comSimilar People Sudhir; Rajurkar, Malini; Kerkar, Kesarbai; Kashalkar, Ulhas (২০১৭-০৮-১৮)। "Aarti Nayak - Alchetron, The Free Social Encyclopedia"Alchetron.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৬ 
  5. "Bollywood Singer Aarti Nayak Biography, News, Photos, Videos"nettv4u (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৬ 
  6. "Alert! - ESET NOD32 Antivirus"। radioidli.net। ৩০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১৪ 
  7. "Home - Aarti Nayak"। aartinayak.webs.com। ২০১৪-০৩-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা