আন্দিউড়া ইউনিয়ন

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার একটি ইউনিয়ন

আন্দিউড়া ইউনিয়ন বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।

আন্দিউড়া
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাহবিগঞ্জ জেলা
উপজেলামাধবপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
স্থাপিত১৯৯৯
আয়তন
 • মোট১,৯৩৭ হেক্টর (৪,৭৮৭ একর)
জনসংখ্যা (২০১১)
 • মোট২০,১৪৬
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৩৬ ৭১ ৭৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস

সম্পাদনা

আন্দিউড়া ইউনিয়ন হচ্ছে মাধবপুর সদর ইউপি!! ১৯৯৭ সালের পূর্বে এটি মাধবপুর সদর ইউপির সঙ্গে যুক্ত ছিল!! ১৯৯৭ সালে মাধবপুর সদর ইউপির দক্ষিণ ও পশ্চিম অন্চল নিয়ে মাধবপুর পৌরসভা গঠিত হলে মাধবপুর সদর ইউপির পূর্ব ও উত্তর দিক নিয়ে আন্দিউড়া বা সদর ইউনিয়ন গঠিত হয়!!

ভৌগোণিক উপাত্ত

সম্পাদনা

পাহাড়ী মৃত্তিকায় গঠিত এই অঞ্চলটি।

প্রশাসনিক উপাত্ত

সম্পাদনা

এই ইউনিয়টি টি মৌজার টি গ্রামের সমন্বয়ে গঠিত।

  • গ্রাম -

নির্বাচিত জন-প্রতিনিধি

সম্পাদনা

আন্দিউড়া ইউনিয়নে ৯ জন নির্বাচিত মেম্বার বা সদস্য রয়েছে! মহিলাদের জন্য সংরক্ষিত ৩ টি সদস্যপদ রয়েছে!

বর্তমানে আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান (আতিক) বাংলাদেশ আওয়ামী লীগ

শিক্ষাব্যবস্থা

সম্পাদনা

আন্দিউড়া ইউনিয়নে তিনটি উচ্চ বিদ্যালয় রয়েছে;

১. আন্দিউড়া উম্মেতুননেছা উচ্চ বিদ্যালয়

২. সুলতানপুর উচ্চ বিদ্যালয়

৩. ডা: বিল্লাল হোসেন উচ্চ বিদ্যালয়

এছাড়া ১৩ টি সরকারি স্কুল রয়েছে!!

অর্থনীতি

সম্পাদনা

কৃষি ও শিল্প নির্ভর এই অন্চল

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

যোগাযোগের ক্ষেত্রে সিএনজি, অটোরিক্সা ব্যবহার উল্লেখযোগ্য এই অন্চলে! সিলেট-ঢাকা মহাসড়কটি এই ইউনিয়নের মধ্য দিয়ে যাওয়াই এখানে অনেক বাস স্ট্যান্ড গড়ে উঠেছে!! এর মধ্যে উল্লেখ যোগ্য বাস স্ট্যান্ড হলো: দক্ষিণ হাড়িয়া বাসস্ট্যান্ড, হাড়িয়া উত্তর বাস্ট্যান্ড, বাকসাইর বাস্ট্যান্ড, আন্দিউড়া বাস্ট্যান্ড

দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা

সম্পাদনা

দর্শনীয় স্থান হিসাবে আছেঃ

সম্পাদনা
  • হাড়িয়া পুরাতন রাজবাড়ি হাড়িয়ার উত্তর ও পশ্চিম দিকে রয়েছে
  • আকিজ গ্লাস কোম্পানি বিখ্যাত হাইওয়ে হোটেল, হবিগঞ্জ জেলা প্রশাসনিক পর্যটন পার্ক!

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sangbad, Protidiner। "কালের সাক্ষী দেববাড়ী"Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১০ 

বহিঃসংযোগ

সম্পাদনা