আয়শা হিদায়াতুল্লাহ

আয়শা হিদায়াতুল্লাহ সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ধর্মীয় অধ্যয়ন বিভাগে ইসলামি শিক্ষার সহযোগী অধ্যাপক।[১] তিনি কুরআনের নারীবাদী ব্যাখ্যার জন্য বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত। তার জনপ্রিয় লিখিত বই ফেমিনিস্ট এজেস অব দ্য 'কুরআন

আয়শা হিদায়াতুল্লাহ
জন্মসান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
পেশানারীবাদী, লেখক
ভাষাইংরেজি
জাতীয়তামার্কিন
শিক্ষা প্রতিষ্ঠান
  • এমোরি বিশ্ববিদ্যালয়
  • ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়।
সাহিত্য আন্দোলনসমতা, নারীবাদ
উল্লেখযোগ্য রচনাকুরআনের নারীবাদী প্রান্ত

জন্ম ও পরিচিতি সম্পাদনা

আয়শা হিদায়াতুল্লাহ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে জন্মগ্রহণ করেন। তিনি নারীবাদ নিয়ে লেখালিখি করেন। তার উল্লেখযোগ্য বই ‘কুরআনের নারীবাদী প্রান্ত’ দ্বারা বেশ পরিচিতি লাভ করেন তিনি।

শিক্ষাজীবন সম্পাদনা

আয়শা হিদায়াতুল্লাহ এমোরি বিশ্ববিদ্যালয় থেকে নারী শিক্ষায় স্নাতক পাশ ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা থেকে গবেষণায় সম্মান ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]

পেশাজীবন সম্পাদনা

আয়শা হিদায়াতুল্লাহ ২০০৮ সালে সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ে ইসলাম, জাতি, লিঙ্গ ও নীতিশাস্ত্র বিষয়ে স্নাতক কোর্স শেখানো শুরু করেন।[২] তার গবেষণায় ইসলামি পাঠের নারীবাদী ব্যাখ্যা, ইসলামি ঐতিহ্যে নারী ও নারীত্বের প্রতিনিধিত্ব, যুক্তরাষ্ট্রে ইসলামের জাতিগতীকরণ, মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম নারীদের প্রতিনিধিত্ব এবং ইসলামি শিক্ষার উপর আলোকপাত করা হয়েছে।[২] তিনি এই বিষয়গুলিতে বেশ কয়েকটি রচনা প্রকাশ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো তার বই কুরআনের নারীবাদী প্রান্ত।

আয়শা হিদায়াতুল্লাহ আমেরিকান একাডেমি অফ রিলিজিয়নের ইসলাম, লিঙ্গ ও মহিলা ইউনিটের সহ-প্রতিষ্ঠাতা ও ইসলামে লিঙ্গ এবং মহিলাদের ক্ষেত্র বিকাশের লক্ষ্যের সহ-সভাপতি।[২] তিনি তার ক্ষেত্রে ধর্মীয় বৈচিত্র্য ও ইসলামভীতি সম্বন্ধে অসংখ্য প্রকল্পে কাজ করেছেন। আমেরিকান একাডেমি অব রিলিজিয়ন ও ওয়াবাশ সেন্টার ফর টিচিং অ্যান্ড লার্নিং ইন থিওলজি অ্যান্ড রিলিজিয়নের সহ-পৃষ্ঠপোষকতায় ‘টিচিং এগেইনস্ট ইসলামফোবিয়া’ বিষয়ক একটি শিক্ষাগত কর্মশালার নেতৃত্বদানকারী দলের সদস্য ছিলেন।[২]

কুরআনের নারীবাদী প্রান্ত সম্পাদনা

হিদায়াতুল্লাহর বইটি ইসলাম ও কুরআনের প্রথম ব্যাপক পরীক্ষা করা হয়, যার ব্যাখ্যায় নারীবাদের হারমেনিউটিক্স অনুসরণ করে।[৩] তিনি বিংশ শতাব্দীর ইসলামী নারীবাদীদের ঐতিহ্যের একটি সংক্ষিপ্ত বিবরণ দেন। পরবর্তীতে তাদের সিদ্ধান্তের প্রতি সাড়া দেন ও সমালোচনা করেন। কুরআনের তার নারীবাদী ব্যাখ্যায় ইসলামী নৈতিকতার ভিত্তি হিসেবে লিঙ্গ সমতা এবং ন্যায়বিচারের দাবি করা হয়েছে। আয়শা হেদায়েতুল্লাহ পাঠের অনুমান প্রকাশ করে নারীবাদী এবং LGBTQ+ (সমকামিতা) আন্দোলনের পক্ষে ঐতিহ্যবাহী ব্যাখ্যামূলক ঐতিহ্যকে চ্যালেঞ্জ করেছেন।[৪]

