আখবারে এসলামীয়া
আখবারে এসলামীয়া ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ভারতের টাঙ্গাইল থেকে প্রকাশিত একটি মাসিকপত্র।[১] শরিয়ত সংক্রান্ত বিষয়াদি পত্রিকার মুখ্য বিষয়বস্তু ছিল। এতে ইসলামি ধর্মতত্ত্ব, জীবনী, মুসলিম ঐতিহ্য, সমকালীন সামাজিক ও ধর্মীয় বিষয় প্রকাশিত হত।[১]
ধরন | মাসিক পত্রিকা |
---|---|
সম্পাদক | মৌলভি মোহাম্মদ নইমুদ্দীন |
প্রতিষ্ঠাকাল | এপ্রিল ১৮৮৪ (বৈশাখ ১২৯১ বঙ্গাব্দ) |
ভাষা | বাংলা |
প্রকাশনা স্থগিত | ১৮৯৬ |
সদর দপ্তর | টাঙ্গাইল, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত, (বর্তমান বাংলাদেশ) |
উনার জন্ম,মৃত্যু ও কবর : সুরুজ গ্ৰাম: সুরুজ পোস্ট অফিস: গোসাইজোয়ার উপ/জেলা : টাংগাইল
প্রকাশকাল
সম্পাদনা১৮৮৪ খ্রিষ্টাব্দের এপ্রিল (১২৯১ বঙ্গাব্দের বৈশাখ) আখবারে ইসলামীয়া প্রথম প্রকাশিত হয়। টাঙ্গাইলের চারান গ্রামের আলেম মৌলভি মোহাম্মদ নইমুদ্দীন এর সম্পাদক ছিলেন। করটিয়ার জমিদার মাহমুদ আলি খান পন্নী পত্রিকা প্রকাশে আর্থিক সহায়তা করেছিলেন।[১][২]
১৮৯৪ সালে পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়। ১৮৯৬ সালের এপ্রিলে পুনরায় চালু হলেও অল্পকাল পর পত্রিকা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।[১]
ইতিহাস
সম্পাদনাআকবর ইসলামিয়া ১৮৮৪ সালের এপ্রিল মাসে করতিয়ার জমিদার মোহাম্মদ আলী খান পন্নী প্রতিষ্ঠা করেন। এটি সম্পাদক মোহাম্মদ নাঈমুদ্দীন সম্পাদনা করেন। ১৮৯৪ সাল পর্যন্ত এটি প্রকাশিত হয় এবং ১৮৯৬ সালের এপ্রিল মাসে আবার পুনঃপ্রকাশিত হয়। পত্রিকাটি ইসলাম ও ইসলামিক জীবন নিয়ে প্রকাশিত হয়েছে।[৩] পত্রিকাটি বাংলায় ইসলামী পুনর্জাগরণের অংশ ছিল[৪]।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ওয়াকিল আহমদ (২০১২)। "আখবারে এসলামীয়া"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ রিদওয়ান আক্রাম (১০ জানুয়ারি ২০১৭)। "কালপঞ্জি"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২১।
- ↑ ওয়াকিল আহমদ (২০১২)। "আখবারে এসলামীয়া"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Sarkar, Mahua (২০০৮-০৪-২৫)। Visible Histories, Disappearing Women: Producing Muslim Womanhood in Late Colonial Bengal (ইংরেজি ভাষায়)। Duke University Press। পৃষ্ঠা ৯৯। আইএসবিএন 978-0-8223-8903-3।