আমিনুল হক বাদশা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রেস সচিব, মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলা বেতার কেন্দ

আমিনুল হক বাদশা বা খন্দকার আমিনুল হক বাদশা (—মৃত্যু: ১০ ফেব্রুয়ারী, ২০১৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রেস সচিব, মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা, সাংবাদিক এবং গ্রন্থকার[১][২][৩] প্রখ্যাত অভিনেতা রাজু আহমেদ, বাদশা’র অগ্রজ ছিলেন, যিনি ১৯৭২ সালে একটি হত্যাকাণ্ডের শিকার হন। আমিনুল তার ভাইয়ের লাশ নিয়ে বঙ্গবন্ধুর কাছে যান এবং এ হত্যার বিচার চান।[৪][৫][৬][৭]

খন্দকার আমিনুল হক বাদশা
মৃত্যু (বয়স ৬৯)
পিতা-মাতা
  • খন্দকার লুৎফল হক (পিতা)
আত্মীয়রাজু আহমেদ (অগ্রজ), খন্দকার রাশিদুল হক নবা (অনুজ)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আমিনুল হক একটি সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। আমিনুলের বাবা খন্দকার লুৎফল হক রাজশাহী বেতারে নিবন্ধিত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী এবং নাট্যশিল্পী ছিলেন।[৫] আমিনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএ করেন। পাকিস্তানী সামরিকজান্তা আইয়ুব খানের সময়ে ছাত্র রাজনীতি তথা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার কারণে বিভিন্ন সময়ে আমিনুলকে কারাবরণ করতে হয়। আমিনুল তৎকালীন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।[৮]

মুক্তিযুদ্ধে ভূমিকা সম্পাদনা

আমিনুল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন প্রতিষ্ঠাতা এবং কর্মী ছিলেন। আমিনুল মুজিবনগর বাংলাদেশ মিশনের বহিঃপ্রচার বিভাগের সম্পাদক নিয়োজিত ছিলেন।[৮]

কর্মজীবন সম্পাদনা

১৯৬৯ সালের আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি পাবার পর আমিনুল তার প্রেস সচিব নিযুক্ত হন। ৭ই মার্চের ভাষণের সময়ে বঙ্গবন্ধুর পাশে অন্যান্য ছাত্রনেতাদের সাথে আমিনুলও মঞ্চে ছিলেন।[৮] ৭৫’র এর পরে আমিনুল দেশ ছাড়তে বাধ্য হন। সেখান থেকে তিনি ভারত ও ইংল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। এছাড়া আমিনুল এটিএন বাংলার যুক্তরাষ্ট্র শাখায় দীর্ঘদিন কাজ করেছেন।[৮]

মৃত্যু সম্পাদনা

১০ ফেব্রুয়ারী ২০১৫ আমিনুল হক ৬৯ বছর বয়সে লন্ডনে ইন্তেকাল করেন।[৮] ১৩ ফেব্রুয়ারী সেখানকার ব্রিকলেন জামে মসজিদে আমিনুলের প্রথম জানাজা এবং নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।[৯][১০]) প্রখ্যাত লন্ডন প্রবাসী সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী এ প্রসঙ্গে বলেন[১১]

‘আমি অন্তত চেয়েছিলাম বাদশাকে রাষ্ট্রীয় মর্যাদায় দেশে নিয়ে মাটি দেওয়া হোক। এটা তাঁর প্রাপ্য ছিল। কিন্তু কিছুতেই নরম করা গেল না।’

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাদশা, আমিনুল হক (২৫ আগস্ট ২০২৩)। "Aminul Haque Badsha Books - আমিনুল হক বাদশা এর বই"রকমারি ডট কম। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৩ 
  2. প্রতিবেদক, নিজস্ব (২০১৫-০২-১৫)। "আমিনুল হক বাদশার মরদেহ আজ আসছে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৫ 
  3. জনকণ্ঠ, দৈনিক। "বঙ্গবন্ধুর সহকারী প্রেস সচিব আমিনুল হক বাদশা আর নেই"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৫ 
  4. Pratidin, Bangladesh (২০১৫-০৫-১৯)। "স্বাধীন বাংলাদেশে প্রথম খুন অভিনেতা রাজু আহমেদ"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৫ 
  5. "শক্তিমান অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা রাজু আহমেদ-এর ৪৯তম মৃত্যুবার্ষিকী - নিরাপদ নিউজ"nirapadnews.com (ইংরেজি ভাষায়)। ২০২১-১২-১২। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৫ 
  6. Pratidin, Bangladesh (২০১৫-০৫-১৯)। "স্বাধীন বাংলাদেশে প্রথম খুন অভিনেতা রাজু আহমেদ"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৫ 
  7. Curator (২০১৯-০১-১০)। "1971.12.28 | মোল্লা জালাল তাহের ঠাকুর ও আমিনুল হক বাদশার ঢাকা উপস্থিতি"সংগ্রামের নোটবুক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৫ 
  8. "সাংবাদিক আমিনুল হক বাদশা আর নেই"SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৫ 
  9. "আমিনুল হক বাদশার জানাজা সম্পন্ন"banglanews24.com। ২০১৫-০২-১৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৫ 
  10. "আমিনুল হক বাদশার জানাজা সম্পন্ন"banglanews24.com। ২০১৫-০২-১৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৫ 
  11. প্রতিবেদক, নিজস্ব (২০১৫-০২-১৫)। "আমিনুল হক বাদশার মরদেহ আজ আসছে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৫ 

বহিঃসংযোগ সম্পাদনা