আবু বকর রাজকীয় মসজিদ
আবু বকর রাজকীয় মসজিদ (মালয়: Masjid Diraja Abu Bakar) হলো পাহাং রাজ্যের একটি রাজকীয় মসজিদ, যা মালয়েশিয়ার পাহাং রাজ্যের পেকান শহরে অবস্থিত। এটি আনুষ্ঠানিকভাবে ১৯৭৬ সালে পাহাংয়ের সুলতান আহমদ শাহ আবদুল্লাহ মসজিদ বা পুরাতন রাজকীয় মসজিদ এর নিকটে প্রতিস্থাপন করেন।
আবু বকর রাজকীয় মসজিদ | |
---|---|
Masjid Diraja Abu Bakar | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | সুন্নি ইসলাম |
অবস্থান | |
অবস্থান | পেকান, পাহাং, মালয়েশিয়া |
স্থানাঙ্ক | ১°২৭′৪৬″ উত্তর ১০৩°৪৫′০০″ পূর্ব / ১.৪৬২৭৩৯° উত্তর ১০৩.৭৫০০৭৬° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ইসলামি স্থাপত্য |
প্রতিষ্ঠার তারিখ | ১৯৭৬ |
এই মসজিদের আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো রাজকীয় সমাধি।
আবদুল্লাহ মসজিদ
সম্পাদনাআবদুল্লাহ মসজিদ বা পুরাতন রাজকীয় মসজিদ হলো পাহাং এর একটি পুরনো রাজকীয় মসজিদ, যা রাজকীয় সমাধি এবং নতুন মসজিদ (আবু বকর রাজকীয় মসজিদ) এর নিকটে অবস্থিত। দীর্ঘ ৮ বছর নির্মাণকাজের পর সুলতান আবদুল্লাহ আল-মুতাসিম বিল্লাহ শাহ এর শাসনামলে ১৯২৮ সালে মসজিদটির নির্মাণ সম্পন্ন হয় এবং ১৯৩২ সালের ৮ জানুয়ারি বাবার পক্ষে তেংকু মাহকোতা আবু বকর ইবনে সুলতান আবদুল্লাহ আল-মুতাসিম বিল্লাহ শাহ কর্তৃক এটি সবার জন্য উন্মুক্ত করা হয়। যিনি মসজিদটির নির্মাণকাজ শুরু করেছিলেন তার নামানুসারে এটির নামকরণ করা হয়। এটি পূর্ণ ক্ষমতা হিসেবে মোট প্রায় ২০০০ উপাসককে ধারণ করতে পারে। প্রবেশ বা দেখার জন্য এটি সবার জন্য উন্মুক্ত। নিকটস্থ জোহর থেকে পাঁয়ে হেঁটে এই সাংস্কৃতিক ভবনে সহজেই যাওয়া যায়।[১]
আবদুল্লাহ মসজিদটি মুরিশ শৈলীতে নির্মিত হয়েছিল এবং ১৯৩২ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত জুমার নামাজের জন্য এটি পেকানের প্রধান মসজিদ ছিল।
রাজকীয় সমাধি
সম্পাদনাকবরের তালিকা
সম্পাদনাএটি সুলতান এবং রাজপরিবারের সদস্যদের তালিকা যাদেরকে মসজিদে শায়িত করা হয়েছে।
সুলতানের কবর
সম্পাদনা- সুলতান আবু বকর রিয়াতউদ্দীন আল-মুআদজাম শাহ ইবনে আলমরহুম সুলতান আবদুল্লাহ আল-মুতাসিম বিল্লাহ শাহ (মৃত্যু ১৯৭৪)
- সুলতান হাজী আহমদ শাহ আল-মুস্তাইন বিল্লাহ ইবনে আলমরহুম সুলতান আবু বকর রিয়াতউদ্দিন আল-মুআদজাম শাহ (মৃত্যু ২০১৯)
তেংকু আম্পুয়ান/সুলতানের কবর (রাজকীয় সঙ্গীর কবর)
সম্পাদনা- তেংকু আম্পুয়ান বেসার রাজা ফাতিমা বিনতে আল-মরহুম সুলতান ইস্কান্দার শাহ কদ্দাসুল্লাহ (মৃত্যু ১৯৮৮)
- তেংকু আম্পুয়ান আফজান বিনতে আল-মরহুম তেংকু পাংলিমা পেরাং তেংকু মুহাম্মদ (মৃত্যু ১৯৮৮)
রাজপরিবারের কবর
সম্পাদনা- তেংকু আহমদ ইস্কান্দার শাহ ইবনে তেংকু আবদুল্লাহ (মৃত্যু ১৯৯০)
- তেংকু দাতুক পুতেরি কামারিয়া বিনতে আলমরহুম সুলতান আবু বকর (মৃত্যু ২০০৬)
- তেংকু ইব্রাহিম ইবনে আলমরহুম সুলতান আবু বকর (মৃত্যু ১৯৮৮)
- তেংকু আব্দুল্লাহ ইবনে আলমরহুম সুলতান আবু বকর (মৃত্যু ২০১৮)
- তেংকু হাজ্জাহ আইনুল জামিল বিনতে আল-মরহুম সুলতান স্যার আবু বকর (মৃত্যু ২০১২)
- তেংকু পুত্রী নূর আজিয়া বিনতে আল-মরহুম সুলতান স্যার আবু বকর (মৃত্যু ১৯৭২)
- দাতো হাজ্জাহ রাফেয়াহ বিনতে হাজী বুয়াং তোক পুয়ান সেতিয়া পারকাসা (মৃত্যু ২৩শে জুলাই ২০০২)
অ-রাজকীয় পরিবারের কবর
সম্পাদনা- রাফেয়াহ বুয়াং (মৃত্যু ২০০২) – মালয় গায়ক
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ www.expedia.co.in, www.expedia.co.in। "www.expedia.co.in"। www.expedia.co.in। www.expedia.co.in। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১।