আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান
আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে এই আসন থেকে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি জাতীয় সংসদের সাবেক হুইপ।[১]
আবু ইউসুফ মোঃ খলিলুর রহমান | |
---|---|
জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৫ মার্চ ১৯৯১ – ২৪ নভেম্বর ১৯৯৫ | |
পূর্বসূরী | কাজী রাব্বি হাসান |
কাজের মেয়াদ ১৯ মার্চ ১৯৯৬ – ৩০ মার্চ ১৯৯৬ | |
কাজের মেয়াদ ১৪ জুলাই ১৯৯৬ – ১৩ জুলাই ২০০১ | |
কাজের মেয়াদ ২৮ অক্টোবর ২০০১ – ২৭ অক্টোবর ২০০৬ | |
উত্তরসূরী | গোলাম মোস্তফা |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
পেশা | রাজনীতিবিদ |
কর্মজীবন
সম্পাদনাখলিলুর রহমান ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে জয়পুরহাট-২ আসনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। ধানের শীষ প্রতীকে তিনি ৫৯,৬৯২ ভোট পেয়ে বিজয়ী হন।[২] ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুন দুটি নির্বাচনেও তিনি জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১,১৩,২৯০ ভোট পেয়ে বিজয়ী হন।[২] তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালে রহমান বিএনপি থেকে পদত্যাগ করেন এবং অলি আহমেদের নেতৃত্বে গঠিত এলডিপিতে যোগ দেন।[৩] ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় বিএনপির প্রার্থী হিসেবে জয়পুরহাট-২ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "বিএনপির প্রার্থী নিয়ে চলছে জল্পনাকল্পনা"। দৈনিক প্রথম আলো। ৩০ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ "আবু ইউসুফ মো. খলিলুর রহমান"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বিএনপিতে যোগ দিলেন 'সংস্কারপন্থী' ওরা ১১ জন"। দৈনিক আমাদের সময়। ২৫ অক্টোবর ২০১৮। ৭ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮।
- ↑ "বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা"। চ্যানেল আই। ৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮।