আমাইড় ইউনিয়ন

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার একটি ইউনিয়ন

আমাইড় ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১][২]

আমাইড়
ইউনিয়ন
১০ নং আমাইড় ইউনিয়ন পরিষদ
আমাইড় রাজশাহী বিভাগ-এ অবস্থিত
আমাইড়
আমাইড়
আমাইড় বাংলাদেশ-এ অবস্থিত
আমাইড়
আমাইড়
বাংলাদেশে আমাইড় ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°০২′৪০″ উত্তর ৮৮°৫১′৪৫″ পূর্ব / ২৫.০৪৪৩৬৭° উত্তর ৮৮.৮৬২৫১২৭° পূর্ব / 25.044367; 88.8625127
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলানওগাঁ জেলা
উপজেলাপত্নীতলা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসননওগাঁ-২
সরকার
 • চেয়ারম্যানমো. আব্দুর রহমান মন্ডল (আওয়ামী লীগ)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

শিক্ষা সম্পাদনা

ইউনিয়নের সাক্ষরতার হার: ৪৫.৭০%

শিক্ষা প্রতিষ্ঠান
প্রাথমিক বিদ্যালয়:
  1. শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
  2. সুবলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
  3. আমাইড় দিঘীপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়,
  4. আমাইড় খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়,
  5. শহীদ সুরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাসনগর
  6. হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
  7. বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়,
  8. অষ্টমাত্রাই সরকারি প্রাথমিক বিদ্যালয়,
  9. উওর-আড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়,
  10. দক্ষিণ-আড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়,
  11. কাদিয়াল-নাওরাল সরকারি প্রাথমিক বিদ্যালয়,
  12. সোনার বাংলা কিন্ডার গার্টেন স্কুল
মাধ্যমিক বিদ্যালয়:
  1. শিমুলিয়া উচ্চ বিদ্যালয়,
  2. কুন্দন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়,
  3. আমাইড় উচ্চ বিদ্যালয়,
  4. কান্তা-কিসমত উচ্চ বিদ্যালয়,
মাদ্রাসা:
  1. চক-নোটবাটি দাখিল মাদ্রাসা,
  2. নান্দাশ বি-কে-আই দাখিল মাদ্রাসা,
  3. কাদিয়াল দাখিল মাদ্রাসা,
  4. ডাসনগর মলং শাহ্ দাখিল মাদ্রাসা,
  5. হরিপুর দাখিল মাদ্রাসা।

দর্শনীয় স্থান সম্পাদনা

  1. গুপির ঘোপ
  2. সুবলডাংঙ্গা হাজী সাহেবের মাজার,
  3. ত্রিমোহনী ছোট যমুনা নদী
  4. ত্রিমোহনীর মেলা,
  5. ডাসনগরের দীঘি ইত্যাদি।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আমাইড় ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০ 
  2. "পত্নীতলা উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০