আবু ইউসুফ (অধ্যাপক)

বাংলাদেশী শিক্ষাবিদ

আবু ইউসুফ (১৯৪৩ – ২০১০) একজন বাংলাদেশী শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি চবির উপ-উপাচার্য এবং ১৪তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১]

অধ্যাপক ড.
আবু ইউসুফ
অধ্যাপক ড. আবু ইউসুফ
১৪তম উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২৫ ফেব্রুয়ারি ২০০৯ – ২৮ নভেম্বর ২০১০
পূর্বসূরীএম বদিউল আলম
উত্তরসূরীমোহাম্মদ আলাউদ্দীন (ভারপ্রাপ্ত)
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৩
হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ
মৃত্যুনভেম্বর ২০১০ (বয়স ৬৬–৬৭)
চট্টগ্রাম
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

জন্ম সম্পাদনা

তিনি ১৯৪৩ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই গ্রামে জন্মগ্রহণ করেন।[২]

শিক্ষা সম্পাদনা

আবু ইউসুফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৩]

কর্মজীবন সম্পাদনা

আবু ইউসুফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৯৭৩ সালে শিক্ষকতা শুরু করেন। তিনি দীর্ঘকাল বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপনা করেছেন।

আবু ইউসুফ একজন মুক্তিযোদ্ধা। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের ২৮ নভেম্বর পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়টির সেশনজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সমাদৃত।[৩][৪]

মৃত্যু সম্পাদনা

হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১০ সালের ২৮ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "স্মৃতিঘেরা চবি ক্যাম্পাসেই চিরনিদ্রায় উপাচার্য আবু ইউসুফ"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৯ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "চবি উপাচার্য আবু ইউসুফ মারা গেছেন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ নভেম্বর ২০১০। ৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  3. "চবির জনপ্রিয় ভিসি রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, জানাজায় ঢল"দৈনিক জনকণ্ঠ। ৩০ নভেম্বর ২০১০। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  4. "Office of the Vice Chancellor" [উপাচার্যের দপ্তর]। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২