প্রকাশনা সম্পাদনা

  • সহ-সম্পাদক জেসুইট কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলাম। লেন সেন্টার সিরিজ ৪ নং ভলিউম (বসন্ত), ২০১৬।
  • প্রত্যেক ভালো মুসলিম মানুষের পিছনে:১১ এর পরে 'আয়িশার কাল্পনিক উপস্থাপনা। মুহাম্মদ এবং ডিজিটাল যুগ (ষষ্ঠ অধ্যায়) অস্টিন, টিএক্স: টেক্সাস বিশ্ববিদ্যালয় প্রেস, ২০১৫।
  • কুরআনের নারীবাদী প্রান্ত। যুক্তরাজ্য: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ২০১৪।
  • 'আমাদের জন্য কথা বলা': আমেরিকান মুসলিম মহিলাদের স্বীকারোক্তিমূলক লেখা এবং পরিবর্তনের সমস্যা। জার্নাল ফর ইসলামিক স্টাডিজ, ৩৩ নং ভলিউম, ২০১৩।
  • রিসার্চ গাইড "লিঙ্গ এবং যৌনতা," অক্সফোর্ড গ্রন্থপঞ্জি অনলাইন: ইসলামিক স্টাডিজ
  • তুলনামূলক নারীবাদী সেটিংয়ে কুরআনের নারীবাদী ব্যাখ্যা, ধর্মবিষয়ক খন্ডের নারীবাদী গবেষণার জার্নাল। ৩০, (২ নং), পিপি। ১১৫-১২৯, ২০১৪।
  • সারাহ এবং হাজারের বাইরে: নারীবাদী ধর্মতত্ত্বের উপর ইহুদি এবং মুসলিম প্রতিফলন। পালসগ্র্যাভ ম্যাকমিলান, ২০১১।
  • মুসলিম নারীবাদী জন্মদিন। জার্নাল অফ ফেমিনিস্ট স্টাডিজ ইন রিলিজিয়ন ২৭ নং ভলিউম (১নং), পিপি। ১১৯-১২২, ২০১১।
  • মারিয়্যা দ্য কপট: লিঙ্গ, লিঙ্গ এবং ঐতিহ্য মুহাম্মদের উম্মে ওয়ালাদের উত্তরাধিকার। ইসলাম এবং খ্রিস্টান-মুসলিম সম্পর্ক ২১ নং ভলিউম, (৩), ২০১০।

কুরআনের নারীবাদী প্রান্ত সম্পাদনা

বইটি আয়শা হিদায়াতুল্লাহ দ্বারা লিখিত। তিনি বইটিতে কুরআনের ব্যাখ্যা দ্বারা নারীর অধিকারের কথা উল্লেখ করেন। বইটিতে তিনি নারীর অধিকার, পড়াশোনা ও রাজনৈতিক দায়িত্বের কথা বলেন। বইটি ব্যাপক সাড়া পায়, ঠিক তেমনি তিনি বইটির বেশ সমালোচিতও হন। পুরষতান্ত্রিক সমাজের কথা বর্ণনা করে তিনি নারীদের জন্য লড়ে যান। বইটিতে নারীদের সমতা ও অধিকারের নিয়ে তিনি কুরআনসহ ব্যাখ্যা করেন।

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

  • ২০১৭ ডিনের স্কলার পুরস্কার, আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ, সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়[২]
  • ইউএসএফ অনুষদ সমিতি থেকে ২০১৭ বিশিষ্ট শিক্ষণ পুরস্কার[২]
  • ২০১৫ ইগনেশন সার্ভিস পুরস্কার, সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Aysha Hidayatullah"Los Angeles Review of Books। ২০২১-০৫-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১২ 
  2. Ozguzer, Selin (২০১৫-০৬-২৯)। "Aysha Hidayatullah"University of San Francisco (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১২ 
  3. Duderija, Adis (২০১৫)। "Toward a Scriptural Hermeneutics of Islamic Feminism": 45–64। আইএসএসএন 8755-4178ডিওআই:10.2979/jfemistudreli.31.2.45 
  4. "Daily Trojan | Religious scholars examine gender, sexuality"dailytrojan.com। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৩