আকরাম আব্দুল ঘানি

মালদ্বীপীয় ফুটবলার

আকরাম আব্দুল ঘানি (ইংরেজি: Akram Abdul Ghanee; জন্ম: ১৯ মার্চ ১৯৮৭) হলেন একজন মালদ্বীপীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মালদ্বীপীয় ক্লাব ঈগলস এবং মালদ্বীপ জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

আকরাম আব্দুল ঘানি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আকরাম আব্দুল ঘানি
জন্ম (1987-03-19) ১৯ মার্চ ১৯৮৭ (বয়স ৩৬)
জন্ম স্থান মারাফু, মালদ্বীপ
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ঈগলস
জার্সি নম্বর ১৫
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৫–২০০৬ ক্লাব ভ্যালেন্সিয়া ৩৪ (১)
২০০৭–২০০৯ নিউ রেডিয়েন্ট ২২ (২)
২০১০ ভিবি আড্ডু ১৯ (৩)
২০১১ মাজিয়া ১৬ (১)
২০১২ ভিক্টরি ১৭ (৩)
২০১৩ ক্লাব ভ্যালেন্সিয়া ১০ (৩)
২০১৩–২০১৫ নিউ রেডিয়েন্ট ১৩ (২)
২০১৫–২০১৭ ক্লাব ভ্যালেন্সিয়া ১১ (১)
২০১৭–২০১৮ নিউ রেডিয়েন্ট
২০১৯–২০২১ ট্রাস্ট অ্যান্ড কেয়ার
২০২১ ক্লাব ভ্যালেন্সিয়া
২০২১– ঈগলস
জাতীয় দল
মালদ্বীপ অনূর্ধ্ব-১৯
২০১০ মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ (০)
২০০৭– মালদ্বীপ ৭৪ (২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:১৬, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৫ সালে, মালদ্বীপীয় ক্লাব ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে দুই মৌসুমে ৩৪ ম্যাচে ১টি গোল করার পর ২০০৭ সালে তিনি নিউ রেডিয়েন্টে যোগদান করেছেন। নিউ রেডিয়েন্টে তিন মৌসুম অতিবাহিত করার পর ভিবি আড্ডুর সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি ১৯ ম্যাচে ৩টি গোল করেছেন। পরবর্তীকালে, তিনি মাজিয়া, ভিক্টরি, ক্লাব ভ্যালেন্সিয়া, নিউ রেডিয়েন্ট এবং ট্রাস্ট অ্যান্ড কেয়ারের হয়ে খেলেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি ক্লাব ভ্যালেন্সিয়া হতে মালদ্বীপীয় ক্লাব ঈগলসে যোগদান করেছেন।

আকরাম মালদ্বীপ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মালদ্বীপের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। মালদ্বীপের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০৭ সালে মালদ্বীপের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মালদ্বীপের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭৪ ম্যাচে ২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আকরাম আব্দুল ঘানি ১৯৮৭ সালের ১৯শে মার্চ তারিখে মালদ্বীপের মারাফুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

আকরাম মালদ্বীপ অনূর্ধ্ব-১৯ এবং মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মালদ্বীপের প্রতিনিধিত্ব করেছেন।

২০০৭ সালের ৮ই অক্টোবর তারিখে, মাত্র ২০ বছর, ৬ মাস ও ১৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আকরাম ইয়েমেনের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১০ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মালদ্বীপের হয়ে অভিষেক করেছেন।[২] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৩] ম্যাচটি ইয়েমেন ০–৩ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] মালদ্বীপের হয়ে অভিষেকের বছরে আকরাম সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৪ বছর, ১০ মাস ও ২১ দিন পর, মালদ্বীপের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৫] ২০১২ সালের ২৯শে আগস্ট তারিখে, ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচের ২৬তম মিনিটে মালদ্বীপের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৬] ২০১৮ সালের ২৭শে মার্চ তারিখে, ২০১৯ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভুটানের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে তিনি মালদ্বীপের হয়ে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করেছেন,[৭] ম্যাচটি মালদ্বীপ ৭–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল,[৮][৯] যেখানে তিনি পূর্ণ ৯০ মিনিট খেলেছিলেন।[১০]

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২৩ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
মালদ্বীপ ২০০৭
২০০৮
২০০৯
২০১০
২০১১ ১৪
২০১২
২০১৩
২০১৪
২০১৫
২০১৭
২০১৮
২০১৯
২০২১
সর্বমোট ৭৪

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Akram joins New Radiant"। Haveeru Online। ২০ জুন ২০১৩। ২৩ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৩ 
  2. "Yemen - Maledives 3:0 (WC Qualifiers Asia 2008/2009, 1. Round)"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২১ 
  3. "Yemen - Maldives, Oct 8, 2007 - World Cup qualification Asia - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ৮ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২১ 
  4. Strack-Zimmermann, Benjamin (৮ অক্টোবর ২০০৭)। "Yemen vs. Maldives (3:0)"National Football Teams। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২১ 
  5. Strack-Zimmermann, Benjamin (২৯ আগস্ট ২০১২)। "Cameroon vs. Maldives (3:1)"National Football Teams। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২১ 
  6. "Cameroon A' vs. Maldives - 29 August 2012"Soccerway। ২৯ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২১ 
  7. "Maldives - Bhutan, Mar 27, 2018 - Asian Cup qualification - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২১ 
  8. "Maldives vs. Bhutan - 27 March 2018"Soccerway। ২৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২১ 
  9. Strack-Zimmermann, Benjamin (২৭ মার্চ ২০১৮)। "Maldives vs. Bhutan (7:0)"National Football Teams। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২১ 
  10. "Maledives - Bhutan 7:0 (Asian Cup Qual. 2019, 3rd Round Group D)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা