আব্দুল হামিদ মসজিদ

বাংলাদেশের মসজিদ

আব্দুল হামিদ মসজিদ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার গোয়ালদি নামক স্থানে অবস্থিত, [] এটি ১৭ শতকের স্থাপিত হয় এবং বর্তমানে জামে মসজিদ হিসাবে ব্যবহৃত হচ্ছে।

আব্দুল হামিদ মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম (সুন্নি)
জেলানারায়ণগঞ্জ
প্রদেশঢাকা বিভাগ
নেতৃত্বইমাম
অবস্থাজামে মসজিদ
অবস্থান
অবস্থানগোয়ালদী, সোনারগাঁও
স্থাপত্য
স্থাপত্য শৈলীমুঘল
সম্পূর্ণ হয়১৭০৫ খ্রি. (১১১৬ হি.)
বিনির্দেশ
সম্মুখভাগের দিকপূর্ব
গম্বুজসমূহ
মিনার

বর্ণনা

সম্পাদনা

মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতিতে তৈরি এবং চার কোণে অষ্টকোণাকৃতির চারটি মিনার রয়েছে। এটি মুঘল স্থাপত্য কৌশলে নির্মিত। মসজিদটি ভেতরের দিকে ৫.০২ বর্গমিটার এবং বাহিরে ৬.৭৫ বর্গমিটার বিশিষ্ট। পূর্ব দিকে তিনটি প্রবেশ পথ রয়েছে যাদের মধ্যে মধ্যভাগের প্রবেশ পথটি তুলনামূলখভাবে বৃহত্; এছাড়াও উত্তর এবং দক্ষিণ দিকে একটি করে প্রবেশ পথ রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "আবদুল হামিদ মসজিদ - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৯ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা