আব্দুল হামিদ বিন বাদিস মসজিদ

আব্দুল হামিদ বিন বাদিস মসজিদ (আরবি: مسجد عبد الحميد بن باديس) আলজেরিয়ার ওরান শহরে অবস্থিত একটি মসজিদ। ২০১৫ সালে মসজিদটি উদ্বোধন করা হয়েছে।[১] এই মসজিদে ২৫,০০০ জন মুসল্লি একসাথে মসজিদে নামাজ পড়তে পারে।

আব্দুল হামিদ বিন বাদিস মসজিদ
مسجد عبد الحميد بن باديس
আব্দুল হামিদ বিন বাদিস মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাওরান
প্রদেশওরান
অবস্থান
অবস্থানআলজেরিয়া ওরান, আলজেরিয়া
দেশআলজেরিয়া
আব্দুল হামিদ বিন বাদিস মসজিদ আলজেরিয়া-এ অবস্থিত
আব্দুল হামিদ বিন বাদিস মসজিদ
আলজেরিয়ায় মসজিদের অবস্থান
স্থানাঙ্ক৩৫°৪১′৪৯″ উত্তর ০°৩৭′৫৯″ পশ্চিম / ৩৫.৬৯৬৯৪° উত্তর ০.৬৩৩০৬° পশ্চিম / 35.69694; -0.63306
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামী স্থাপত্য
সম্পূর্ণ হয়২০১৫; ৯ বছর আগে (2015)
বিনির্দেশ
ধারণক্ষমতা২৫,০০০
মিনার

প্রসঙ্গ সম্পাদনা

আব্দুল হামিদ বেন বাদিস আলজেরীয় মুসলমানদের মধ্যে শ্রদ্ধেয় ব্যক্তি। ১৯৩১ সালে বিন বাদিস আলজেরিয়ান মুসলিম ওলামার জন্য একটি ধর্মীয় সংস্কারবাদী সংস্থা প্রতিষ্ঠা করেন, যেটি ফরাসী উপনিবেশীয় সংস্কৃতির সংমিশ্রণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে।[২]

ইতিহাস সম্পাদনা

১৯৭৫ সালে মসজিদটি নির্মাণের পরিকল্পনা শুরু হয়। তবে, ২০০০ সালে নির্মাণ কাজ শুরু হওয়ার আগে এই ২৫ বছরে মসজিদের পরিকল্পিত স্থানটি চারবার পরিবর্তন করা হয়। দুর্নীতির অভিযোগ নির্মাণকাজটি ক্ষতিগ্রস্ত হয়। পরিকল্পিত ব্যয় বাড়িয়ে যাত্তয়ার কারণে নির্মাণ কাজ দুইবার বন্ধ হয়ে যায়। নির্মাণকাজে তিনটি পৃথক সংস্থা দায়িত্বে ছিল। একটি আলজেরিয়ান সংস্থা, একটি চীনা সংস্থা এবং পরে একটি তুর্কি সংস্থা নির্মাণকাজ সম্পন্ন করে। নির্মাণকাজে পরিকল্পিত ব্যয় ধরা হয়েছিল আনুমানিক ৮.৫ বিলিয়ন আলজেরিয়ান দিনার, তবে প্রকল্পটির সমাপ্তিতে বরাদ্দকৃত বাজেটের চেয়ে ৫ বিলিয়ন ডিনার বেশি লাগে।[৩]

এটি উদ্বোধনের পর থেকে মসজিদটি উচ্চ-স্তরের ব্যক্তিবর্গের মিলনস্থলে পরিণত হয়েছে। ২০১৮ সালে ধর্ম এবং ওয়াক্ফ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আইসা ইসলামে শান্তি ও সহনশীলতা বিষয়ক সম্পর্কে মসজিদ প্রাঙ্গণে বক্তৃতা দেন।[৪] যখন পাপালের দূত কার্ডিনাল জিওভান্নি অ্যাঞ্জেলো বেকইউ আলজেরিয়ার শহীদদের মর্যাদা বাড়ানো এবং ফোর্ট সান্তা ক্রুজের খ্রিস্টানদের নিজস্ব প্রার্থনাগৃহ পুনরায় চালু করার জন্য আলজেরিয়া সফর করেন, তখন তিনি মসজিদটির ইমাম শেখ মোহাম্মদ বেন্দজাবর এবং মন্ত্রী আইসা সাথে দেখা করেন।[৫]

চিত্রশালা সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. ryad। "Inauguration de la Grande Mosquée Abdelhamid Ben Badis"www.letempsdz.com। ২০১৬-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১২-২৮ 
  2. Frank Tachau (1994) Political parties of the Middle East and North Africa, Greenwood Press, pp4–5
  3. Nour, Elyas (১৮ এপ্রিল ২০১৫)। "Oran : La grande mosquée voit le jour après...40 ans et 850 milliards :Algerie Focus France"Algerie Focus (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Mohamed Aissa : promouvoir le véritable Islam pour éradiquer les idées extrémistes | Radio Algérienne"www.radioalgerie.dz (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯ 
  5. "Oran: le cardinal Giovanni Angelo Becciu visite la mosquée-pôle Abdelhamid Benbadis"www.aps.dz (ফরাসি ভাষায়)। Algerie Presse-Service। ৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