আবুল কালাম আজাদ (ব্যবসায়ী)

আবুল কালাম আজাদ একজন বাংলাদেশী ব্যবসায়ী। তিনি আজাদ পণ্যের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক,[১] এবং বাংলাদেশ প্রিন্টিং প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি।

আজাদ তার অফিসে, ঢাকা ২০১৪

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

আজাদ চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং শরীয়তপুর জেলায় বেড়ে ওঠেন। তিনি ঢাকায় লজিং টিউটর হিসেবে কাজ করতেন।[২]

কর্মজীবন সম্পাদনা

১৯৮২ সালে পুরান ঢাকা থেকে পোস্টার কিনে রাস্তায় বিক্রি করে ব্যবসা শুরু করেন আজাদ। তিনি সিঙ্গাপুর থেকে জনপ্রিয় টিভি শো যেমন দ্য বায়োনিক ওমেন এবং ফুটবলারদের পিনআপ আমদানি করে এবং বাংলাদেশে বিক্রি করে আজাদ প্রোডাক্টস নামে ব্যবসা সম্প্রসারিত করেন। ১৯৯০ এর দশকে তিনি স্থানীয় সেলিব্রিটিদের বেশি ব্যবহার করতে শুরু করেন এবং লাভের সাথে তিনি পল্টনে আজাদ সেন্টার তৈরি করেন।[২]

আজাদ গ্রিটিং কার্ড এবং ক্যালেন্ডার তৈরির জন্য কোম্পানির প্রসার ঘটান। তিনি বাংলাদেশ মুদ্রণ পণ্য সমিতির সভাপতি হন। তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে আজাদ পণ্যের শাখাও খোলেন।[২] তিনি ব্যতিক্রমী মায়েদের জন্য 'রত্নগর্ভা' পুরস্কার প্রতিষ্ঠা করেন।[৩][৪] ২০০৬ সালে, বাংলালিংক তার জীবনীর উপর ভিত্তি করে একটি টেলিভিশন বিজ্ঞাপন তৈরি করে।[৫]

বাংলাদেশে কোভিড-১৯ মহামারী আজাদ এবং তার ব্যবসার জন্য বিশেষভাবে কঠিন ছিল। ক্রমহ্রাসমান চাহিদার কারণে তাকে দোকান বন্ধ করতে হয়েছিল।[২]

বিতর্ক সম্পাদনা

অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক গোলাম সারওয়ার তাকে লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করার পর ২৯ আগস্ট ২০০৯-এ আজাদকে গ্রেপ্তার করা হয়। ইন্সপেক্টর আজাদের কাছে তার ভাইয়ের চাকরির জন্য গিয়েছিল। আজাদকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল এবং তার কোম্পানি অভিযোগ অস্বীকার করে একটি বিবৃতি জারি করেছে।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "News Feed | Momoda Foundation"momodafoundation.org। ২০২০-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৭ 
  2. "Once I was a king: The rise and fall of Azad Products"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-২৭। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৭ 
  3. Monitor, Sakibor Islam Sakib, The Bangladesh (১৯৭০-০১-০১)। "Azad Products, wedding card trendsetter"The Bangladesh Monitor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Recognising mothers' contributions to nation-building"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-১৩। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৭ 
  5. "Abul Kalam Azad: A success story"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৭-০৯-০৭। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৭ 
  6. "Businessman arrested for beating cop"The Daily Star। ২০২২-০৮-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৭