আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়

বাংলাদেশের নেত্রকোণা জেলার একটি স্কুল

আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় নেত্রকোণা জেলা সদরে অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়।[১] স্কুলটি নেত্রকোণা-কেন্দুয়া সড়কের পশ্চিমে এবং ৭নং কাইলাটি ইউনিয়ন পরিষদের দক্ষিণ পার্শে বালুয়াকান্দা বাজারে অবস্থিত। নেত্রকোণা উপজেলা পরিষদ থেকে এর দূরত্ব ৩ কিলোমিটার(দক্ষিণ দিকে)। বর্তমানে স্কুলটিতে ১০৬০ জন শিক্ষার্থী অধয়নরত রয়েছে।

আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়
ঠিকানা
মানচিত্র
নেত্রকোণা-কেন্দুয়া রোড

বালুয়াকান্দা, নেত্রকোণা সদর, নেত্রকোণা


, ,
২৪০০

তথ্য
বিদ্যালয়ের ধরননিম্ন মাধ্যমিক, মাধ্যমিক
নীতিবাক্যশিক্ষাই আলো
প্রতিষ্ঠাকাল১ মার্চ ১৯৬০ (1960-03-01)
প্রতিষ্ঠাতামরহুম হাজী মুহাম্মদ আবু আব্বাছ
অবস্থাচালু
বিদ্যালয় জেলানেত্রকোণা
কর্তৃপক্ষবাংলাদেশ সরকার
সভাপতিআবুল কালাম বাবুল
প্রধান শিক্ষকমো. আলী উসমান
শিক্ষকমণ্ডলী১৭
কর্মচারী
শ্রেণী৬ষ্ট থেকে ১০ম
বয়সসীমা১১-১৭
ভর্তি১০৬০ (ছেলে ৫৬০, মেয়ে ৫০০)
ভাষাবাংলা
শ্রেণীকক্ষ১০
ক্যাম্পাসসমূহ
আয়তন১ একর ১৯ শতাংশ
হাউস
রংসবুজ, সাদা, ও নীল

ইতিহাস সম্পাদনা

আব্বাছিয়া উচ্চ বিদ্য়ালয় নেত্রকোণা সদর উপজেলার একটি অন্যতম প্রাচীন একটি বিদ্যালয়। ১৯৬০ সালে তৎকালীন সংসদ সদস্য হাজী মুহাম্মদ আবু আব্বাছ স্থানীয় লোকজনের সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

শিক্ষাকার্যক্রম সম্পাদনা

বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমে বাংলাদেশ জাতীয় পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম বোর্ড কর্তৃক প্রণীত নীতিমালা অনুসরণ করা হয়। স্কুলটিতে শুধুমাত্র বাংলা মাধ্যমে পাঠদান করা হয় এবং ষষ্ট থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একই পদ্ধতিতে পাঠদান সম্পন হয়। নবম ও দশম শ্রেনীতে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এই তিন শাখায় পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করা হয়।

পোশাক সম্পাদনা

সকল শিক্ষার্থীকে স্কুল ইউনিফর্ম পরিধান করতে হয়।

  1. ছেলেঃ সাদা শার্ট, আকাশী রংয়ের প্যান্ট ও সাদা জুতা
  2. মেয়েঃ নীল সালোয়ার কামিজ, সাদা পায়জামা, সাদা ওড়না, সাদা বেন্ট ও সাদা জুতা

বিদ্যালয় ভবন সম্পাদনা

বিদ্যালয়টিতে দুইটি প্রধান ভবন ও একটি সম্প্রসারিত ভবন রয়েছে। পূর্বপাশে অবস্থিত একটি দ্বিতল ভবন ও তার ঠিক পেছনেই রয়েছে পশ্চিম ভবন। সম্পসারিত ভবনটি দক্ষিণ পার্শ্বে অবস্থিত।

প্রশাসন সম্পাদনা

স্কুলের মোট শিক্ষক ১৭ জন। স্কুল পরিচালনা কমিটি স্কুলটি পরিচালনা করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "List of Institutions" (XLS)Ministry of Education। সংগ্রহের তারিখ জুলাই ১৫, ২০১৪ 

  উইকিমিডিয়া কমন্সে আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় সম্পর্কিত মিডিয়া দেখুন।