আব্দুল্লাহ আল সাইদ

মিশরীয় ফুটবলার

আব্দুল্লাহ মাহমুদ সাইদ মোহাম্মদ (মিশরীয় আরবি: عبد الله السعيد; জন্ম: ১৩ জুলাই ১৯৮৫) হলেন একজন মিশরীয় পেশাদার ফুটবলার, যিনি সৌদি ক্লাব আল আহলি এবং মিশর জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

আব্দুল্লাহ আল সাইদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আব্দুল্লাহ মাহমুদ সাইদ মোহাম্মদ
জন্ম (1985-07-13) ১৩ জুলাই ১৯৮৫ (বয়স ৩৮)
জন্ম স্থান ইসমাইলিয়া, মিশর
উচ্চতা ১.৭৫ মি (৫ ফু ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল আহলি
জার্সি নম্বর --
যুব পর্যায়
ইসমাইলি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৫–২০১১ ইসমাইলি ১৩৬ (৩৪)
২০১১–২০১৮ আল আহলি ১৫৪ (৫০)
২০১৮কুপিএস (ধার) (০)
২০১৮– আল আহলি (০)
জাতীয় দল
২০০৮– মিশর ৩৩ (৬)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পাদনা

২০১৮ সালের ৩০শে মে, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত মিশরের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[১]

সম্মাননা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা