আব্দুর রইছ
এডভোকেট আব্দুর রইছ (১ মে ১৯৩১ - ১৮ ডিসেম্বর ১৯৮৮)[১] হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ সদস্য। ১৯৭৩ সালের তিনি ১ম জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সিলেট-৩ (বর্তমানঃ সুনামগঞ্জ-৩) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। [২]
আব্দুর রইছ | |
---|---|
সিলেট-৩ আসনের সংসদ সদস্য (বর্তমান সুনামগঞ্জ-৩) | |
পূর্বসূরী | শুরু (স্বাধীনতা লাভ) |
উত্তরসূরী | দেওয়ান শামছুল আবেদীন |
কাজের মেয়াদ ৭ মার্চ ১৯৭৩ – ১৯৭৫ | |
সংখ্যাগরিষ্ঠ | বাংলাদেশ আওয়ামী লীগ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আব্দুর রইছ ১ মে ১৯৩১ জগন্নাথপুর, সুনামগঞ্জ, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ১৮ ডিসেম্বর ১৯৮৮ ঢাকা, বাংলাদেশ | (বয়স ৬৪)
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | রফিকা রইছ চৌধুরী |
জীবিকা | আইনজীবী |
জন্ম ও পারিবারিক পরিচিতি
সম্পাদনাআব্দুর রইছ ১৯৩১ সালের ১ মে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির সুনামগঞ্জ মহুকুমার জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন।[১] রফিকা রইছ চৌধুরীর সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৩] তাদের সন্তান হলেন সুনামগঞ্জের ১ম জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম. এনামুল কবির ইমন।[৪] তার স্ত্রী ছিলেন সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের আমৃত্যু সভানেত্রী।
কর্ম ও রাজনৈতিক জীবন
সম্পাদনাতিনি বাংলাদেশের সংবিধান রচনায় গুরত্বপূর্ন ভূমিকা পালন করেন। ১৯৮৭ সালে জেলা বারের সভাপতির দায়িত্ব পালন করেন।
আব্দুর রইছ রাজনীতিতে গনতন্ত্র ও এলডি এফ এর সাথে ছিলেন। তিনি ১৯৬৯ সালে আওয়ামীলীগে যোগদান করেন। ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত ১ম জাতীয় সংসদ নির্বাচনে[৫][৬][৭] আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন সিলেট-৩ (বর্তমানঃ সুনামগঞ্জ-৩) আসন থেকে এমপি নির্বাচিত হন।[২][৮][৯] ১৯৭৩ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি। এর আগে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন তিনি।
স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে অবদান
সম্পাদনাতিনি স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে সুনামগঞ্জ এ সর্বদলীয় সংগ্রাম কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
মুত্যু
সম্পাদনা১৮ ডিসেম্বর ১৯৮৮সালে মৃত্যু বরণ করেন।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "একজন জননতো অ্যাডভোকেট আব্দুর রইছ"। জেপিনিউজ২৪.কম অনলাইন। ১ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "১ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।
- ↑ "বিনম্র শ্রদ্ধায় মমতাময়ী প্রয়াত রফিকা রইছ চৌধুরী"। জনতারনিউজ টুয়েন্টিফোর ডটকম অনলাইন। ১১ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সুনামগঞ্জের আওয়ামী রাজনীতির আগামী দিনের কান্ডারী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন"। জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম অনলাইন। ১৩ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সংসদের সংক্ষিপ্ত ইতিহাস (১৯৩৭-২০০৯)" (পিডিএফ)। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।
- ↑ "বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাস"। ডয়েচ ভেল অনলাইন। ৩১ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।
- ↑ "বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩-২০১৪"। সিএসবি নিউজ অনলাইন। ১৪ আগস্ট ২০১৬। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।
- ↑ "আওয়ামী লীগে কোন্দল স্বস্তিতে বিএনপি"। দৈনিক মানবজমিন (অনলাইন ভার্সন)। ২০ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।
- ↑ "নির্বাচনী হাওয়া জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জে"। সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম অনলাইন। ২৪ আগস্ট ২০১৭। ২৭ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ১ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা) - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত ১ম জাতীয় সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা।