অ্যালায়েন্স এয়ার (ভারত)
এয়ার ইন্ডিয়া রিজনাল হলো ভারতের একটি স্বল্প খরচের বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা। এটি এল্যায়েন্স এয়ার নামে ১৯৯৬ সালে গঠিত হয় এয়ার ইন্ডিয়ার সহযোগি হিসাবে।[৩] বর্তমানে এই সংস্থার বিমান বহরে ১৭ টি বিমান রয়েছে। বিমানগুলি ৭০ ও ৪৮ আসন বিশিষ্ট। এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। এই বিমান সংস্থা ৩৪ টি গন্তব্যস্থলে বিমান চালায়।[৪]
| |||||||
প্রতিষ্ঠাকাল | ১৯৯৬ | ||||||
---|---|---|---|---|---|---|---|
কার্যক্রম শুরু | ২১ জুন ১৯৯৬ | ||||||
হাব | |||||||
নিয়মিত যাত্রী প্রোগ্রাম | প্রর্ত্যাবর্তন উড়ান | ||||||
জোট | স্টার অ্যালায়েন্স (অধীনস্থ) | ||||||
বিমানবহরের আকার | ১৭ (এপ্রিল ২০১৮) | ||||||
গন্তব্য | ৩৪ (সেপ্টেম্বর ২০১৭) | ||||||
প্রধান কোম্পানি | এয়ার ইন্ডিয়া লিমিটেড | ||||||
প্রধান কার্যালয় | দিল্লি | ||||||
গুরুত্বপূর্ণ ব্যক্তি | প্রদীপ সিং খড়োলা (সিএমডি) সি এস সুব্বিহ (প্রধান নির্বাহী কর্মকর্তা) | ||||||
ওয়েবসাইট | airindia.in |
ইতিহাস
সম্পাদনাএই বিমান সংস্থাটি গঠিত হয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের সহযোগি হিসাবে এলায়েন্স এয়ার নামে। এটি ১লা এপ্রিল ১৯৯৬ সালে গঠিত হয় তথা ২১-এ জুন, ১৯৯৬ সালে বিমান পরিষেবা আরম্ভ করে। এর পর ইন্ডিয়ান এয়ারলাইন্স যখন এয়ার ইন্ডিয়া হিসাবে পরিচালিত হতে থাকে তখন এলায়েন্স এয়ার, এয়ার ইন্ডিয়া রিজনাল হিসাবে কার্যক্রম শুরু করে।[৫]
গন্তব্য
সম্পাদনাএয়ার ইন্ডিয়া রিজনাল ৩৪ টি গন্তব্যস্থলে বিমান পরিচালনা করে। এর প্রধান ঘাঁটি গুলি হলোঃ কলকাতা, মুম্বই, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ।[৬]
বিমান
সম্পাদনাএপ্রিল ২০১৮ সাল অনুযায়ী এলায়েন্স এয়ার নিম্নলিখিত বিমানগুলি পরিচালনা করে:[৭]
বিমান | সক্রিয় | ক্রয়ের জন্য আবেদন করা হয়েছে | যাত্রী | তথ্য |
---|---|---|---|---|
এটিআর ৪২-৩০০ | ২ | — | ৪৮ | — |
এটিআর ৭২-৬০০ | ১৬ | ৭০ | — | |
মোট | ১৮ | — | — |
সাবেক বিমানবহর
সম্পাদনাআরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Alliance Air"। ch-aviation। ২৯ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "JO 7340.2G Contractions" (পিডিএফ)। Federal Aviation Administration। ৫ জানুয়ারি ২০১৭। পৃষ্ঠা 3-1-17। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Directory: World Airlines"। Flight International। ২৭ মার্চ ২০০৭। পৃষ্ঠা 73।
- ↑ "Alliance Air destinations."। Alliance Air- Air India। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Air India Regional"। Air India। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Alliance Air"। Air India। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৭।
- ↑ "India's Alliance Air adds UDAN flights, ATR72s"। ch-aviation। ৫ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৭।