আনজীর লিটন

বাংলাদেশী ছড়াকার ও শিশুসাহিত‍্যিক

আনজীর লিটন (জন্ম ১৭ জুন ১৯৬৫) একজন বাংলাদেশী ছড়াকার ও শিশুসাহিত‍্যিক। তিনি বাংলাদেশ শিশু একাডেমির বতর্মান মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।[] শিশুসাহিত্যে অবদানের জন্য ২০২০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।[][][]

আনজীর লিটন
জন্ম (1965-06-17) ১৭ জুন ১৯৬৫ (বয়স ৫৯)
ময়মনসিংহ জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
পেশাশিশুসাহিত্যিক, ছড়াকার
ভাষাবাংলা
জাতীয়তাপাকিস্তানি (১৯৬৫-১৯৭১)
বাংলাদেশী (১৯৭১-বর্তমান)
শিক্ষা প্রতিষ্ঠানরাজশাহী বিশ্ববিদ্যালয়
ধরনশিশুসাহিত্য, ছড়া
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২০)

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

লিটন ১৯৬৫ সালের ১৭ই জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। সেখানেই তার শৈশব ও কৈশোর কেটেছে। তার প্রথম লেখা দৈনিক জাহান-এ প্রকাশিত হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন।[]

কর্মজীবন

সম্পাদনা

১৯৯২ সালে লিটনের রচিত প্রথম বই খাড়া দুটো শিং প্রকাশিত হয়। শিশুদের জন্য সাহিত্য রচনার পাশাপাশি তিনি টেলিভিশন ও বেতারের বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন।[]

২০১৬ সালে বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করেন। তিনি এই পদে মোশাররফ হোসেনের স্থলাভিষিক্ত হন।[]

সাহিত্যকর্ম

সম্পাদনা
  • খাড়া দুটো শিং (১৯৯২)
  • আগে গেলে বাঘে খায়
  • বিড়ালটি সিমকার্ড খেয়ে ফেলেছে
  • সাদা গাছের পাতা
  • সবুজ ঘাসের সাইকেল
  • গুড বয় ব্যাড বয়
  • ছোটদের নাটিকা
  • ভূতের গলির ভূত
  • প্রিয় ছন্দে নতুন দোলা
  • রঙের পুকুর
  • লালপরীর লাল টমেটো
  • রঙের দেশে তুলির রাজা

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা
  • অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার
  • এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার
  • কুসুমের সেরা সাহিত্য পুরস্কার
  • ফুটতে দাও ফুল সম্মাননা পদক[]
  • অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার[]
  • শিশুসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২০)[][১০]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন"দ্য ডেইলি স্টার। ২৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১ 
  2. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ জন"দৈনিক ইত্তেফাক। ২৫ জানুয়ারি ২০২১। ৫ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১ 
  3. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"বাংলা একাডেমি ওয়েবসাইট। ১৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "শিশু একাডেমির পরিচালক হলেন ছড়াকার আনজীর লিটন"দৈনিক কালের কণ্ঠ। ২১ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১ 
  5. "শিশু একাডেমির পরিচালক হলেন আনজীর লিটন"জাগো নিউজ। ২২ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১ 
  6. "আনজীর লিটন শিশু একাডেমির পরিচালক"দৈনিক সমকাল। ২২ নভেম্বর ২০১৬। ১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১ 
  7. "শিশু একাডেমির পরিচালক হলেন আনজীর লিটন"রাইজিংবিডি.কম। ২১ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১ 
  8. "শিশুসাহিত্য পুরস্কার পেলেন শিশুসাহিত্যিক আনজীর লিটন ও মুস্তাফা মাসুদ"ইন্ডিপেন্ডেন্ট২৪ (ইংরেজি ভাষায়)। ৯ ফেব্রুয়ারি ২০১৮। ৮ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১ 
  9. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ জন"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০১-১১ 
  10. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ জন"বাংলা ট্রিবিউন। ২৫ জানুয়ারি ২০২১। ১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা