আবদুর রশীদ খান
আবদুর রশীদ খান (১ জানুয়ারি ১৯২৪ – ২ ফেব্রুয়ারি ২০১৯) বাংলাদেশের সাহিত্যিক, শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কবি ছিলেন। বাংলা কবিতার জন্য তিনি ১৯৭৭ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।[১][২][৩]
কবি আবদুর রশীদ খান | |
---|---|
![]() | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ জানুয়ারি ১৯২৪ পশ্চিম জাফরাবাদ, চাঁদপুর, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২ ফেব্রুয়ারি ২০১৯ ম্যানচেস্টার মেমোরিয়াল হাসপাতাল, কানেকটিকাট, যুক্তরাষ্ট্র |
সমাধিস্থল | ইনফিল্ড মুসলিম কবরস্থান, কানেকটিকাট, যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
সন্তান | এক ছেলে, তিন মেয়ে |
পিতামাতা | ওয়াইজউদ্দিন খান কাদরুন নেসা |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ঢাকা কলেজিয়েট স্কুল |
পুরস্কার | বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৭) |
প্রাথমিক জীবন
সম্পাদনাআবদুর রশীদ খান ১ জানুয়ারি ১৯২৪ সালে (সার্টিফিকেট অনুযায়ী ১৯২৭ সাল) চাঁদপুর শহরের পশ্চিম জাফরাবাদে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ওয়াইজউদ্দিন খান ও মাতার নাম কাদরুন নেসা। তিনি রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করে গৃদকালিন্দিয়া এসই স্কুলে লেখাপড়া করেন। এরপর ঢাকা কলেজিয়েট স্কুলে ৭ম ও ৮ম শ্রেণী পাশ করে টাঙ্গাইলের জামুর্কি নবাব স্যার আবদুল গণি হাইস্কুল মেট্রিকুলেশন পাস করেন। ১৯৪৫ সালে তিনি ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৪৯ সালে সম্মানসহ স্নাতক ও ১৯৫০ সালে ইংরেজিতে এমএ (স্নাতকোত্তর) ডিগ্রি লাভ করেন।[৩][৪][৫][৬]
তার একমাত্র ছেলে মুনিম খান ও তিন মেয়ে। তিনি ১২ মার্চ ২০০৩ সাল থেকে মৃত্যু পর্যন্ত উত্তর আমেরিকায় বসবাস করেছেন।[৩][৬]
কর্মজীবন
সম্পাদনাআবদুর রশীদ খান কর্মজীবনে পাবনা এডওয়ার্ড কলেজে ১৯৫১ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ও ঢাকা কলেজে ১৯৫২ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত অধ্যাপক ছিলেন। তিনি ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের বাংলা অনুবাদক ও প্রকাশনা রেজিস্ট্রার ও বাংলাদেশ প্রকাশনা নিবন্ধন পরিদপ্তরে ১৯৭৫ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পরিচালক ও অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান।[৩][৪][৬]
স্কুল জীবনে স্কুল ম্যাগাজিনে তার গল্প, প্রবন্ধ ছাপা হয়। বিশ্ববিদ্যালয় জীবনে সলিমুল্লাহ মুসলিম হল ম্যাগাজিনে তার কবিতা প্রকাশিত হয়। ঢাকা ও কলকাতার বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে নিয়মিত কবিতা ও প্রবন্ধ লিখতেন। ১৯৫২ সালে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তার অপ্রকাশিত কাব্য গ্রন্থের সংখ্যা মোট আটটি।[৩][৪][৬]
গ্রন্থ তালিকা
সম্পাদনা- নতুন কবিতা (১৯৫০)
- নক্ষতা: মানুষ ও সন (১৯৫২)
- বন্দী মুহুর্ত (১৯৫৯)
- প্রেমের কবিতা (১৯৫৯, সম্পাদনা)
- মহুয়া (১৯৬৫)
- বিসৃত প্রহর (১৯৬৮)
- অনির্দিষ্ট স্বদেশ (১৯৭০)
- সমস্ত প্রশংসা তাঁর (১৯৮০)
- তিমির হনন (১৯৮৮)
- অলৌকিক এক দ্বীপ (১৯৯১)
- আল আমীন (কিশোর কাব্য-১৯৯১)
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৭৭)
- বাংলা সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৯১)
- কায়কোবাদ সাহিত্য পুরস্কার (১৯৯২)
- দেওয়ান আবদুল হামিদ সাহিত্য পুরস্কার (১৯৯২)
- ফররুখ গবেষণা পুরস্কার
মৃত্যু
সম্পাদনাআবদুর রশীদ খান যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ম্যানচেস্টার মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২ ফেব্রুয়ারি ২০১৯ সালে মৃত্যুবরণ করেন। তাকে কানেকটিকাট অঙ্গরাজ্যের ইনফিল্ড মুসলিম কবরস্থানে সমাহিত করা হয়।[৪][৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২২।
- ↑ "যোগ্য লোকের হাতে উঠুক বাংলা একাডেমি পুরস্কার"। জাগোনিউজ২৪.কম। ৯ জানুয়ারি ২০২২। ১৬ জানুয়ারি ২০২২ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ গ ঘ ঙ মুহম্মদ মতিউর রহমান (১৫ ফেব্রুয়ারি ২০১৯)। "আবদুর রশীদ খান"। দৈনিক নয়া দিগন্ত। ১৯ জানুয়ারি ২০২২ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ গ ঘ "আবদুর রশিদ খানের যুক্তরাষ্ট্রে ইন্তেকাল, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি"। দৈনিক ইনকিলাব। ১২ ফেব্রুয়ারি ২০১৯। ১৯ জানুয়ারি ২০২২ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২২।
- ↑ মীযানুল করীম (২৫ ফেব্রুয়ারি ২০২০)। "স্ম র ণ :আবদুর রশীদ খান : যে কবিকে আমরা ভুলে গেছি"। দৈনিক নয়া দিগন্ত। ১৯ জানুয়ারি ২০২২ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ গ ঘ "কবি আবদুর রশীদ খান"। দৈনিক সংগ্রাম। ৩ ফেব্রুয়ারি ২০১২। ১৭ এপ্রিল ২০২২ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২২।
- ↑ যুক্তরাষ্ট্র প্রতিনিধি, কৌশলী ইমা (৩ ফেব্রুয়ারি ২০১৯)। "যুক্তরাষ্ট্রে কবি আবদুর রশীদ খানের দাফন সম্পন্ন"। জাগোনিউজ২৪.কম। ১৯ জানুয়ারি ২০২২ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২২।