আবুধাবি নাইট রাইডার্স

ক্রিকেট দল

আবুধাবি নাইট রাইডার্স, সংক্ষেপে এডি নাইট রাইডার্স নামে পরিচিত, একটি পেশাদার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল,[২][৩] যেটি ইন্টারন্যাশনাল লিগ টি২০ (আইএলটি২০) টুর্নামেন্টের উদ্বোধনী মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা করে।[৪] দলটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত এবং ২০২২ সালে ইন্টারন্যাশনাল লিগ টি২০-তে খেলার জন্য মূলত একটি দল হিসাবে ঘোষণা করা হয়েছিল।[৫][৬][৭]

আবুধাবি নাইট রাইডার্স
ডাকনামএডি নাইট রাইডার্স
লিগইন্টারন্যাশনাল লিগ টি২০
কর্মীবৃন্দ
অধিনায়কসুনীল নারাইন[১]
মালিকনাইট রাইডার্স গ্রুপ
দলের তথ্য
শহরআবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
রংবেগুনি ও সোনালি
প্রতিষ্ঠা২০২২ (2022)
স্বাগতিক মাঠশেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম
ধারণক্ষমতা২০,০০০
দাপ্তরিক ওয়েবসাইটwww.adkriders.com

T20 kit

ফ্র্যাঞ্চাইজি ইতিহাস সম্পাদনা

২০২২ সালের আগস্টে আমিরাত ক্রিকেট বোর্ড ইন্টারন্যাশনাল লিগ টি২০ প্রতিষ্ঠার ঘোষণা দেয়, এটি একটি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা যা ২০২৪ সালে শুরু হয়। আবুধাবি সহ সংযুক্ত আরব আমিরাতের ৬টি ভিন্ন শহরের প্রতিনিধিত্বকারী প্রতিযোগিতার দলগুলিকে ২০২২ সালের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের নিলামে রাখা হয়েছিল। নাইট রাইডার্স গ্রুপের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স দলের আবুধাবি ফ্র্যাঞ্চাইজি হিসেবে দলটির ঘোষণা দেওয়া হয়। দলটি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির মাধ্যমে ২০২৩ সালের জানুয়ারিতে তাদের লোগো ও জার্সি উন্মোচন করেছিল।

মৌসুম সম্পাদনা

বছর লিগে অবস্থান চূড়ান্ত অবস্থান
২০২৩ ৬-এর মধ্যে ৬ষ্ঠ গ্রুপ পর্ব

স্কোয়াড সম্পাদনা

# নাম জাতীয়তা জন্ম তারিখ ব্যাটিং স্টাইল বোলিং স্টাইল মন্তব্য
ক্যাপ্টেন
৭৪ সুনীল নারিন   ওয়েস্ট ইন্ডিজ (1988-05-26) ২৬ মে ১৯৮৮ (বয়স ৩৫) বাঁ হাতি ডান হাতি অফ স্পিন বিদেশী খেলোয়াড়
ব্যাটসম্যান
৪৮ স্যাম হ্যান   ইংল্যান্ড (1995-07-16) ১৬ জুলাই ১৯৯৫ (বয়স ২৮) ডান হাতি ডান হাতি অফ স্পিন
৩২ লরি ইভান্স   ইংল্যান্ড (1987-10-12) ১২ অক্টোবর ১৯৮৭ (বয়স ৩৬) ডান হাতি ডান হাতি অফ স্পিন
১৯ মাইকেল পিপার   ইংল্যান্ড (1998-06-25) ২৫ জুন ১৯৯৮ (বয়স ২৫) ডান হাতি -
অলরাউন্ডার
১২ আন্দ্রে রাসেল   জ্যামাইকা (1988-04-29) ২৯ এপ্রিল ১৯৮৮ (বয়স ৩৫) ডান হাতি ডান হাতি ফাস্ট-মিডিয়াম (পেস)
১৫ ডেভিড উইলি   ইংল্যান্ড (1990-02-28) ২৮ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ৩৪) বাঁ হাতি বাঁ হাতি ফাস্ট-মিডিয়াম
ব্র্যান্ডন ম্যাকমুলেন   স্কটল্যান্ড (1999-10-18) ১৮ অক্টোবর ১৯৯৯ (বয়স ২৪) ডান হাতি ডান হাতি মিডিয়াম
ইমাদ ওয়াসিম   পাকিস্তান (1988-12-18) ১৮ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩৫) বাঁ হাতি বাঁ-হাতি স্লো অর্থোডক্স
উইকেট-রক্ষক
৩৩ জো ক্লার্ক   ইংল্যান্ড (1996-05-26) ২৬ মে ১৯৯৬ (বয়স ২৭) ডান হাতি -
আন্দ্রিস গউস   মার্কিন যুক্তরাষ্ট্র (1993-11-24) ২৪ নভেম্বর ১৯৯৩ (বয়স ৩০) ডান হাতি
বোলাররা
৮২ জোশ লিটল   আয়ারল্যান্ড (1999-11-01) ১ নভেম্বর ১৯৯৯ (বয়স ২৪) ডান হাতি বাঁ হাতি ফাস্ট-মিডিয়াম
আলী খান   মার্কিন যুক্তরাষ্ট্র (1990-12-13) ১৩ ডিসেম্বর ১৯৯০ (বয়স ৩৩) ডান হাতি ডান হাতি ফাস্ট-মিডিয়াম

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "SUNIL NARINE APPOINTED SKIPPER OF ABU DHABI KNIGHT RIDERS FOR THE UPCOMING ILT20 LEAGUE IN UAE"adkriders (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০১ 
  2. "Knight Riders Acquires Abu Dhabi Franchise in the New T20 League in UAE"Kolkata Knight Riders (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-১২। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৮ 
  3. Bureau, BL New Delhi (২০২২-০৫-১৩)। "Shah Rukh Khan-led Knight Riders Group to set up Abu Dhabi franchise in UAE T20 League"www.thehindubusinessline.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৮ 
  4. "ILT20 brings 'Smartball's' 'Smarter Play' technology to its inaugural tournament"www.adkriders.com (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-২০। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৮ 
  5. "SCHEDULE ANNOUNCED: Inaugural ILT20 to launch with blockbuster clash between DC and Abu Dhabi Knight Riders"www.adkriders.com (ইংরেজি ভাষায়)। ২০২২-১১-২৯। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৮ 
  6. "Abu Dhabi Knight Riders (ADKR) UAE ILT20"india cricket schedule (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১২, ২০২২ 
  7. Desk, The Hindu Net (২০২২-০৫-১২)। "Shah Rukh Khan's Knight Riders Group acquires new Abu Dhabi franchise"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৮