আইমন নদী

বাংলাদেশের নদী

আইমন নদী বা আয়মন নদী বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের জামালপুরময়মনসিংহ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২০ কিলোমিটার।[১] আইমন নদীর গড় প্রস্থ ৫২ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।[২]

আইমন নদী
আয়মন নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল ময়মনসিংহ বিভাগ
জেলাসমূহ জামালপুর জেলা, ময়মনসিংহ জেলা
উৎস পুরাতন ব্রহ্মপুত্র নদী
মোহনা খিরো নদী
দৈর্ঘ্য ২০ কিলোমিটার (১২ মাইল)

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" আইমন নদীটিকে আখিলা নদীর সাথে যুক্ত করে একত্রে আইমন-আখিলা নদী হিসেবে চিহ্নিত করে। পাউবো কর্তৃক এই নদীটির প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ০১।[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ১৪১।
  2. মানিক, মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ২৩৫। আইএসবিএন 984-70120-0436-4