আঞ্জুম সুলতানা সীমা

বাংলাদেশী রাজনীতিবিদ

আঞ্জুম সুলতানা সীমা বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। যিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১০ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।[১][২][৩][৪]

আঞ্জুম সুলতানা সীমা
একাদশ জাতীয় সংসদের ১০ নং সংরক্ষিত নারী আসনের সদস্য
কাজের মেয়াদ
২০ ফেব্রুয়ারি ২০১৯ – বর্তমান
ব্যক্তিগত বিবরণ
জন্মকুমিল্লা জেলা
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীনাসির উদ্দিন আহমেদ মিন্টু
পিতামাতাআফজল খান (পিতা)
নার্গিস সুলতানা (মাতা)
পেশারাজনীতিবিদ

জন্ম ও পারিবারিক জীবন সম্পাদনা

আঞ্জুম সুলতানা সীমা কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা প্রথিতযশা রাজনীতিবিদ ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফজল খান এডভোকেট। মা নার্গিস সুলতানা পেশায় প্রধান শিক্ষিকা। সীমা ২০০০-০১ শিক্ষাবর্ষে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৫]

রাজনৈতিক ও কর্মজীবন সম্পাদনা

আঞ্জুম সুলতানা সীমা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ১২ মে ২০০৬ সালে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি। ২০০০ সালে তিনি বিলুপ্ত কুমিল্লা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী মৃত্যুবরণ করলে তিনি ২২ ফেব্রুয়ারি ২০০৩ থেকে ২১ সেপ্টেম্বর ২০০৫ সাল পর্যন্ত কুমিল্লা পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালে কুমিল্লা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ জানুয়ারি ২০১২ সালে কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে তিনি কুমিল্লা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ করে সংরক্ষিত নারী কাউন্সিলর নিযুক্ত হন। পরবর্তীতে তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি রাজনীতির বাইরে কুমিল্লা শহরের মডার্ন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক।[৬] তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১০ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।[৭] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০ ফেব্রুয়ারি ২০১৯ সালে তাকে শপথবাক্য পাঠ করান।[৮][৯][১০][১১] এছাড়া তিনি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।[১২] সর্বশেষ তিনি একাদশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হন।[১৩]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আঞ্জুম সুলতানা সীমার তিন ভাই- মাসুদ পারভেজ খান ইমরান, আজম খান নোমান ও নাসরুল্লাহ খান আরমান। তিনি নাসির উদ্দিন আহমেদ মিন্টুকে বিয়ে করেন। ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী তিনি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "১১তম সংসদের সদস্যবৃন্দ"জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯ 
  2. "সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"সমকাল। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। ২২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 
  3. "সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ৪৯ জন"কালের কণ্ঠ। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 
  4. "শপথ নিলেন সংরক্ষিত নারী এমপিরা"একুশে টেলিভিশন। ২০ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 
  5. "কুমিল্লা থেকে মনোনয়ন পেলেন আরমা দত্ত ও আঞ্জুম সুলতানা সীমা – আলোকিত বাংলাদেশ"www.alokitobangladesh.com। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  6. "বাবার পর এবার মেয়ের হাতে আ.লীগের ঝান্ডা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  7. "বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ নারী এমপি নির্বাচিত"দৈনিক যুগান্তর। ১৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৩ 
  8. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  9. "সংরক্ষিত নারী আসনে এমপি হলেন যারা"Jugantor। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  10. "শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি"ঢাকা ট্রিবিউন। ২০১৯-০২-২০। ২০২০-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  11. "সংরক্ষিত আসন থেকে যারা এমপি হলেন"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  12. "খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি"বাংলাদেশ জাতীয় সংসদ। ২০২২-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩ 
  13. "প্যানেল স্পিকার হলেন প্রাণ গোপাল দত্ত"www.kalerkantho.com। জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা