আব্দুল্লাহ সরকার

বাংলাদেশী রাজনীতিবিদ

আব্দুল্লাহ সরকার (২১ ফেব্রুয়ারি ১৯৪২ – ৫ ফেব্রুয়ারি ২০১৩)[১] হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং প্রথম জাতীয় সংসদের সদস্য; যিনি ১৯৭৩ সালে চাঁদপুর-৪ সংসদীয় আসন (হাইমচর-চাঁদপুর) হতে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন।[২] তিনি বাসদ-এর প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন ছিলেন; যদিও মতাদর্শগত কারণে ২০১০ সালে সেখান হতে পদত্যাগ করেন।[১]

কমরেড
আব্দুল্লাহ সরকার
কুমিল্লা-২৫ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩ – ২৪ ফেব্রুয়ারি ১৯৭৫
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৪২-০২-২১)২১ ফেব্রুয়ারি ১৯৪২
হাইমচর, চাঁদপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু৫ ফেব্রুয়ারি ২০১৩(2013-02-05) (বয়স ৮৮)
ঢাকা, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশের সমাজতান্ত্রিক দল
জাতীয় সমাজতান্ত্রিক দল
পিতামাতাপেয়ার আলী সরকার (পিতা)
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
চাঁদপুর সরকারি কলেজ

প্রাথমিক জীবন সম্পাদনা

আব্দুল্লাহ সরকার ১৯৪২ সালের ২১ ফেব্রুয়ারি তারিখে তদানীন্তন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানঃ বাংলাদেশ) ত্রিপুরা জেলার চাঁদপুর মহকুমার প্রখাত সরকার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম পেয়ার আলী সরকার; যিনি অত্র এলাকার জায়গীরদার ছিলেন। তিনি ১৯৬৪ সালে চাঁদপুর সরকারি কলেজ হতে স্নাতক ডিগ্রী লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন শাশ্ত্রে ভর্তি হন।

রাজনৈতিক জীবন সম্পাদনা

ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ৬ দফা আন্দোলন , ভাষা আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।[২] তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৎকালীন কুমিল্লা-২৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৩] তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে বেরিয়ে গড়ে ওঠা বাংলাদেশ সমাজতান্ত্রিক দলে ১৯৮০ সালে যোগ দিয়ে ২০১০ সাল পর্যন্ত কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।[৪] তিনি দীর্ঘদিন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট-এর সভাপতির দায়িত্ব পালন করেন।

সামাজিক কর্মকাণ্ড সম্পাদনা

হাইমচর উপজেলায় “হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়” এবং “হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠা করেন তিনি।

মৃত্যু সম্পাদনা

আব্দুল্লাহ সরকার ৫ ফেব্রুয়ারি ২০১৩ সালে ঢাকার শাহাজাদপুরস্থ তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।[১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাম নেতা আব্দুল্লাহ সরকারের জানাযা অনুষ্ঠিত"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৫ ফেব্রুয়ারি ২০১৩। ১১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৭ 
  2. "Abdullah Sarkar passes away"The Daily Star। ৬ ফেব্রুয়ারি ২০১৩। ১১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৭ 
  3. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. "এক বছরেই ব্যর্থতার নতুন অধ্যায় রচনা করেছে মহাজোট সরকার"দৈনিক কালের কন্ঠ অনলাইন। ৩১ ডিসেম্বর ২০০৯। ২০২২-০৩-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৭