আনন্দভৈরবী মন্দির, সুখড়িয়া

সুখড়িয়ায় অবস্থিত মন্দির

আনন্দভৈরবী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার সুখড়িয়া নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির

আনন্দভৈরবী মন্দির, সুখড়িয়া
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাহুগলি
ঈশ্বরকালী
উৎসবকালী পূজা
অবস্থান
অবস্থানসুখড়িয়া
রাজ্যপশ্চিমবঙ্গ
দেশভারত

১৮১৩ খ্রিষ্টাব্দে বীরেশ্বর মুস্তাফি আনন্দময়ী কালীমন্দির নির্মাণ করান। পঁচিশটি চূড়া বিশিষ্ট সত্তর ফুট আট ইঞ্চি উচ্চ এই মন্দিরের দেওয়ালে সীতা, রাম, জগদ্ধাত্রী, রাধা, কৃষ্ণ প্রভৃতির মূর্তি খোদিত রয়েছে। গর্ভগৃহে তিন ফুট উচ্চ দেবী বিগ্রহ শায়িত শিবের ওপর দন্ডায়মানা।[১]:৯৬

তথ্যসূত্র

সম্পাদনা
  1. তিন তীর্থে, শিবশঙ্কর ভারতী, সাহিত্যম্‌, ১৮বি, শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা-৭৩, প্রথম প্রকাশ- ১৮ই জানুয়ারী, ২০০১