আকিহিরো হাইয়াশি

জাপানি ফুটবলার

আকিহিরো হাইয়াশি (জাপানি: 林 彰洋, ইংরেজি: Akihiro Hayashi; জন্ম: ৭ মে ১৯৮৭) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব টোকিওয়ের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১][২]

আকিহিরো হাইয়াশি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1987-05-07) ৭ মে ১৯৮৭ (বয়স ৩৬)
জন্ম স্থান হিগাশিয়ামাতো, জাপান
উচ্চতা ১.৯৫ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
টোকিও
জার্সি নম্বর ৩৩
যুব পর্যায়
২০০৩–২০০৫ আরকেইউ কাশিওয়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬–২০০৯ রিউতসু কেইজাই বিশ্ববিদ্যালয় ২৩ (০)
২০০৯–২০১০ প্লিমাথ আর্গাইল (০)
২০১০–২০১২ অলিম্পিক শার্লেরোয়া ১০ (০)
২০১২–২০১৩ শিমিজু এস-পালস ৩০ (০)
২০১৩–২০১৬ সাগান তোসু ১০৪ (০)
২০১৭– টোকিও ১১৫ (০)
জাতীয় দল
২০০৭ জাপান অনূর্ধ্ব-২০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:৫৮, ৭ জুলাই ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৫৮, ৭ জুলাই ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৭ সালে, হাইয়াশি জাপান অনূর্ধ্ব-২০ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আকিহিরো হাইয়াশি ১৯৮৭ সালের ৭ই মে তারিখে জাপানের হিগাশিয়ামাতোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

হাইয়াশি জাপান অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "選手 & スタッフ– FC東京オフィシャルホームページ" [খেলোয়াড় ও কর্মকর্তা – ফুটবল ক্লাব টোকিও]। fctokyo.co (জাপানি ভাষায়)। চোফু, টোকিও, জাপান: টোকিও। ১ মে ২০২২। ১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 
  2. "FC Tokyo – J.LEAGUE" [ফুটবল ক্লাব টোকিও – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ১ মে ২০২২। ১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা