আচ্ছা বুড়া (১৯৮৩-এর চলচ্চিত্র)

আচ্ছা বুড়া (অনু. The Good and the Bad / ভালো খারাপ) হৃষিকেশ মুখার্জি পরিচালিত এবং দীপক পরাশর প্রযোজিত একটি ১৯৮৩ সালের ভারতীয় বলিউড চলচ্চিত্র। ছবিটি মেমদিদির রিমেক (পুননির্মাণ) ছিল, যা হৃষিকেশ মুখার্জিই আবার পরিচালনা করেছিলেন। প্রধান চরিত্রে ছিলেন রাজ বাব্বরঅনিতা রাজ। এতে আমজাদ খান, রঞ্জিত এবং দিনা পাঠকও মুখ্য ভূমিকায় ছিলেন।

আচ্ছা বুড়া
পোস্টার
পরিচালকহৃষিকেশ মুখার্জী
প্রযোজকদীপক পরাশর
রচয়িতাশচীন ভৌমিক
চিত্রনাট্যকারহৃষিকেশ মুখার্জী
ডি.এন. মুখার্জী
শ্রেষ্ঠাংশেরাজ বাব্বর
অনিতা রাজ
সুরকারঊষা খান্না
চিত্রগ্রাহকজয়বন্ত পাঠারে
সম্পাদকখান জামান খান
মুক্তি
  • ১৭ সেপ্টেম্বর ১৯৮৩ (1983-09-17) (India)
দেশভারত
ভাষাহিন্দি

কলাকুশলী সম্পাদনা

 

সাউন্ডট্র্যাক সম্পাদনা

গীতিকার রাজেন্দ্র কৃষাণ এবং ইন্দিভারের এবং সুরারোপ করেছেন উষা খান্না

  1. "আ জাও ইয়াহান" - আশা ভোঁসলে
  2. "কেয়া আইসা হো শক্তি হ্যায়" - আশা ভোঁসলে এবং সুরেশ ওয়াদকর
  3. "সোচা না ভালো বুরা" - জগজিৎ সিং এবং উষা মঙ্গেশকর
  4. "তুম ভি হাঁসো" - আনোয়ার এবং সুরেশ ওয়াদকর

[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Achha Bura (1983) | Hindi Movie Songs - Bollywood MuVyz"। ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৪ 

বহি সংযোগ সম্পাদনা